গ্রামিনফোনের পিকচার অটিমাইজিং সমস্যার সমাধান মনে হয় হলো-(প্রয়োজন মনে করলে একবার দেখে নিতে পারেন)

দীর্ঘ সময় পর আবার এলাম আপনাদের মাঝে একটি ট্রিউন নিয়ে। যদিও টিটি থেকে কখন্মই আলাদা ছিলাম না। যাই হোক মূল কথায় আসি

গ্রামিন ফেনের নতুন সমস্যা হচ্ছে পিকচার অপটিমাইজিং। এতে পিকচারের মান হয় খারাপ। সঠিক মানের কোয়ালিটি করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়।আমার মনে হলো আমি এর একটা সমাধান পেলাম। আর তা হচ্ছে Maxthon Browser।

এ ব্রাউজার থেকে ব্রাউজ করলে সয়ংক্রিয়ভাবে ছবির সঠিক মান বা কোয়ালিটি প্রদর্শন করবে। মাত্র 15 মেগাবাইটের সফ্টওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। ইন্সটল দিয়ে ব্রাউজ করতে থাকুন আর উপভোগ করুন কোয়লিটি। টিউনটি ছোট হওয়াতে দুঃখিত।

যদি পুর্বে এটা নিয়ে টিউন হয়ে থাকে জানাবেন। ভাল লাগলে জানাবেন কিনা সেটা আপনারাই ভাল জানেন। তবে মতামত কামনা করছি। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি মানিক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নতুন। এক্কেবারে নতুন। আমি দেশের জন্য কিছু করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগছে মামুজ

পুরবে এমন tune মনে হয় হইসিল……কিন্তু সমাধান অন্য ছিল

ভালো লিখেছেন । টিউন ছোট হলেও কাজে লাগবে , তবে যারা গ্রামীন এর ইন্টারনেট ব্যবহার করে ।

ইমরান খান
Blog Tips

ধন্যবাদ, ভাই, আর একটা কথা জানতে চাই, আপনার কি rss feed লিংক, লিংক হুইল সম্পর্কে ধারনা আছে।

Level 0

গ্রামীনফোনের ডাটা(যেটাকে পিকচার লিখেছেন) অপটিমাইজেশনের সমাধান তাদের ওয়েবসাইটেই পাবেন। এটা আপনার ডাটা খরচ সীমিত করার জন্যই করা হয়েছে। তবুও কোন কারনে এটা বন্ধ করতে চাইলে এখানে যান-
http://www.grameenphone.com/node/655