কথায় বলে টাকা-পয়সাহীন জীবন অচল। কিন্তু যাদের অর্থ প্রাচুর্য অনেক তাদের জীবন কি সত্যি পরিপূর্ণ? যদি তারা সেই টাকা-পয়সার ইতিহাসই না জানেন।
আমাদের দেশে কত রকম কয়েন ও কাগজের টাকা কোন সময় কিভাবে প্রচলিত ছিল তা আমরা হয়ত অনেকেই জানি না। আজ আমি আপনাদের জানাতে এসেছি। যারা পুরোনো কয়েন কিংবা কাগজের টাকা জমাতে পছন্দ করেন,এ টিউন টি তাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। কয়েন জানতে এই লিংক http://www.bangladesh-bank.org/currency/coin.html কাগজের টাকা জানতে এই লিংক http://www.bangladesh-bank.org/currency/onetaka.html
আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।
ধন্যবাদ শেয়ার করার জন্য.