Readbud-আর্টিকেল পড়ে এবং রেট করে টাকা আয় করুন । একসাথে ১৬৫০০ জন লোক কি ভুল করে ???

Short link for shareing : http://bit.ly/fNuJWu
 

কেমন আছেন সবাই ?

আমার আজকের টিউন এমন একটা সাইট এর কথা বলব যেখানে আপনার কাজ শুধু আর্টিকেল পড়া আর তাতে রেট করা । আর তার জন্যে আপনাকে দেওয়া হবে ০.০৩$ থেকে সর্বচ্চ্য ০.১৫$ পর্যন্ত । সাইটটার নাম হল readbud । কাজ শুরু করতে হলে আপনাকে প্রথমে সাইটে প্রবেশ করতে হবে । তার পর অন্য সাইটের মত রেজিস্টার আর তার পর ইমেইল ভেরিফাই । শেষ । তার পরই আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন ।

ও আর একটা কথা । সাইটটাতে প্রতিদিন আপনি সর্বচ্চ ১০ থেকে ১২ টা আর্টিকেল পেতে পারেন । তাতে গড়ে প্রতিদিন আপনার আয় ০.৫০$ থেকে ১.০০$ হতে পারে ।

  • কি ভাবছেন সাইটট ভুয়া কিনা তাই ??? আমি বলব সাইটটা ১০০% সঠিক এবং আপনাকে অবস্যই টাকা পেমেন্ট করবে ।

 কেন বললাম ?

আমি যখন সাইটটাতে কাল প্রথম কাজ শুরু করি তখন উপরের ভিজিটরের লিস্টে আমি Total visitor online : 1646 জন দেখেছিলাম । যারা সবাই ওইখানে login করা মেম্বার । তো বুঝলাম যে আমি বুঝি না কিছুই । কিন্তু ১৬৪৬ জনের মাত্র ৪৬ জনও কি কিছুই বোঝে না ??? তারা কেন ওইখানে পরিশ্রম করছে তাদের সময় নষ্ট করে ?? আর তাছাড়া আমি এমনও সাইট দেখেছি যেখানে আর্টিকেলে রেট করলে ৫$ পর্যন্ত পাওয়া যায় । সেখানে এখানে আপনাকে দিচ্ছে সর্বচ্চ ।০.১৫$ ।

  • তাহলে এর পরের প্রশ্ন কি আসতে পারে ? যে তাহলে আর্টিকেল পড়ানো বা রেট করিয়ে ওদের লাভ কি ?? তাই না ?

আর্টিকেল রিড করিয়ে ও রেট করিয়ে ওদের লাভ ।

 আজকের দিনে লাভ ছাড়া কেউ পা বাড়ায় না । নিজেকেই প্রশ্ন করে দেখেন আপনি সারাদিন যতগুলি কাজ করেন তার কয়টিতে আপনার সার্থ নেই । ঠিক তেমনি ওরাও নিশ্চই নিজেদের লাভের জন্যই আপনাকে টাকাটা দিচ্ছে । কারন তারা যদি এটা থেকে আয় না করতে পারে তাহলে তো আপনাকে দিতে হয় বাড়ির জমি বিক্রি করতে হবে আর তা না হলে বাড়িতে ডলার বানানোর ম্যাসিন বসাতে হবে ।

তাহলে তাদের লাভ ?

দেখুন readbud এর সম্পুর্ন কাজ গুলোই অনেকটা PTC সাইট গুলোর মত । PTC সাইট গুলোর কাজ হল আপনাকে জোর করে ধরে নিয়ে উল্লেখ্য সাইট গুলোতে ঢুকানো । আর readbud এর কাজ হল উল্লেখ্য বিষয় সম্পরকে আপনাকে বিস্তারিত বলে সেই বিষয়টার উপর আপনাকে আক্রিষ্ট করা । এই জন্য আপনি যখন readbud এ প্রথম আপনার একাউন্ট খুলবেন, তখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কোন বিষয় গুলোর উপর বেশি আগ্রহী । এবং আপনাকে সব বিষয় গুলোর একটা চার্ট ও দেওয়া হবে । যেখান থেকে আপনার পছন্দের বিষয় গুলো নির্বাচন করতে পারবেন । এবং পরবর্তিতে আপনাকে ওই সব বিষয়ের উপর আর্টিকেল গুলোই দেখানো হবে । আর readbud এর লাভ ?

