সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন !
আমিও ভাল আছি আর সময় থাকি, কারন আমার কাছে ভাল থাকার এই একটাই প্লাটর্ফম।
এখানে এসে আমি অনেক কিছু শিখেছি ! ধন্যবাদ সেই সব প্রতিতবান ভাইদের প্রতি যারা আমাদের জন্য প্রতিদিন নতুন কিছু শেয়ার করেন।
আসুন এইবার কাজের কথায় আসি।
কাজের না অকাজের তা আসলেই বুঝতে পারছি না তবে বিপদের বন্ধু মনে করতে পারেন !
আসলেই এমন সময় সবার আসে যে কাউকে ফোন দেওয়া খুব বেশি প্রয়োজন হয়। আবার অনেকে অলসতার জন্য ফোনটা কানে দিতে চায় না আসলেই এমন কিছু লোকের জণ্য আমার আজকের প্রথম টিউন।
আসলেই কিছু লোকের কেন আমারা যারা ল্যাবটপ কিনবা িডেম্কটপে বসে নেট ইউজ করি তাদের সবার জন ্য কাজে লাগবে বলে আমার েমনে হয়।
প্রথমেই Click here
এর পর নিচের বড় ফোনটা দেখবেন, এটা নিজের মনে করে আপনার বন্ধুর নাম্বারটা Dail করে কথা বলুন। অবশ্যই সাদা arrow চিহ্নটিতে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন। যদি বাংলাদেশ হয় আর কি।
উপরের টা দিয়ে কথা বলা শেষ হলে আবার এইখানে ক্লিক করুন
এইভাবে কিছুক্ষন পরপর আবার ট্রাই করে যান আসা করি ফ্রিতে কাজ চালিয়ে যেতে পারবেন।
বিদ্্রঃ স্মার্ট ফোন ব্যবহার কারিরাও এইভাবে কাজটা সেরে দিতে পারবেন বলে আমার মনে হয়, তবে হ্যা অবশ্যই আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার এবং এডোবি ফ্লাশ থাকতে হবে।
‘‘আবার আসিব ফিরে এই টেকটিউনারদের ভিড়ে, হয়ত খালি হাতে না কোন একটা নতুন টিউন নিয়ে ‘‘
আমি আব্দুল মান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It’s works…. great thanks.