৫০ টাকাই ১ জিবি ইন্টারনেট ৩০ দিন

আসসালামুয়ালাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমার অবস্থা আর কি বলব। আপনাদের মতো আমিও প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করি। এজন্য আমাকে প্রধানত টেকটিউনস-সহ আরো বিভিন্ন প্রযুক্তি ব্লগ আমাকে সাহায্য করে থাকে। আর হাতে কলমে টিউটেরিয়াল এর জন্য তো ইউটিউব আছেই। আর এইগুলো ইউজ আমাদের আপনাদের সবার অনেক সাহায্য করে থাকে। সেটা বুঝতেই পারছেন।

আর কিছু বলার আগে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এইখানে ৫০ টাকাই কিভাবে ১ জিবি পাবেন সেইটার অফার শেয়ার করা হয়নি।

আমাদের সবার ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। উন্নত দেশ গুলো পুরোপুরি ইন্টারনেট নির্ভর। তাদের স্কুলে বই-খাতা নিয়ে যেতে হয় না। ল্যাপটপ-ট্যাব নিয়ে যেতে হয়। তারা জানেই না যে বই-খাতা নিয়ে স্কুল যায় কেও। তবুও কিছু বাঙালি বুঝবেনা ইন্টারনেটের গুরুত্ব। এখনো রেগুলার প্যাকেজ হিসাবে ১ জিবি ২৭৫ টাকা+ভ্যাট। জাতির কাছে প্রশ্ন – বাংলাদেশ কি এতোই ধনী দেশ?? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর এইখানে যেমন 1 mbps ব্রডব্যান্ডের দাম ২০০০ টাকা। আর ঢাকাই দেখলাম মাত্র ৪০০ টাকাই 1 mbps ব্রডব্যান্ড পাওয়া যায়। তাই আমাদের তো সিমে নেট কিনতে হয়।

আমি এই নিয়ে একটা অনলাইন ভিত্তিক আন্দোলন করতে চাই। আপ্নারা কি আমার সাথে থাকবেন?? আমি ইতোমধ্যে একটা ফেসবুকে ইভেন্ট খুলেছি-  সর্বোচ্চ ৫০ টাকাই ১ জিবি ইন্টারনেট সারা মাসের জন্য চাই।

লিঙ্ক-  https://mobile.facebook.com/events/645180528969043

শুধু আপনাদেরকে এক্টাই অনুরোধ। এই ইভেন্টে যেয়ে Interested বা Going হন। আর ফেসবুকে শেয়ার করে দেন। এই ভাবে চলতে থাকলে দেশের বড় কারো চোখে পড়বে বলে আমি মনে করি। আর তারপর সেইটার উপর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করি।

ধন্যবাদ।

Level 0

আমি মো. মুসফিকুর রহমান রুম্মান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ব্যপারে প্রেসক্লাবের সামনে কর্মসূচি দিলে ভালো হবে। তা না হলে কিছুই হবে না ।

রবির নতুন উদয় প্রিপেইডে মাত্র ৪৯ টাকায় ১ জিবি মেয়াদ ৩০দিন

http://www.itpagol.com/bangla

সম্মত