নিছে কিছু Chrome Extension শেয়ার করলাম। পছন্দ হলে ক্লিক করে ইন্সটল করে নিন।
Google Dictionary (by Google): আমরা তো ছাত্র তাই না তাই প্রথমে Google Dictionary Extension এর সাথে পরিচয় করে দিচ্চি। এটি দ্বারা আপনার ব্রাউজার থেকে ই বিভিন্ন শব্দের অর্থ সজ্ঞা বের করতে পারবেন। এটি হচ্ছে ইংরেজির জন্য।
এটি দ্বারা ইংরেজী থেকে বাংলা শব্দ খুজে পেতে সাহায্য পাবেন।
আপনার মেইল এলেই জানিয়ে দিবে আপনাকে । তার জন্য মেইল বক্স এ যাওয়ার প্রয়োজন নেই। এখানেই পড়তে, উত্তর দিতে ও ডিলিট করতে সাহায্য করবে।
পোস্ট দেখা, Wall দেখা পোস্ট করা ইত্যাদি করতে পারবেন।
Yahoo mail এলেই জানিয়ে দিবে আপনাকে। এখানেই পড়তে, উত্তর দিতে ও ডিলিট করতে সাহায্য করবে।
যখন আমরা Yahoo, Hotmail, ব্যবহার করি তখন অনেক Add দেয় পাশের বক্সে , এতে পেজ লোড হতে সময় নেয়। আর যারা লিমিট ইন্টারনেট ব্যবহার করে
তাদের ব্যন্ডুউইথ নষ্ট করে। মুক্তি দিবে এ extension.
Face Book এর পটো দেখতে সাহায্য করবে।
ব্রাউজারেই ক্যল্কুলেটর ব্যবহার করুন।
Add গুলো ব্লক করবে।
ভিডিও দেখার সময় অন্য কিছু অটো মেটিক কালো হয়ে যাবে যাতে ভিডিও সুন্দর করে দেখতে পারেন।
যে পেজ টি ভিজিট করেন তার স্ক্রিন শর্ট নিতে পারবেন।
ব্রাউজারেই YouTube সার্চ করুন।
Rapid Share থেকে ডাউনলোড কারিদের জন্য খুবি দরকারি। এবার ডাইরেক্ট ডাউনলোড করুন। কোন সময় কাউন্ট হবে না।
কোন সময় কাউন্ট ছাড়াই এবার ডাইরেক্ট ডাউনলোড করুন Mega Upload থেকেও।
Search Engine Optimizer দের জন্য খুবি দরকারি।
Google URL Shortener Extention.
যেকোন ওয়েব পেজ কে পিডিএফ এ কর্নভার্ট করুন।
আরো মজার মজার সব Extension আপনার জন্য অপেক্ষা করছে, তা জন্য Chrome Extension Gallery গুরে আসতে পারেন। https://chrome.google.com/extensions
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আপনি কি আমার ব্রাউজারের Extension গুলো দেথেছেন !!! :p
দু’একটা ছাড়া সবগুলোই ব্যবহার করি 🙂 thnx