পিসিতে লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুন একটি ফায়ারওয়াল

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময়ই ফায়ারওয়াল ব্যবহার করার দরকার পরে।

অনেকে ডিফল্ট ফায়ারওয়ালও ব্যবহার করেন।কিন্তু থার্ড পার্টি এপস ব্যবহার করে যদি কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, তবে তো আরো ভালো। তেমনি একটা এপস হল গ্লাসওয়ার ।
সফটওয়ারটি ফ্রিতেই ব্যবহার করা যাবে। তবে কিছু এক্সট্রা ফিচার ব্যবহার করার জন্য প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে।

 

এবার এর কয়েকটি উল্লেখযোগ্য ফিচার দেখে নেওয়া যাকঃ
# যেকোনো সফটওয়ার এর নেটওয়ার্ক এক্সেস মাউসের এক ক্লিকেই বন্ধ
করে দিতে পারে।

# কোন সফটওয়ার এর দ্বারা কতটুকু মেগাবাইট খরচ হয়েছে, তার বিস্তারিত বিবরন পাওয়া যাবে।

# পিসি চালু অবস্থায় কোনো সফটওয়্যার সিক্রেটলি কানেকশন নিলে, তাৎক্ষনিক
ভাবে নোটিফিকেশনে জানিয়ে দিবে।

ইউজার ইন্টারফেসঃ

সফটওয়্যারটি চালু হচ্ছে
এতে সর্বমোট ৫টি ট্যাব রয়েছে। Graph ট্যাবে গ্রাফের সাহায্যে
চমৎকারভাবে Bandwidth Usage  দেখা যাবে।
এর পরের ট্যাবটি ফায়ারওয়াল ট্যাব। এখানে পিসিতে রানিং এপস যেগুলো ইন্টারনেট কানেক্টেড আছে, তার একটি লিস্ট দেখাবে। এপস গুলোর নামের বামপাশে হলুদ কালারের ফায়ার আইকনে ক্লিক করলেই সে এপসটি আর কানেক্ট হতে পারবে না।
ইমেজে দেখা যাচ্ছে ইউজ ট্যাবটি। কোন সফটওয়্যার কতটুকু মেগাবাইট ইউজ করল,
তার বিস্তারিত বিবরন পাওয়া যাবে এখানে।
সবশেষের ট্যাবটি হচ্ছে এলার্ট ট্যাব। নতুন কোনো সফটওয়্যার কানেক্ট হলে, এই লিস্টে দেখা যাবে।যেমন, IDM দিয়ে ডাউনলোড দেওয়া মাত্রই এখানে লিস্টের শুরুতে IDM এর নাম দেখা যাচ্ছে।

## নেটওয়ার্ক ট্যাবটি একটি প্রিমিয়াম ফিচার, তাই উল্লেখ করা হল না।

**ডাউনলোড লিংকঃ 

অফিসিয়াল ডিরেক্ট লিংক => এখানে ক্লিক করুন

 

*** টিউনটি প্রথম এখানে প্রকাশিত

Level 0

আমি অভ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dhonnobad….

    কমেন্টের জন্য ধন্যবাদ

Level 0

ধন্যবাদ…

    কমেন্টের জন্য ধন্যবাদ 🙂

চরম তো ।।

অনেক কাজের টিউন 🙂