মাত্র ২৩৯০ টাকায় সিম্ফনি স্মার্টফোন দিচ্ছে রবি

মোবাইল ফোন অপারেটর রবি ও হ্যান্ডসেট কম্পানি সিম্ফনি যৌথভাবে বাজারে এনেছে দেশের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোনসিম্ফনি ই১২ ও ই৫৮ স্মার্টফোন দুটির দাম যথাক্রমে ২৩৯০ ও ২৫৯০ টাকা
আজ বৃহস্পতিবার টেলিকম অপারেটর রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বল্পমূল্যের এই স্মার্টফোন দুটির সঙ্গে থাকছে রবির আকর্ষণীয় বান্ডেল অফাররবি গ্রাহকরা যেকোনো একটি হ্যান্ডসেট কিনলে পাবেন ৫ শ মিনিট ফ্রি টকটাইম (যেকোনো অপারেটর) এবং তিন জিবি ইন্টারনেট ডেটাবান্ডেল অফারের মেয়াদ থাকবে ৩০ দিনদেশের যেকোনো রবি সেবাকেন্দ্র ও সিম্ফনির আউটলেট থেকে হ্যান্ডসেট দুটি কিনতে পারবেন গ্রাহকরা
সিম্ফনি ই১২ হ্যান্ডসেটটির স্ক্রিনের আকার ৩ দশমিক ৫ ইঞ্চি এবং ই৫৮ হ্যান্ডসেটটির স্ক্রিনের আকার ৪ ইঞ্চিদুটি হ্যান্ডসেটেই রয়েছে ডুয়েল সিম, ১ গিগাহার্টজ সিঙ্গেল-কোর প্রসেসর ও ২৬৫ এমবি র‌্যামহ্যান্ডসেট দুটিতে একবছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন গ্রাহকরা
দেশের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন চালুর ব্যাপারে রবির বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট বলেন, গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার ক্ষেত্রে দাম একটি অন্যতম বাধাঅন্যদিকে, স্মার্টফোনের ব্যবহার স্বল্পতার কারণে ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছেএ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই রবি সিম্ফনির সঙ্গে যৌথভাবে বাজারে এনেছে এই স্মার্টফোন দুটিআমাদের বিশ্বাস, এর ফলে সমাজের সব স্তরে ইন্টারনেট পৌঁছে যাবে

ENGLISH NEW TECH AND TUNES HERE

দেশের সবচেয় সাশ্রয়ী স্মার্টফোন চালুর ব্যাপারে রবির বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট বলেন, গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার ক্ষেত্রে দাম একটি অন্যতম বাধাঅন্যদিকে, স্মার্টফোনের ব্যবহার স্বল্পতার কারণে ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছেএ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই রবি সিম্ফনির সঙ্গে যৌথভাবে বাজারে এনেছে এই স্মার্টফোন দুটিআমাদের বিশ্বাস, এর ফলে সমাজের সব স্তরে ইন্টারনেট পৌঁছে যাবে

ENGLISH NEW TECH AND TUNES HERE

 

Level 0

আমি এইচবি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bro…i just try my best