প্রত্যেকটি আর্টিকেলে প্রতিটি ক্লিক এর জন্যে readbud আর্টিকেল দাতার কাছ থেকে সর্বনিন্ম ০.২০$ নিয়ে থাকে যেখানে আপনাকে দিচ্ছে ০.০৩$ । আর বেশি word এর আর্টিকেল, যেখানে আপনাকে ০.১৫$ দিচ্ছে সেখানের হারও ঠিক ওই রকমই । এখন বুঝুন readbud এর লাভ কি ।

  • এর পরের প্রশ্ন কি হতে পারে ? তাহলে আর্টিকেল দাতাদের লাভ কি ? তাই না ???

আর্টিকেল দাতাদের লাভ ।

আর্টিকেল দাতা, অন্য নাম বলা যায় বিজ্ঞাপন দাতা । আচ্ছা বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তো সবসময় দেখি, আপনার কি মনে ওই বিজ্ঞাপন দাতার অত টাকা খরচ করে তার কম্পানির বা সাইটের বিজ্ঞাপন দিয়ে লাভ কি ? লাভ একটাই হয় তার কম্পানির পন্য বিক্রি করা আর তা না হলে তার সাইটের ট্রাফিক বাড়ানো, নাকি ? হ্যা তাইই ।

তাহলে আর্টিকেল দাতার লাভ কি ?

আচ্ছা ধরুন আপনার একটা মোবাইলের শো-রুম আছে, উত্তরায় । এখন আপনি কোনো সাইটে তার বিজ্ঞাপন দিলে কতদুর লিখতে পারবেন ? বড়যোর আপনার শো-রুমের নাম , ঠিকানা , ফোন নাম্বার, আর হাল্কা কিছু বিবরন এই তো ?

কিন্তু আপনি যদি বিজ্ঞাপনটা আর্টিকেল এর মাধ্যমে দেন । তাহলে আপনি আপনার শো-রুম এর বিবরন, তার ঠিকানা, তাতে কি কি আছে ইত্যাদি সব দিতে পারবেন । আর তাতে ক্রেতারও সুবিধা হল । তাই আর্টিকেল দাতার লাভটা হল এই ।।

অনেক বক বক করলাম । আশা করছি একটু হলেও আপনাদের উপকার করতে পারব । আর যদি আমার পোস্ট একটুও ভাল লাগে সেটাই আমার সার্থকতা । আর যেকোন ধরনের পরামর্শ বা মতামতের জন্য কমেন্ট করতে ভুলবেন না । আপনাদের পরামর্শ বা মতামত একটা টিউনারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ।

ও Readbud এ একাউন্ট করতে নিচের লিংকে ক্লিক করুন ।

 

Click here to register with readbud.com

 

 এই পোস্টটি আগে প্রকাশিত হয়েছিল technewsbd.wordpress.com/ তে যদি কারো ভাল লাগে তাহলে একবার ঘুরে দেখতে পারেন । এছাড়াও অনলাইনে আয় বিষয়ে যে কোন তথ্য, পরামর্শ অথবা সাহায্যের জন্য সাইটটিতে ভিজিট করতে পারেন । আর tecnology সম্পর্কিত আপডেট তো থাকছেই । আপনাদের সবাইকে আমাদের নতূন ভূবনে সাগতম ।

ধন্যবাদ

------অভি ।

 

 

Level New

আমি অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Mr. Ovi,
First I like to thank U for a tune. Do you have any proof of payment that shows your payment from readbud.com ?
If U have then show us please.
Or else I suggest U to get your payment first, then post to techtunes and then tell us to join
but not before. Please verify any site before join whether it is LEGIT or SCAM.

    Level 0

    thanks newboy for suggest
    ovi vai,
    আপনি মনে হয় এই লাইনে নতুন , এই সাইটটা পুরা ভুয়া দয়া করে readbud টাইম নস্ট না করে আন্য কোনো সাইটে কাজ করেন ।

    Level 0

    আমার ৩টা আক্যাউন্ট এ ৩৫$$ হয়ে তারপর আর আর্টিকেল পড়তে দেয় না আর বললেন যে (একসাথে ১৬৫০০ জন লোক কি ভুল করে ???) সর্ম্পুন একটা random নাম্বার ।

    Level 0

    1000000000000000000000000000000000000000000000000000000000% scam site readbud.com

