ছোট্ট একটা পোষ্টের মধ্য দিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। ফেসবুক পাগলেরা এটাতে মজা পাবেন। অনেকে হয়ত জেনে থাকবেন তবে যারা জানেন না তাদের জন্য এই টিউন।
আমরা তো ফেসবুকে চ্যাটিং এর সময় সাধারণভাবে লিখি। তবে এ লেখার সামান্য কিছু পরিবর্তন করা যায়। আসুন, কথা না বাড়িয়ে শিখে নিই।
চ্যাটিং এর লেখাকে Bold করা যায়। লেখাকে bold করার জন্য ** symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অথাৎ আপনি যদি কাউকে লেখেন hi তাহলে hi লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi*. দেখবেন লেখাটি bold হয়ে গেছে।
একই ভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যাবহার করতে হয়। অথাৎ তখন লিখতে হবে _hi_. তাহলে লেখাতে underline চলে আসবে।
আর বোল্ড এবং আন্ডারলাইন এক সাথে দিতে চাইলে লেখার system হবে এইরকম- *_hi_*
তবে bold বাংলা লেখায় হবে না। বাংলা লেখায় শুধু underline দেওয়া যাবে।
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
ভাল হইসে।