গ্রামিণফোনে ১৫ টাকায় ইন্টারনেটের মেয়াদ বাড়িয়ে ২৮ দিন। আর ১-২ দিন করে বাড়ানোর প্রয়োজন নেই।

আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় ভালো আছি। আর সবথেকে বড় কথা আপনাদের সাথে থাকতে পারলে নিজেকে আর খারাপ রাখা যায় কি।

আমরা যারা গ্রামিণফোন সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি তারা নিশ্চই গ্রামিণফোন সিম এর একটা বড় সমস্যার মুখোমুখি হয়ে থাকি আর সেটা হলো গ্রামিণফোন সিম এর ইন্টারনেট এর মেয়াদ। আমরা অনেকে জানি ১.৭ টাকায় হয়তো ১ দিন কিংবা ২ দিন মেয়াদ বাড়ানো যায় কিন্তু তাতে কি কোন প্রকার শান্তি আছে। একদিন কিনতে মনে না থাকলে হাতে হারিকেন।
তাই পুরো ২৮ দিনের দুশ্চিন্তা দুর করার জন্য আমি নিয়ে আসলাম মাত্র ১৫ টাকায় ২৮ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক। আপনার মেয়াদ নিয়ে আর চিন্তা করতে হবেনা।

১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে গ্রামিণফোন সিম থেকে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন আর যদি আপনি Auto renew না চান তাহলে আপনি 2 চাপুন। ব্যাস আপনার কাজ শেষ এবার নিশ্চিন্তে ঘুমান। না এখন ঘুমাতে হবে একটু দেখে নিন ঠিক ঠাক ভাবে মেয়াদ বাড়ছে কিনা। আপনি *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।

তাহলে আর দেরি করছেন কেন যাদের এই সমস্যা টা হয়ে থাকে তারা দ্রুত আপনার ইন্টারনেট এর মেয়াদ বাড়িয়ে নিন। কেউ যদি এই টিউন টা আগে করে থাকে ক্ষমা করবেন। আমার চোখে পড়েনি তাই দিলাম।

আরো কিছু অফার আছে দেখতে পারেনঃ
১) গ্রামিণফোন সিমে ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক। (প্রমান সহ)
২) রবির সকল গ্রাহক পাবেন ৫০০ এমবি ইন্টারনেট। (প্রমান সহ)
৩) ২০ এমবি ফ্রি পাবেন সকল গ্রামিণফোন গ্রাহক। (প্রমান সহ)

কোন রকম সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে পারেন।
প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে

Mahmudul Hasan Manik

Level 0

আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাহমুদুল হাসান মানিক ভাই, টিউন করার জন্য ধন্যবাদ আপনাকে , আসলে ২৮ দিন যেই প্যাকেজ এর মেয়াদ বাড়বে সেটা শুধু মাত্র ফেসবুক ব্রাউজিং এর জন্য , বিষয় টা উল্লেখ করে দিলে অনেকেই হয়রানি থেকে বাঁচবে , হয়রানি হল যখন কেউ ফেসবুক থেকে অন্য কোন লিঙ্ক এ যাবে তখন পে এজ ইউ গো প্যাকেজ এর রেট এ টাকা কাটতে থাকবে , আমি পরামর্শ দিচ্ছি মাত্র , আমার ভুল ও হতে পারে , তবে ভুলটা দেখিয়ে দিবেন ভাই ।

    ধন্যবাদ আপনার মুল্যবান পরামর্শ এর জন্য। আমি সত্যিই গর্বিত আপনার মতো একজন মহত মানুষ আমার ভূল ত্রুটি গুলো বিচক্ষণতারর সাথে দেখছে এবং আমাকে সেটা জানিয়েও দিচ্ছে কিন্তু আনন্দের সাথে একটা কথা বলতে চাই যে আমার কিন্তু ফেসবুক না সকল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বেড়ে গেছে। আর শুধু ফেসবুক হবে যখন তখন *566*10# ডায়াল করে চেক করার কথা উল্লেখ করবো কেন। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আমি কোন রকম ভাবে কাওকে হয়রানী করতে চাইনা। ধন্যবাদ।

