আসসালামু আলাইকুম কোমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।
সেই যে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট বন্ধ হল এখনো পর্যন্ত আর কোনো ভাবে হল না। অবশ্য এর মাঝে হাতে গোনা কিছু পদ্ধতি বের হয়েছিল কিন্তু সেগুলো কে ফ্রী ইন্টারনেট না বলে ফ্রী যন্ত্রণা বলা যায়। রেগে যাচ্ছেন নাকি? মনে করছেন ফ্রী ইন্টারনেট বলে এত কথা বলছে কেন!! আরে ভাই আমিও একটু ফ্রী কথা বলে নিচ্ছি।
যাই হোক কাজে আশা যাক :
প্রথমে তিনটা কথা বলে রাখি
১. আমি গ্রামীনফোন বাংলালিংক ও রবি তে পরীক্ষা করে দেখেছি এবং সফল ভাবেই ফ্রী নেট চলেছে আর এর মানেই সব সিমেই চলবে
২. আমি মডিফাই Uc Browser ব্যবহার করেছি এই জন্য যে Uc
দিয়ে খুব ভাল করে ডাউনলোড করা যাই।
৩. যে সিমই ব্যবহার করেন না কেন সিম এ অবশ্যই একটা প্যাক চালু রাখতে হবে।
:::: ৪. আগে UC Browser ইন্সটল থাকলে অবশ্যই
আনইন্সটল করে নিবেন ::::
প্রক্রিয়াঃ
১. প্রথমে এই লিংক থেকে হ্যান্ডেলার টা ডাউনলোড
করে নিন
Download Modify UC Mini
মনে রাখবেন এখানে এই Uc টাতে কাজ করা হয়েছে
তাই এই Uc ছাড়া কিন্তু কাজ করবে না.
২. Uc টা ইন্সটল দিন। ইন্সটল দিতে কিছু মেগা বা ১-২ টাকা সিমে রাখবেন।
৩. ব্রাউজার টা ওপেন হলে Enter URL এ কিন্তু কোনো URL বা সাইট এড্রেস লিখবেন না। আবারো বলছি Enter Site বা সাইট এড্রেস লিখবেন না।
৪. ব্রাউজার এর হোমপেজে দেখবেন কয়েকটা সাইট এর লিংক দিয়া আছে। এবার পিকচারের দেখানো + আইকন এ ক্লিক করুন এরপর একটা বক্স আসবে নতুন সাইট এড করার জন্য Name: google url: m.google.com দিয়ে সেভ করে এবার ব্রাউজার এর হোম পেজ এ এসে আপনি যে নতুন সাইট এড করলেন সেটা দেখতে পারবেন সেখানে ক্লিক করুন দেখবেন google.com এ যাবে এবার ওই পেজ এ url কেটে দিয়ে আপনার যে সাইট এ জেতে চান সেটা টাইপ করে ফ্রী নেট ব্যবহার করতে থাকুন।
আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am blogger
ami Qatar e thaki
ekhane mobile er net onek beshi costly
ekhane free net chalanor kon bebostha ache?
ba korte parben
please