হূমম সবই বুঝলাম। তবে সমস্যা হল এটা ভূয়া মানে স্ক্যাম সাইট।

    Level 0

    শাকিল ভাইয়ের সাথে একমত। ৬-৭ মাস আগে সাইটটি যখন প্রথম আসল তখন হাতে গোনা কয়েকজনকে লোক দেখানো পে করেছে। তার পর থেকে আর পে করে না, মানে আপনি কখনোই ৫০ ডলারে পৌঁছতে পারবেন না। আমার ১০ জন এর মত ডাইরেক্ট রেফারেল ছিল তার পরেও আমি ৩৬ ডলারের বেশি জমা করতে পারি নি। এখন আর আমি কোন আর্টিকেল পাইনা যে রেটিং দিয়ে আরনিং বাড়াবো। ২০ ডলারের পর থেকেই আর্টিকেল আসা কমতে থাকে। ৩০ ডলার হলে আর আসেই না। আর এই প্রবলেম শুধু আমার না, অন্য সাবারই একই অবস্থা।
    তো অভি ভাই আপনি অনেক কষ্ট করে সাইটটি সম্পর্কে বিস্তারিত লিখেছেন এরকম অনেকেই লিখে না। কিন্তু ভাল হত যদি আপনি পেমেন্ট পাওয়ার পর লিখতেন তাহলে অনেক রেফারেল পাইতেন।
    আশা করব, অন্তত প্রথম পে-আউট না করা পর্যন্ত যেন কেউ কোন অনলাইন আর্নিংয়ের কথা না লিখে।

    Level New

    কিন্তু আমি নিযে দেখেছি ৪৫ ডলার আয় করতে । সে আর্টিকেল পেল কোথায় ????

    Level 0

    ওকে ব্রো, আপনি ৪৫ ডলার দেখেছেন ৫০ ডলার কিন্তু দেখেন নি। আর ৫০ দেখলেও পে-আউট দেখবেন না। আসলে ৩০ ডলারের পর থেকে দুই তিনদিন পরপর ১-২টি করে আরর্টিক্যল আসে এবং আর্নিংও খুব কম দেয়। আমি হয়ত এতদিন লেগে থাকলে ৫০ ডলার জমা করতে পারতাম, কিন্তু যখন ১০০% নিশ্চিত হলাম যে সাইটটি স্ক্যাম হয়ে গেছে মানে ৫০ ডলার জমা করলেও পে করবে না। তখন থেকেই আমি ওই সাইট থেকে সরে আসি।
    আশা করি বুঝতে পেরেছেন।
    তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, আমি আপনাকে লেগে থাকার পরমর্শ দিব কারণ নিজের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় অভিজ্ঞতা।

    আমি আর কি বলব, যা বলার তো বুলবুল ভাই বলেই দিছে। শধু এতটুকু জানি সাইটটি স্ক্যাম।
    আর শাকিল ভাই, আপনি তো জব্বর খারাপ লোক। আপনি অনলাইন আউটসোর্সিংয়ের ব্যপারে মিটিং করার জন্য আপনার বাসায় লোক দাওয়াত করে কয়েক ঘন্টা বসিয়ে রেখে তাদের কাছে আপনি নিজেকে হাইলাইটস করলেন, আপনি যে বস আকারে ইঙ্গিতে তা বুঝালেন। আপনার ডোমেইন হেষ্টিং এর বিজনেসের কথা জনালেন। আচ্ছা ভাল কথা, কিন্তু এই ৮-১০ জন লোককে আপনার বাসায় ৪ ঘন্টা বসিয়ে বসিয়ে আপনার বক্তব্য শুনালেন, তাদের বেশি কিছু না হোক অন্তত একটু চা- পানি পান করাইতে পারতেন। মক্কেলদের শুধু শুধু ৪ ঘন্টা বসিয়ে রেখে খালি মুখে বিদায় করলেন:( 🙁 😮 😮 । এটা কি ঠিক করলেন?
    আর আপনি বাংলা ব্লগ সাইটে এমনিতেই বেশ পরিচিত শুধু শুধু আপনার বাসায় মক্কেল ধরে নিয়ে আপনার গুনগান শুনানের প্রয়োজন আছে বলে মনে করি না।8) 🙂 😀
    শাকিল ভাই কি মাইন্ড খাইলেন? আগে ভাবুন আমি ঠিক বললাম কি না?
    ধন্যবাদ ভাল থাকুন।

