এবার ১টা সফটওয়্যার এ চালান ১৪ টা মেসেঞ্জার।তাড়াতাড়ি দেখুন।Miss তো Loss!

আসসালামুয়ালাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।

অনেক দিন হয়ে গেলো কোনো টিউন করিনাই। :p তাই আজ এপ্রিলের শেষে আপনাদের জন্য একটা দারুণ টিউন করার চিন্তা করে,টিউন করলাম। 🙂

তাই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার টিউন। 🙂

কথায় বলতে গেলে আমাদের মধ্যে যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের মধ্যে অনেকের কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে। কি? ঠিক না?? অবশ্যই? :p

হ্যা,আসলেই।তো,আমরা কখনো আমাদের প্রিয় কম্পিউটার বা ল্যাপটপ এ বেশি সফটওয়্যার ইন্সটল করতে চাই না। কারণ,এতে কম্পিউটার বা ল্যাপটপ টা একটু ধীরগতির হয়ে যায়।(যা আমাদের অসহ্য লাগে 🙂

তাই বলে কি আমরা ব্যবহার না করে বসে থাকবো?? অবশ্যই না! যদি এমন হয়,যেমনকি একটা সফটওয়্যার এ অনেক গুলা সফটওয়্যার এর ব্যবহার করা যায় তাহলে জিনিস টা একটু অন্যধরণের লাগে! 🙂

হ্যা,তাই আমি আজ আপনাদের জন্য এমন একটা সফটওয়্যার নিয়ে এলাম যার মধ্যে ১৪ টা মেসেঞ্জার ব্যবহার করা যাবে!! যাকে আমি নাম দিলাম All in One!!

হ্যা!! আসলেই!! ১৪ টা মেসেঞ্জার ব্যবহার করা যাবে এই Franz নামক সফটওয়্যার দিয়ে!!

এই অ্যাপ দিয়ে Skype/Facebook Messenger/WhatsApp সহ আরোও ১১ টা সফটওয়্যার ব্যবহার করা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। 🙂 আর বর্তমানে এই অ্যাপ শুধুমাত্র windows অপারেটিং সিস্টেমস এর জন্য তৈরি হয়েছে। আর সামনে Android,Windows Phone এবং IOS এর জন্য ও এই অ্যাপ পাওয়া যাবে! (খুব খুশি?? তাই না?)

দেখে নিন এই অ্যাপ এর ফেইসবুক মেসেঞ্জার স্ক্রিনশট:

এবং WhatsApp এর স্ক্রিনশট:

এই সফটওয়্যার টা হয়তো এখন ডাউনলোড করতে ইচ্ছা হচ্ছে? তাই না??

তো ডাউনলোড করতে নিচের "Download Now" ব্যানার টাতে ক্লিক করেন!

আশা করি ভালো লেগেছে? তাই না? 🙂

আশা করি সামনে আরোও মজাদার সফটওয়্যার নিয়ে হাজির হবো।(দোয়া করবেন)|

আর কোনো সমস্যা হলে আমি ফেইসবুকে আছি।

এবং আমার ফেইসবুক পেইজে একটা লাইক দিন 🙂

আর সময় থাকলে আমার ব্লগে আসবেন।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার টিউন এখানেই শেষ করলাম। 🙂

Level 0

আমি আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া দুইটা তো মেসেঞ্জারের স্ক্রিনশট দেখালে

Download option nai plz help