একুশে ফেব্রুয়ারী থেকে বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ৩৫% কমেছে।বাসায় আজই নিন দ্রুতগতির ইন্টারনেট

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?আসাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও ভালো।ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারি বাড়াতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রায় ৩৫% কমেছে।আমাদের রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে বেশী প্রয়োজন ইন্টারনেট ব্যবহারকারি সেই লক্ষে বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম  ৩৫% কমেছে।বিটিসিএলের গ্রাহকদের  আরও বেশী ভালো সার্ভিস দিবে বিটিসিএল।।নিচে কিছু ইন্টারনেট প্যাকেজের নতুন মূল্য এবং বিস্তারিত দেওয়া হল।তায় আর দেরি না করে আজই আপনি আপনার পছন্দের ইন্টারনেট প্যাকেজটি কিনে ফেলুন।

তাহলে আপনি আর কিসের জন্য বসে রয়েছেন?

এত কম দামে অধিক গতি সম্পন্ন ইন্টারনেট কে দিবে আপনাকে ?বর্তমানে ইন্টারনেট তো সবার লাগে কম দামে একমাত্র বিটিসিএল  ব্রডব্যান্ড ইন্টারনেট এবং  বিটিসিএল  ব্রডব্যান্ড ইন্টারনেট বর্তমানে তাদের সার্ভিস অনেক ভালো আগের মতো আর স্লো না এখন তো অনেক স্পীড অনেক মজা।

হা হা হা!

তাহলে আপনি আর কিসের জন্য বসে রয়েছেন?

এত কম দামে অধিক গতি সম্পন্ন ইন্টারনেট কে দিবে আপনাকে ?বর্তমানে ইন্টারনেট তো সবার লাগে কম দামে একমাত্র বিটিসিএল  ব্রডব্যান্ড ইন্টারনেট এবং  বিটিসিএল  ব্রডব্যান্ড ইন্টারনেট বর্তমানে তাদের সার্ভিস অনেক ভালো আগের মতো আর স্লো না এখন তো অনেক স্পীড অনেক মজা।

হা হা হা

সূত্র http://www.btcl.com.bd

আগামি টিউনে দেখা হবে।

এরকম আরও দারুন দারুন ইন্টারনেটের ও প্রযুক্তির খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক ফ্যানপেজ এ।

ফেসবুকে আমি

এই টিউন টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত। আমার ব্লগে সবাইকে যাওয়ার জন্য দাওয়াত দিলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে Subscribe করতে ভুলবেন না(For computer  & internet Video Tutorial)

আল্লাহ হাফেজ।

Level New

আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Rate komece kivabe !! Aei rate to akhon e ache!!!

বরিশাল এর বানারীপাড়ায় এই সেবা পাওয়া যাবে??

Good News

Grameenphone Free Internet Pete Join Korun>>>https://www.facebook.com/groups/a2zinfo24

আমি ভাই ইন্টারনেটের ব্যবসা করতে চাই এখন কেউ বলে air fiber way/radio tower link যেহুতু আমার লাইসেন্স করা নাই এখন কেউ কি সাহায্য করবেন কিভাবে সহজে লাইসেন্স করা যায়।আর air fiber way/radio tower link করলে কেমন খরচ হবে এতে কোন অসুবিধা হবে কিনা।আপ্নাদের মতামতের অপেক্ষায় রইলাম

ভাই সবজায়গায় তো BTCL এর খাম্বা নাই। লাইন কিভাবে নেব? আর খাম্বা থাক্লেও তা এত দূরে যে তারে অনেক জয়েন্ট পরবে।

কিছু সীমাবদ্ধতা আছে, স্পিড এলাকাভেদে তারতম্য থাকতে পারে, তবে এত কম দামে আসলেই অনেক ভাল প্যাকেজ।