আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালো আছি। আর সবথেকে বড় কথা আপনাদের সাথে থাকতে পারলে নিজেকে আর খারাপ রাখা যায় কি।
আমরা যারা গ্রামিণফোন সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি তারা নিশ্চই গ্রামিণফোন সিম এর একটা বড় সমস্যার মুখোমুখি হয়ে থাকি আর সেটা হলো গ্রামিণফোন সিম এর ইন্টারনেট এর মেয়াদ। আমরা অনেকে জানি ১.৭ টাকায় হয়তো ১ দিন কিংবা ২ দিন মেয়াদ বাড়ানো যায় কিন্তু তাতে কি কোন প্রকার শান্তি আছে। একদিন কিনতে মনে না থাকলে হাতে হারিকেন।
তাই পুরো ২৮ দিনের দুশ্চিন্তা দুর করার জন্য আমি নিয়ে আসলাম মাত্র ১৫ টাকায় ২৮ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক। আপনার মেয়াদ নিয়ে আর চিন্তা করতে হবেনা।
১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে গ্রামিণফোন সিম থেকে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন আর যদি আপনি Auto renew না চান তাহলে আপনি 2 চাপুন। ব্যাস আপনার কাজ শেষ এবার নিশ্চিন্তে ঘুমান। না এখন ঘুমাতে হবে একটু দেখে নিন ঠিক ঠাক ভাবে মেয়াদ বাড়ছে কিনা। আপনি *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।
তাহলে আর দেরি করছেন কেন যাদের এই সমস্যা টা হয়ে থাকে তারা দ্রুত আপনার ইন্টারনেট এর মেয়াদ বাড়িয়ে নিন। কেউ যদি এই টিউন টা আগে করে থাকে ক্ষমা করবেন। আমার চোখে পড়েনি তাই দিলাম।
আরো কিছু অফার আছে দেখতে পারেনঃ
১) গ্রামিণফোন সিমে ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক। (প্রমান সহ)
২) রবির সকল গ্রাহক পাবেন ৫০০ এমবি ইন্টারনেট। (প্রমান সহ)
৩) ২০ এমবি ফ্রি পাবেন সকল গ্রামিণফোন গ্রাহক। (প্রমান সহ)
কোন রকম সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে পারেন।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে
Mahmudul Hasan Manik
আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাহমুদুল হাসান মানিক ভাই, টিউন করার জন্য ধন্যবাদ আপনাকে , আসলে ২৮ দিন যেই প্যাকেজ এর মেয়াদ বাড়বে সেটা শুধু মাত্র ফেসবুক ব্রাউজিং এর জন্য , বিষয় টা উল্লেখ করে দিলে অনেকেই হয়রানি থেকে বাঁচবে , হয়রানি হল যখন কেউ ফেসবুক থেকে অন্য কোন লিঙ্ক এ যাবে তখন পে এজ ইউ গো প্যাকেজ এর রেট এ টাকা কাটতে থাকবে , আমি পরামর্শ দিচ্ছি মাত্র , আমার ভুল ও হতে পারে , তবে ভুলটা দেখিয়ে দিবেন ভাই ।