* কিউবির নতুন প্যাকেজ সেবা *

তারহীন ইন্টারনেট সেবাদাতা কিউবি গ্রাহকদের জন্য আবারও দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে। এজন্য কিউবি ইউএসবি ইন্টারনেট মডেমে দেওয়া হচ্ছে নতুন প্যাকেজ। কিউবি সূত্র এ তথ্য জানিয়েছে।

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নতুন প্যাকেজ ক্রয়ে এ বাড়তি সুবিধা উপভোগ করা যাবে। এ অফারে গ্রাহকরা এখন মূল্যছাড়ে মাত্র ২ হাজার টাকায় কিউবি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ উপভোগ করতে পারবেন।

কিউবির ‘ইউএইচ ২৩৫’ মডেলের বহনযোগ্য মডেম এখন নিয়মিত দাম ৩ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকায় পাওয়া যাবে। এরপরেও কিউবির নতুন ইন্টারনেট মডেম গ্রাহকদের জন্য আছে আরও চমক।

আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কিউবির মাসিক প্যাকেজগুলোতে ১ হাজার টাকা মূল্যছাড় এবং প্রিপেইড প্যাকেজে বিনামূল্যে ৭০০ টাকার সেবা (২ জিবি) ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া কিউবির প্রতিটি প্রিপেইড সংযোগ ক্রয়ে ১৪ দিনের মধ্যেই গ্রাহকদের জন্য মানিব্যাক বা টাকা ফেরৎ পাওয়ার নিশ্চয়তা আছে।

উল্লেখ্য, কিউবির এ বিশেষ প্যাকেজের আওতায় গ্রাহকরা কিছু দিন বা সীমিত সময়ের জন্য একটি কুল মডেম এবং মাত্র ২ হাজার টাকায় পুরো এক মাস দ্রুত গতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

কিউবির ইন্টারনেট সংযোগ, গতি, প্যাকেজ এবং সহজলভ্যতা সম্পর্কে জানতে আগ্রহীরা http://www.qubee.com.bd এ সাইটে প্রয়োজনীয় তথ্য পাবেন।

Level 0

আমি জিনিয়াস ৪৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কউবি ইজ দা বস।

কিউবিতে কিভাবে internet নিতে হয়?আর িএ মডেম দিয়ে কি অন্য সিমের মাধ্যমে internet use করা যাবে?ধন্যবাদ

Grameen phone শুনলাম 3G নিয়া আইবে Wimax নিয়া করমু ।তাছাড়া আমার নেটের Speed ও কম পাই না Download-এর সময় 18, রাতে আরোও (27.3)ভালো পাই। কবে যে আইব 3G..

আমি এখনও জিপিতেই আছি। ডাউন-20~35কেবি। আর আপ-10~15কেবি পাই।

ভাই আমি তো নীলফামারী তে পরে আছি অসহায় হয়ে ! এ দিকে কবে যে ওয়াই ম্যাক্স / কিউ বি পাবো 🙁

Level 0

আমি জিপিতেই আছি তবে গতি নিয়ে খুব অসহায়

আমি আগামি ডিসেম্বর ৩জি ইনশাল্লাহ দোয়া করেন……………
আচ্ছা ৩জি তে কি বেশি টাকা কাটে?

Level New

হে হে বাংলাসিংহই আমার কাছে ভালো,১২৮kbps-৬৯০ টাকা,২৫৬ kbps-১১৫০ টাকা,সহজ হিসাব।

উবুন্টুতে কি কিউবি বা বাংলালায়ন ইন্টারনেট ব্যবহার করা যাবে? যদি উত্তর হ্যাঁ সূচক হয় তাহলে কিভাবে জানালে সামনে এগুতে সুবিধা হবে।

খুব শিঘ্রই থ্রিজ়ি সেবা চালু হবে বাংলাদেশে।স্পীড হবে ম্যাক্সিমাম 3.2mbps=400kB/s or more!!!!!!!!!!!!!!!

৫১২ কেবি স্পিডে ৩০০ টাকায় ১ মাস আনলিমিটেড ইন্টারনেট…. এমন প্যাকেজ চাই… 🙂

Level 0

যত গর্জে তত বরষে না।

BTCL slashes bandwidth price by TK 3,200

The state-owned Bangladesh Telecommunications Company Limited has reduced monthly leased rental bandwidth price by Tk 3,200 aimed at providing cheaper internet services to its subscribers.
‘We’ve trimmed the monthly rental bandwidth price to Tk 4,800 from the exiting Tk 8,000,’ SOM Kolimullah, managing director of BTCL, told the BSS on Sunday.
The decision will be effective from April 1, he added.
The BTCL managing director informed that registration, installation and testing fee has also been reduced, and the subscribers have to pay a total of Tk 5,000 for the packages.
Earlier, the registration fee was Tk 5,000 while the testing and installation charge was Tk 5,000.
BTCL officials said the monthly rental price of per mbps bandwidth for internet service providers and other high bandwidth consumers had been set at Tk 4,800.
The high bandwidth subscribers would also enjoy 15 to 35 per cent discount on their monthly consumptions, they added.
Besides, the government educational institutions and public universities would get 25 per cent discount while 5 per cent discount would be provided to training and research centres, government offices, and
private, autonomous and statutory organisations.
The officials said other subscribers including individual user would also enjoy discount and cheaper package for their monthly uses.
Meanwhile, the telecom ministry is mulling to reduce the monthly rental bandwidth price further for the leased internet access through submarine cable by Tk 3,000 within June to spread the ICT-based services to the grassroots.
Post and telecommunication secretary Abubakar Siddique earlier had told the BSS that the government would reduce the bandwidth price further whenever its benefit would be ensured for the end user.
Officials said Bangladesh Submarine Cable Company Ltd, which maintains the country’s lone submarine cable, had already sent a formal proposal to the telecom regulator in this regard and recommended cutting 38 per cent bandwidth price at user level.
The BSCCL proposed Tk 5,000 for per mbps bandwidth from existing Tk 8000 while Tk 4,200 for internet service providers and Tk 3,800 for international internet gateway operators.

link-http://newagebd.com/detail.php?date=2013-04-29&nid=47589#.UX3JoUr96vM