কোন এম্বি ছাড়া টিভি দেখুন পিসিতে রবি সিম দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি রবিতে এম্বি ছাড়া টিভি দেখা যায়। কিন্তু তা শুধু এন্ড্রয়েডে এর জন্য। কিন্তু আমি আপনাদের জন্য একটি সু সংবাদ নিয়ে আসলাম। আর তা হলো পিসিতেও  রবি টিভি দেখবেন আল্লাহর রহমতে। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। প্রথমে কিছু উপকরন লাগবে এগুলু জোগাড় করে নিন।

উপকরন সমুহ

1 একটা addon.

2 update Mozilla firefox.

  1. vlc media player.
  2. robi sim

প্রথমে addons টা ডাউনলোড করে নিন।

তারপর মজিলাতে ইনস্টল করুন।।

মজিলার উপরে ডানপাশে কোনায় একটা আইকন দেখতে পাইবেন

 

এটাতে ক্লিক করলে addon টি চালু হবে।তারপর tv.robizone.mobi তে ঢুকুন। তারপর ১০ টাকা দিয়ে এক দিনের জন্য একটি প্যাক কিনুন।

পরে চ্যানেল ব্রাউজ করুন।ডানপাশে 3g সিলক্ট করে নিন।এখন যে চ্যানেল টি দেখবেন তার উপর ক্লিক করুন। নিম্নর মত আসবে এবার পুরো লিংটি কপি করুন।

তারপর vlc media player  এ যান রাইট বাটন ক্লিক করুন open media থেকে open network এ যান লিংটি পেস্ট করুন play বাটনে ক্লিক করুন।

এবার আরামে টিভি দেখুন।খেলা দেখতে হলে জিটিভি চ্যানেলটি আলাদাভাবে কিন্তে হবে।মাত্র ১০ টাকা দিয়ে ৫ দিনের জন্য  জিটিভি চ্যানেলটি কিন্তে পারবেন। এইখানে ৩২ টি লাইভ চ্যানেল দেখতে পারবেন এবং অনেকগুলো ভিডিও চ্যানেল দেখতে পারবেন। কোন সমস্যা হলে জানাবেন।ভুল হলে ক্ষমা করবেন

সবাইকে ধন্যবাদ।

পূর্বে প্রকাশিত আমার ব্লগে

 

Level 0

আমি zaheer mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple man and I am a student of noakhali university of scince


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

10tk diye package kinle koy din and koyta channel dakte pabo please janan

1din dekhte paben.32 live channel+many video channel dekhte parben.1 maser jonno khoroch hobe 120 takar moto.thanks vai

একবার প্যাক কিললে কি দিন রাত ২৪ ঘণ্টা টানা দেখতে পারব ?

ভিডিও চলছেনা
এড প্যাক কিনেও ভিডিও চলছেনা
শুধু অডিও চলছে

Level New

vlc media player একটা বাজে player

    vlc media player badee iptv support kore na,
    sob theke vlc player-e valo

Thanks a lot.
Join Our Biggest Bangladeshi Tech Group “Tech Team Bangladesh”>>>https://www.facebook.com/groups/techteamsbd

ভাই লিংকটা কি দেয়া যাবে এখানে রবি টিভির?

assa amar add on ta enable hossena kn?

অইটাই সমস্যা! Icon টাই show করছেনা!

option e click korle niche customize dekhben. ekhane click korle danpase iconti dekhben otake tene upore toolbare uthie din. thanks.

ভাই, রবি টিভি দেখার সময় কি নেটওয়ার্ক কানেক্টেট থাকতে হবে???