আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের টিউন টা একটু ভিন্নধর্মী। আমাদের অনেকের ইন্টারনেট চালানোর সময় মনের অজান্তে অনেক টাকা কেটে নিছে কিন্তু আমরা কিছুই করতে পারিনা। আর পারবই বা কিভাবে নেট চালানোর সময় কি কিছু মনে থাকে। নেট জগত টাই এমন ধ্বংসী।
আর তাই আজকে দেখাবো এর হাত থেকে কিভাবে পরিত্রান পাওয়া সম্ভব।
তো চলুন শুরু করা যাক। ধাপ গুলো অনুসরন করুন।
প্রথমে ফোনের প্লে স্টোর এ যান গিয়ে লিখুন Data Lock Lite এবং সার্চ দিন। সবার উপরে যে অ্যাপটি পাবেন সেটি ইনস্টল করুন এবং ওপেন করুন।
ওপেন করার পর নিচের মতো দেখতে পাবেন।
আপনি দেখতে পাচ্ছেন Base Plan বলে একটা অপশন আছে ওর নিচে ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মতো দেখতে পাবেন। এখান থেকে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন Limit to বক্সে Unlimited লেখা আছে। ঐ বক্সে ক্লিক করুন।
ক্লিক করার নিচের মতো আসবে। এবার আপনার আসল কাজ। Limit to বক্সে আপনি যে পরিমান ডাটা দিবেন সেই পরিমান ডাটা ব্যবহার হওয়ার পর ডাটা কানেকশন আপনা আপনি বন্ধ হয়ে যাবে। ধরুন আপনি ১০ এমবি ইন্টারনেট প্যাক কিনলেন এখন আপনি এখানে ১০ দিলে ১০ এমবি ব্যবহার হওয়ার সাথে সাথে ডাটা অফ হয়ে যাবে।
ডাটা সেট করার পর Ok দিয়ে Done বাটনে ক্লিক করুন। আপনার কাজ শেষ। আর নেই টাকা নষ্ট হওয়ার ভয়।
টিউনটি পুর্বে প্রকাশিত আমার সাইটে। টিউন দেখতে- এখানে ক্লিক করুন।
আমার সাইটে টিউন করে আয় করতে পারেন খুব সহজে।
আমার সাইটঃ-http://www.thebdblog24.com
কোন প্রকার সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন
Mahmudul Hasan Manik
আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks.. আশা করি আরো এরকম ………