      মাহমুদুল হাসান মানিক ভাই, আপনি কেন ক্ষমা চাইলেন ? আমি আপানার উত্তর পেয়ে খুব আনন্দিত হয়েছি, কষ্ট পেয়েছি ক্ষমা চেয়েছেন বলে, ভাই এত বছর টেক টিউনস এ থেকে কাউকে একটা টিউন উপহার দিতে পারিনি আর আপনারা কত কষ্ট করে টিউন করেন দেখে খুব শান্তি লাগে ভাল লাগে , আমি আপনাদের খুব ভালবাসি আর আপনাদের গর্ভ আমাদের এই টেক টিউনস কে ও অনেক বেশী ভালবাসি , ক্ষমা নয় ভাইয়া দুঃখিত বললেই আমার জন্য অনেক বেশী হয়ে যেত , আসলে আপনি ও যথেষ্ট বিবেকবান আর বিচক্ষণ মানুষ , তাই এমন সুন্দর ভাবে উত্তর দিয়েছেন , অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে আর আহ্বান জানাচ্ছি নিত্যনতুন টিউন উপহার দিতে , অপেক্ষায় রইলাম আরও টিউন এর আশায় , দোয়া করি ভাল থাকবেন মাহমুদুল হাসান মানিক ভাই ।

        যদি কখনও নিজের কাছে মনে হয় যে আমার কাজটা ভুল ছিলো তাহলে ক্ষমা চাইতে আমি কখনও দিধাবোধ করিনা তাই সে ছোট হোক কিংবা বড়। আপনার মতামতগুলো সত্যিই আমাকে অনেক ভালোবাসা দেয়। আপনাদের মতো শ্রদ্ধাভাজন মানুষের ভালোবাসার আমার উপর থাকলে নিশ্চই উপরে উঠতে পারবো। দোয়া করবেন। ধন্যবাদ।

          আপনার জন্য দোয়া করি আপনি যেন আপনার মনের লালিত স্বপ্ন কে বাস্তবায়িত এবং অনেক বড় পরিচয়ের মানুষ হতে পারেন , ভাল থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি , শুভ হোক আপনার সামনের দিকে এহিয়ে চলা ।

        অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাই আপনারা এই ট্রিক্স বন্ধ না হওয়া পর্যন্ত টিউন চালিয়ে যান।বন্ধ হওয়ার পর বসে বসে মুড়ি খেয়েন। এই ট্রিক্স আমার মনে হয় ৯৫% জনতা জানে। বাকি ৫% এর জন্য আমাদের পায়ে কুড়াল মারবেন না প্লিজ।

    আপনার গুরুত্বপুর্ন মতামতের জন্য ধন্যবাদ। আপনারা সাধারনত এখানে আশি কাউকে শেখাতে অথবা নিজে কিছু শিখতে। এখন আপনি যদি বলেন যে আপনি কিংবা ৯৫% জনতা জানে তবে আমি আর বাকি ৫% জনতাকে জানানোর জন্য পোস্ট টা করছি। আপনি যদি যেনে থাকেন তবে দয়া করে আর জানা কোন টিউন ভিউ করবেন না। ধন্যবাদ।

      ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ। সত্যিই আপনি একজন ট্যালেন্টেড টিউনার, যিনি বহুল পুরাতন বিষয় নিয়ে অনবরত টিউন করে যাচ্ছেন আর ভাবছেন যে উনি সবার মাঝে ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছেন, আর জনগনের পায়ে কুড়াল মেরে যাচ্ছেন।ভাই আপনি পরবর্তি টিউন মোবাইল ফোনের উপর করুন।মোবাইল ফোন দিয়ে যে কথা বলা যায় তা হয়তো এখনও অনেকে জানে না!!!! Keep it up Brother, I will be with u.

ভাই,পুরাতন খবর বাদ দিয়ে নতুন বিষয়ে টিউন করুন,আপনার টিউনগুলো অনেক পুরোনো।

ধন্যবাদ ভাইজান ।

Brother thanks a lot. You are so kind. Continue & don’t care of back biting tendency. We are with you. Be well.