আসসালামুয়ালাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।তাই ঠিক!
আজ আমি আপনাদের জন্য এমন একটা টিউন করেছি,যা আপনাদের সাহায্য করবে আপনার ওয়েবসাইট/ব্লগ থেকে ইনকাম করতে
আমরা অনেকেই ভেবে থাকি,যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি,তাহলে ভালোই হয়!
যাদের ওয়েবসাইট/ব্লগ আছে,তাদের ইনকাম করার ও সু্যোগ রয়েছে!কেবল ১০-১২ টাকা নয়,হাজার হাজার টাকা!
যদি ইচ্ছা থাকে তাহলে এই টিউন টা ভালো করে পড়ুন।
প্রথমে আপনার ওয়েবসাইট/ব্লগ ভালো করে রেডি রাখুন।
তারপর,এখানে ক্লিক করুন
ক্লিক করার পর আপনি নিচের মতো ছবি দেখতে পাবেন।
এবার ছবির মতো নিজের ইচ্ছামত ইউজারনেইম/পাসওয়ার্ড/ইমেইল/মোবাইল নাম্বার বসান।
তারপর একদম শেষে,একটা ক্যাপচা ছবি থাকবে,সেই ছবিতে দেয়া কোড নাম্বার এর নিচের বক্সে বসান।
এবার সবকিছু ঠিকঠাক থাকলে,একেবারে নিচে Register এ ক্লিক করুন। 🙂
এরপর আপনাকে ইমেইল ভেরিফাই করতে বলবে।
রেজিস্ট্রেশন ফরমে দেয়া ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে.(inbox এ না পেলে,Spam Folder এ দেখেন)।
মেইল এ একটা লিংক থাকবে,সেই লিংক এ ক্লিক করলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
এর পর আপনাকে আপনার একাউন্ট এ লগ ইন করতে হবে।
লগ ইন করতে এখানে ক্লিক করুন
এবং নিচের ছবির মতো ইউজারনেইম/পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করুন
লগ ইন করার পর নিচে Sites নামে একটা অপশন পাবেন।সেইখানে ক্লিক করেন।
এরপর আপনার সাইট/ব্লগ এড করার জন্য সাইটের নাম/সাইট টাইপ/সাইট Description লিখুন।
সব ঠিকঠাক বসিয়ে Add Site এ ক্লিক করে সাইট যোগ করেন।
এবার সাইট এড করা শেষ,এখন সাইটের এড-কোড নেয়ার পালা।
এবার সাইটের এডকোড নেয়ার জন্য Site এ ক্লিক করে আপনার সাইটের নাম দেখবেন।সেইখানের পাশে দেখবেন লিখা আছে Ad Codes
সেইখানে ক্লিক করে আপনার সাইটের এডকোড কপি করে,আপনার সাইটের পছন্দমত স্থানে বসান।
এখন আপনার কাজ শেষ,যখন আপনার সাইটে কেও ভিজিট করবে তখন আপনি পাবেন 0.0143$ অর্থাৎ ১ টাকা।
এর অর্থ হচ্ছে আপনার সাইটে ৫০০ থেকে ১০০০ ভিজিটর আসলে আপনার ইনকাম হবে ৫০০৳ থেকে ১০০০৳!
তো,বুঝলেন তো কিভাবে টাকা ইনকাম করতে হয় সাইট/ব্লগ দিয়ে!
এবার বসে বসে টাকা ইনকাম করতে থাকুন।
সবাইকে ধন্যবাদ আমার এই টিউন টি পড়ার জন্য
কোনো সমস্যা হলে আমি ফেইসবুকে আছি।
আর আমার ব্লগে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 🙂
নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করুন
নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করুন!
আমি আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
SHUDHU SITE VISIT KORLEY HOBE? NAKI AD E CLICK KORLE TOKHON TAKA PAWA JABE? TAKA WITHDRAW KORBO KADER KACHH THEKE ABONG KIVABE?