সাধারনত আমারা মেইল করে বুঝতে পারিনা প্রাপকে পাঠানো মেইল'টি সে পেয়েছে কি/না। আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন আপনার পাঠানো মেইল'টি প্রাপক পেয়েছে কি/না। এর জন্য কিছু ধাপ সম্পাদন করতে হবে। তারপর আপনার মেইলেই নটিফিকেশন পৌছে যাবে।
ডাকযোগে যেমন গুরুত্বপূর্ন চিঠি হলে রেজিষ্ট্রি করে পাঠাতেন এতে করে বুঝতে পারা যেতো প্রাপক চিঠি'টি পেয়েছে কি/না মেইলের ক্ষেত্রে এই সেবা'টি অনেকটা সেরকম'ই। আর এটি পাচ্ছেন বিনামূলে সেবা'টি প্রদান করছে Spypig। এটি একটি ই-মেইল ট্রাকিং সিস্টেম, আপনার পাঠানো ই-মেইলটি প্রাপকের মেইল বক্সে পৌছার সাথে সাথে একটি notification পাবেন। প্রাপক মেইল'টি রিড করছে কি/না সেটাও জানতে পারবেন।
Spypig-এর সেবা পেতে হলে যা যা করতে হবে।
- প্রথমে এখানে ক্লিক করুন http://www.spypig.com এবং আপনার মেইল এড্রেস দিন, যে মেইলে আপনি নটিফিকেশনটা পেতে চান।
- আপনার পাঠানো মেসেজটির প্রাপকের নাম বা মেসেজটির শিরোনাম লিখুন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই মেসেজটির নটিফিকেশন আপনি জানতে চেয়েছিলেন।
- উপরের যেকোন একটা Spypig tracking images সিলেক্ট করুন।
- আপনি কতবার নটিফিকেশন মেসেজ পেতে চান তা নির্দিষ্ট করুন।
- উপরের বাটনটিতে ক্লিক করে SpyPig tracking image টি চালু করুন।
- Right-mouse ক্লিক করে SpyPig imageটি কপি করুন এবং আপনার পাঠানো মেইলের মেসেজ বডিটে যে কোন জায়গা পেস্ট করুন।
- আপনার কাজ শেষ। এখন প্রাপক মেইলটি খোলা মাত্রই আপনার ই-মেইল বক্সে একটা নটিফিকেশন চলে আসবে।
অনেক সময় spam ফোল্ডারে মেসেজটা থাকে। তাই কাংখিত সময়ে নটিফিকেশনটা না পেলে spam ফোল্ডারটি চেক করে দেখুন।
ভাই খুব কাজের একটা জিনিস দিলেন ।
ধন্যবাদ ।
অসংক্ষ্য ধন্যবাদ ।