নতুন শেয়ার-ইট(উইন্ডোজ ও স্মার্ট ফোন)প্রব্লেম সল্যুশন সাথে রিমোট কন্ট্রোল টিউটোরিয়াল-আরো সহজ ও আধুনিক-কাজে লাগতে পারে শিক্ষকদের

আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন?

কথা না বড়িয়ে কাজ শুরু করি। ইজি কাজ অনেক বস এহানে আছে তাও জানি। তাও লিখে যাই  ভাবি একজন উপকৃত হলেই আমি সার্থক !টিটির খুব ফ্যান আমি।

যারা ফোন ও পিসিতে ফাইল আদান প্রদান করতেন শেয়ার-ইট দিয়ে, তারা নতুন ভার্সনে পারছেন না। তাই আজকের টিউন। নতুন শেয়ার-ইট(উইন্ডোজ ও স্মার্ট ফোন) অনেক ধরনের প্রবলেম দেখা দিছে,আজকে তার সমাধান দেখবো। সাথে পিসি ও স্মার্ট ফোনের রিমোট কন্ট্রোল দেখবো।

প্রথমে উইন্ডোজ ও স্মার্ট ফোন এর জন্য শেয়ার-ইট ডাউনলোড করুন ও ইন্সটল করুন। আমাদের কে এখন হটস্পট বানাতে হবে পিসি ও স্মার্ট ফোনের জন্য। আন্ড্রয়েড এ হটস্পট আছে কিন্তু পিসিতে বানাতে হবে তাই আমরা একটি সফটওয়্যার ইন্সটল দিবো।ডাউনলোড  অফিসিয়াল ।

বিস্তারিত সুন্দর ভাবে টিউটোরিয়াল এ খাঁটি বাংলাই উপস্থাপন করেছি।আমাদের বাংলা টিউটোরিয়াল চ্যানেল

এফবিতে Like ও Group  এ জয়েন করে একটিভ থাকতে পারেন।আর যে কোন প্রব্লেম ফেস করলে টিউমেন্ট এ জানান। 

Facebook Page   Facebook Group

টিউনটি ইংলিশে দেখতে চাইলে অথবা আরো প্রব্লেম সল্ভ টিউন পড়তে। কে এফ প্ল্যানেটের অফিসিয়াল সাইট

সময় থাকলে পূর্বের টিউন দেখতে পারেনঃ

Level 0

আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস