সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের একদল হ্যাকার পেপাল, ভিসা ও মাস্টারকার্ডের সাইটে আক্রমণ চালিয়ে কিছুক্ষণের জন্য সাইটগুলো অচল করে দিয়েছে। জানা গেছে, এই গ্রুপটি সেসব সাইট বা কোম্পানির প্রতিই আক্রমণ চালাচ্ছে যারা উইকিলিকসকে সেবা প্রদান বন্ধ করেছে বা করে দিচ্ছে । খবর বিবিসি টেকনোলজির।
বিশ্বব্যাপী আলোড়ন তোলা উইকিলিকসের কার্যক্রম বন্ধ করতে নেয়া পদক্ষেপগুলোর একটি অংশ হিসেবে প্রথমে আমাজন উইকিলিকসের সাইট বন্ধ করে দেয়। আমাজন অবশ্য জানিয়েছে, সরকারের চাপেই তাদের এই ব্যবস্থা নিতে হয়েছে। এরপর উইকিলিকসের অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে থাকে যখন অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেপাল ‘নীতিমালা’ ভঙ্গের দাবিতে উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর একে একে ভিসা ও মাস্টারকার্ডও উইকিলিকসের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেনের ব্যবস্থা বন্ধ করে। অবশ্য এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার দাবি করেছে, পেপাল বা অন্য কোনো প্রতিষ্ঠানকে উইকিলিকসকে সেবা দিতে বন্ধ করতে কোনো চাপ সৃষ্টি করেনি তারা।
বিবিসি জানিয়েছে, হ্যাকারদের এই গ্রুপটি উইকিলিকসের বিপক্ষে অবস্থানকারী প্রতিষ্ঠান হিসেবে মাস্টারকার্ড এবং পেপালের ব্লগ সাইটে আক্রমণ চালায়। তাদের আক্রমণের সর্বশেষ শিকার হচ্ছে ভিসা। জানা গেছে, হ্যাকারদের আক্রমণে তাদের অনলাইন নির্ভর সেবাও কিছুক্ষণের জন্য অচল হয়ে যায়।
এদিকে হ্যাকারদের বরাতে আরো জানা গেছে, যারাই এভাবে উইকিলিকসকে সেবা প্রদান বন্ধ করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে থাকবে তারা। তাদের দাবি, বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে এই ‘ওয়ার অফ ডাটা’ নামের ক্যাম্পেইনে।
আমি জিনিয়াস ৪৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যাকার রা ভালো একটা উদেদ্গ নিল। সকল হ্যাকার এক হও।