ভিপিএস (VPS) হল,ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (virtual private server)। একটা ডেডিকেটেট সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে নোড (slice/node) তৈরী করা হয়। এই একেকটা নোড একেকটা ইন্ডিপেন্ডেট সার্ভারের মত কাজ করে। আর একেই ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলা হয়।ভিপিএস ডেডিকেটেট সার্ভারের মতই অপারেটিং সিস্টেমে রান হয়ে থাকে, এবং ডেডিকেটেট সার্ভারের ন্যায় ইউজার কন্টোল থাকে, এবং ক্লায়নেট নিজের স্বাধীন মত সফটওয়্যার ইউজ করতে পারে। ভিপিএস সার্ভার ডেডিকেটেড সার্ভারের থেকে প্রাইজ কম হয়ে থাকে। এবং ভিপিএসে যেহেতু একটি ফিজিক্যাল হার্ডওয়ার ভাগ করে ইউজ হয়ে থাকে সেহেতু ভিপিএস এর তুলনায় ডেডিকেটেড সার্ভারের পারফর্মেন্স ভাল হবে। মুলত অধিক রিসোর্স এর অন্য ডেডিকেটেড সার্ভার ইউজ করা হয় এবং অপেক্ষাকৃত কম রিসোর্স এর জন্য ভিপিএস সার্ভার ইউজ কয়া হয়।
যদি কেও Email Marketing করতে চান তাহলে VPS অনেক দরকারি
ফরেক্স ট্রেডাররা VPS এর নাম প্রায় সবাই শুনেছেন। মুলত যারা ওয়েব হোস্টিং করে থাকেন তারা অবশ্যই VPS ব্যবহার করে থাকেন। অবশ্য তাদের VPS গুলা হয় লিনাক্স বেজড। যারা ফরেক্স ট্রেড করে থাকেন তাদেরগুলা হবে Windows Server বেজড। কারণ আমরা Mt4 ব্যবহার করি এবং এর সবোর্ত্তম সুবিধা পাই কিন্তু Windows এ। যারা EA (ফরেক্স রোবট) ব্যবহার করে ট্রেড করেন, অথবা অতি মেধাবী কিছু কোডার যারা ব্রোকারের প্রাইছ ফিডের দুর্বলতা বের করে Arbitrage trading করেন স্পেশাল কিছু EA ব্যবহার করেন তারা অবশ্যই ফরেক্স VPS ব্যবহার করেন।
ফরেক্স VPS মুলত একটি ভার্চুয়াল কম্পিউটার যা হাইস্পীডি এবং সবসময় দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সম্পন্ন হবে। যা কখনো হ্যাং করেনা, বন্ধ হয়না, এবং কখনো নেটওয়ার্ক চলে যায়না। আমরা যারা ফরেক্স এ রোবট ব্যবহার করে থাকি তাদের সবসময় পিসি চালু রাখতে হয়। কখনো যদি পিসি বন্ধ বা হ্যাং হয়ে যায় তখন কিন্তু রোবট আর কাজ করেনা।
সবচেয়ে মজার ব্যাপার হলো VPS সার্ভারে এক্সিকিউশন আমাদের স্লো গতির ইন্টারনেট থেকে অনেক দ্রুত হয়ে থাকে। যার ফলে স্লিপেজ বা রিকোট সমস্যা হয়না বললেই চলে। আর যারা সবসময় ল্যাপটপ বা পিসির সামনে থাকতে পারেননা তারা চাইলেই কিন্তু মোবাইল থেকে সরাসরি VPS সার্ভারে লগইন করে মোবাইলেই Mt4 এর ক্লাসিক ইন্টারফেস যা পিসিতে থাকে সেটা দেখতে পারেন। এবং মোবাইল থেকেই সার্ভার নিয়ন্ত্রন করতে পারেন। সেটার জন্য google playstore এ অনেক এপস আছে।
আমি Remote RDP ব্যবহার করি VPS সার্ভার নিয়ন্ত্রনের জন্য।
মোটকথা যারা সিরিয়াস ট্রেডার এবং পার্সোনালি EA বা অটো স্ক্রীপ্ট ব্যবহার করে থাকেন তাদের জন্য কিন্তু FOREX VPS এর বিকল্প নেই।
VPS হোস্টিং এর কিছু সুবিধা নিচে দিলামঃ
1. Servers are Lighthttpd powered, your WordPress sites and Joomla sites with Ajax will run 10 times faster than Apache servers.
2. All business class hosting supported. Like PTC/E-Commerce Etc.
3. All hosting features, plugins are installed.
4. 100% Uptime (SLA) you will get.
5. 10 different language supported. Including Chinese as well..! Not open-source which only have 3 language.
6. Unlimited hosting facilities.
7. SSL installation facilities with dedicated IP.
8. You can also use that as your backup server.
VPS হোলো Virtual Private Server. অল্প টাকায় নিজের একটা server. আপনার যদি অনেক user/traffic থাকে কিংবা নিরাপত্তা সমস্যা থাকে তবে VPS হতে পারে ভালো সমাধান। যে হারে hacking চলছে তাতে VPS ই ভালো সমাধান। নিজের নিয়ন্ত্রণে থাকবে সব কিছু।
কোথা থেকে VPS/Shared Hosting কিনবেন?
নিজের হাত দিয়া কিনবেন। নিজে নিজে দেখে কিনবেন। টাকা পরিশোধ করবেন MasterCard/Friend/আমাদের মাধ্যম দিয়া। আপনার পরিচিত freelancer থাকলে তার কার্ড দিয়া কিনতে পারেন। বাহিরে ফ্রেন্ড থাকলে তার সাহায্য নিতে পারেন। কোনো উপায় না থাকলে আমাদের সাহায্য নিতে পারেন।
আমি বাংলাদেশ এর একটি VPS Provider এর নাম বলবো খুব ভাল সার্ভিস দেয় Fog Hosting (এরা Email Marketing এর জন্য VPS দেয় with 16 ips)
অথবা আপনি চাইলে বাহিরের সার্ভিস ও নিতে পারবেন যেমন Hostgator , Godaddy (এরা email marketing এর জন্য VPS দেয় না :()
আশা করি টিউন টি উপকারে আসবে
ধন্যবাদ সবাইকে
আমি ফয়সাল আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
foghosting এ অনেক দাম
আপনাদের কে ১ টা ভালো খবর দেই।
আমাজোন ১ বছর এর জন্য সবাইকে ভিপিএস ফ্রি দিচ্ছে।