ও আর একটা কথা । সাইটটাতে প্রতিদিন আপনি সর্বচ্চ ১০ থেকে ১২ টা আর্টিকেল পেতে পারেন । তাতে গড়ে প্রতিদিন আপনার আয় ০.৫০$ থেকে ১.০০$ হতে পারে ।
আমি যখন সাইটটাতে কাল প্রথম কাজ শুরু করি তখন উপরের ভিজিটরের লিস্টে আমি Total visitor online : 1646 জন দেখেছিলাম । যারা সবাই ওইখানে login করা মেম্বার । তো বুঝলাম যে আমি বুঝি না কিছুই । কিন্তু ১৬৪৬ জনের মাত্র ৪৬ জনও কি কিছুই বোঝে না ??? তারা কেন ওইখানে পরিশ্রম করছে তাদের সময় নষ্ট করে ?? আর তাছাড়া আমি এমনও সাইট দেখেছি যেখানে আর্টিকেলে রেট করলে ৫$ পর্যন্ত পাওয়া যায় । সেখানে এখানে আপনাকে দিচ্ছে সর্বচ্চ ।০.১৫$ ।
আজকের দিনে লাভ ছাড়া কেউ পা বাড়ায় না । নিজেকেই প্রশ্ন করে দেখেন আপনি সারাদিন যতগুলি কাজ করেন তার কয়টিতে আপনার সার্থ নেই । ঠিক তেমনি ওরাও নিশ্চই নিজেদের লাভের জন্যই আপনাকে টাকাটা দিচ্ছে । কারন তারা যদি এটা থেকে আয় না করতে পারে তাহলে তো আপনাকে দিতে হয় বাড়ির জমি বিক্রি করতে হবে আর তা না হলে বাড়িতে ডলার বানানোর ম্যাসিন বসাতে হবে ।
দেখুন readbud এর সম্পুর্ন কাজ গুলোই অনেকটা PTC সাইট গুলোর মত । PTC সাইট গুলোর কাজ হল আপনাকে জোর করে ধরে নিয়ে উল্লেখ্য সাইট গুলোতে ঢুকানো । আর readbud এর কাজ হল উল্লেখ্য বিষয় সম্পরকে আপনাকে বিস্তারিত বলে সেই বিষয়টার উপর আপনাকে আক্রিষ্ট করা । এই জন্য আপনি যখন readbud এ প্রথম আপনার একাউন্ট খুলবেন, তখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কোন বিষয় গুলোর উপর বেশি আগ্রহী । এবং আপনাকে সব বিষয় গুলোর একটা চার্ট ও দেওয়া হবে । যেখান থেকে আপনার পছন্দের বিষয় গুলো নির্বাচন করতে পারবেন । এবং পরবর্তিতে আপনাকে ওই সব বিষয়ের উপর আর্টিকেল গুলোই দেখানো হবে । আর readbud এর লাভ ?
প্রত্যেকটি আর্টিকেলে প্রতিটি ক্লিক এর জন্যে readbud আর্টিকেল দাতার কাছ থেকে সর্বনিন্ম ০.২০$ নিয়ে থাকে যেখানে আপনাকে দিচ্ছে ০.০৩$ । আর বেশি word এর আর্টিকেল, যেখানে আপনাকে ০.১৫$ দিচ্ছে সেখানের হারও ঠিক ওই রকমই । এখন বুঝুন readbud এর লাভ কি ।
আর্টিকেল দাতা, অন্য নাম বলা যায় বিজ্ঞাপন দাতা । আচ্ছা বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তো সবসময় দেখি, আপনার কি মনে ওই বিজ্ঞাপন দাতার অত টাকা খরচ করে তার কম্পানির বা সাইটের বিজ্ঞাপন দিয়ে লাভ কি ? লাভ একটাই হয় তার কম্পানির পন্য বিক্রি করা আর তা না হলে তার সাইটের ট্রাফিক বাড়ানো, নাকি ? হ্যা তাইই ।
তাহলে আর্টিকেল দাতার লাভ কি ?
আচ্ছা ধরুন আপনার একটা মোবাইলের শো-রুম আছে, উত্তরায় । এখন আপনি কোনো সাইটে তার বিজ্ঞাপন দিলে কতদুর লিখতে পারবেন ? বড়যোর আপনার শো-রুমের নাম , ঠিকানা , ফোন নাম্বার, আর হাল্কা কিছু বিবরন এই তো ?
কিন্তু আপনি যদি বিজ্ঞাপনটা আর্টিকেল এর মাধ্যমে দেন । তাহলে আপনি আপনার শো-রুম এর বিবরন, তার ঠিকানা, তাতে কি কি আছে ইত্যাদি সব দিতে পারবেন । আর তাতে ক্রেতারও সুবিধা হল । তাই আর্টিকেল দাতার লাভটা হল এই ।।
অনেক বক বক করলাম । আশা করছি একটু হলেও আপনাদের উপকার করতে পারব । আর যদি আমার পোস্ট একটুও ভাল লাগে সেটাই আমার সার্থকতা । আর যেকোন ধরনের পরামর্শ বা মতামতের জন্য কমেন্ট করতে ভুলবেন না । আপনাদের পরামর্শ বা মতামত একটা টিউনারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ।
এই পোস্টটি আগে প্রকাশিত হয়েছিল technewsbd.wordpress.com/ তে যদি কারো ভাল লাগে তাহলে একবার ঘুরে দেখতে পারেন । এছাড়াও অনলাইনে আয় বিষয়ে যে কোন তথ্য, পরামর্শ অথবা সাহায্যের জন্য সাইটটিতে ভিজিট করতে পারেন । আর tecnology সম্পর্কিত আপডেট তো থাকছেই । আপনাদের সবাইকে আমাদের নতূন ভূবনে সাগতম ।
ধন্যবাদ
------অভি ।
আমি অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Mr. Ovi,
First I like to thank U for a tune. Do you have any proof of payment that shows your payment from readbud.com ?
If U have then show us please.
Or else I suggest U to get your payment first, then post to techtunes and then tell us to join
but not before. Please verify any site before join whether it is LEGIT or SCAM.