আসলে আজ যা লিখব এ বিষয়ে লেখার কোন ইচ্ছাই ছিল না। কিন্তু ফোনে আর ইমেইলে অনেকের অনেকের অনুরোধ পাওয়ার কারনে এই পর্বটি লিখতে যাচ্ছি যার বিষয় হচ্ছে গুগলের ওয়েব মাষ্টার ও এড ইউআরএল সার্ভিস।
প্রথমেই বলছি ওয়েব মাষ্টার এর ব্যাবহার সম্বন্ধে। এ জন্য এখানে ক্লিক করুন।
এরপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখে এড করুন।
এবার বলছি এড ইউআরএল সার্ভিস সম্বন্ধে। এজন্য এই লিংকে যান। ।
তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখুন, কমেন্ট দিন এবং ভেরিফিকেশন কোড টাইপ করে এড করুন।
আর হাই পেইং এডের জন্য কিভাবে কী ওয়ার্ড টার্গেট করে লিখা যায় তার জন্য উদাহরন হিসেবে এই পেজটি দেখতে পারেন।
আরো বিস্তারিত জানতে পারেন এখান থেকে।
আর আমার মনে হয় এ পযর্ন্ত দেয়া টিপস গুলো মেনে চললে হয়ত খুব শীঘ্রই আপনার একাউন্টেও দেখতে পাবেন এমন দৃশ্য।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shakil vhai plzz continue..we want ur advice..cause u have google adsense….
Good Luck
http://shahadat-help-world.blogspot.com/
Shakil vhai apni post kora jan.apnar lekha valo hoyacha.ami blogspot a akti site baniyache plz dakban valo hola janaban.jakhana anak address paoya jaba http://manyaddress.blogspot.com
এই টপিকটা আমার প্রথম থেকেই ভাল লাগে নাই কারন জানি না। ভাই আপনি অন্য কোনো কিছু নিয়ে পরবর্তীতে লিখবেন। শুভকামনা রইল।