    Level 0

    1000000000000000000000000000000000000000000000% scam site

আমি আর কি বলব, যা বলার তো বুলবুল ভাই বলেই দিছে। শধু এতটুকু জানি সাইটটি স্ক্যাম।
আর শাকিল ভাই, আপনি তো জব্বর খারাপ লোক। আপনি অনলাইন আউটসোর্সিংয়ের ব্যপারে মিটিং করার জন্য আপনার বাসায় লোক দাওয়াত করে কয়েক ঘন্টা বসিয়ে রেখে তাদের কাছে আপনি নিজেকে হাইলাইটস করলেন, আপনি যে বস আকারে ইঙ্গিতে তা বুঝালেন। আপনার ডোমেইন হেষ্টিং এর বিজনেসের কথা জনালেন। আচ্ছা ভাল কথা, কিন্তু এই ৮-১০ জন লোককে আপনার বাসায় ৪ ঘন্টা বসিয়ে বসিয়ে আপনার বক্তব্য শুনালেন, তাদের বেশি কিছু না হোক অন্তত একটু চা- পানি পান করাইতে পারতেন। মক্কেলদের শুধু শুধু ৪ ঘন্টা বসিয়ে রেখে খালি মুখে বিদায় করলেন:( 🙁 😮 😮 । এটা কি ঠিক করলেন?
আর আপনি বাংলা ব্লগ সাইটে এমনিতেই বেশ পরিচিত শুধু শুধু আপনার বাসায় মক্কেল ধরে নিয়ে আপনার গুনগান শুনানের প্রয়োজন আছে বলে মনে করি না।8) 🙂 😀
শাকিল ভাই কি মাইন্ড খাইলেন? আগে ভাবুন আমি ঠিক বললাম কি না?
ধন্যবাদ

    Level 0

    1000000000000000000000000000000000000000% scam site readbud.com

ভাই আপনার এই লেখার জন্য;
“আমি যখন সাইটটাতে কাল প্রথম কাজ শুরু করি তখন উপরের ভিজিটরের লিস্টে আমি Total visitor online : 1646 জন দেখেছিলাম । যারা সবাই ওইখানে login করা মেম্বার । তো বুঝলাম যে আমি বুঝি না কিছুই । কিন্তু ১৬৪৬ জনের মাত্র ৪৬ জনও কি কিছুই বোঝে না ??? ”
কোন সাইটের মেম্বার / ভিজিটর বেশি হলেই যে সাইট গুলো pay করে, কথাটা ঠিকনা। আপনি এই সাইটে গিয়ে দেখেন http://www.paypermails.com তাদের কত মেম্বার। কিন্তু তারা pay করে না।

Level 0

আমি শাকিল ভাইয়ের সাথে একমত কারন এই সাইট ভূয়া ভূয়া ! এই সাইট থেকে কেউ পেমেন্ট পাবেনা ।আমার কাছে প্রমান আছে যে তারা কতটা ভূয়া আমি ৫০ ডলার হওয়ার পর পেমেন্ট নেওয়ার জন্য এপ্লাই করেছিলাম তারা টাকা একাউন্ট থেকে কেটে নিয়েছে ঠিক কিন্তু এক টাকাও আমাতে দেয়নাই ।আর এই সাইট কোন পিটিসি সাইটের মত না কারন তারা অন্য সাইটের আর্টিকেল দেয়না তারা নিজের সাইটের আর্টিকেল পরতে দেয় ।কারন তারা ইউজ করে এডসিন্স অনেকে আর্টিকেল পড়ে কিন্তু এডে ক্লিক দেয় কয় জনে ,তো নিজেরো কিছু না পেলে আপনাকে দিবে কি…………..ত আর বলব না ।তো ভাই আর সামনে …………………..

আমার এক্সপেরিয়েন্স না বলে পারছি না। আমি ৫০ ডলার পর্যন্ত আয় করে পে-আউট করাতে পারিনি….তাই আমিও বলছি – রিডবাড একটি স্ক্যাম পিটিআর সাইট…শুধু শুধু সময় নষ্ট করবেন না এখানে।

Level 0

oh,keno je ar koydin age tune ta porlamna,tobuo bacha gelo, ami kono reffer na kore nije honestly read kore 6.45 dollar earn korechhilam, ekhon to ar jabo na oi site e ,lol,
ovi vai ke thnx (lol) , coz apni tune na korle to ar shobar comments gulo petamna
jara shabdhan kore dilen, tader shobaike thnx