এইবার জিপি বন্ধ সিমে নিয়ে নিন ৮ জিবি ৪০ টাকায়

আস্লামুয়ালাইকুম।

আমি আগে টিউন করি নাই তাই ভুল হলে মাফ করবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার কাছে জিপি হল বাংলাদেশের একমাত্র সেরা অপারেটর। অনেকে হয়ত জিপি কে খারাপ মনে করেন কারন আমি এই সাইট এ ও অনেক গালাগাল দেখেছি। আসলে বাইক চালাতে না জানলে বাইক খারাপ লাগতেই পারে ঠিক একি রকম অবস্তা হয় আমাদের ক্ষেত্রেও।

আসলে অনেক কথা বলে ফেললাম প্রায় জিপির বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। তাই কাজের কথায় আসি।

 

যারা তাদের জিপি সিম ৩ মাস ধরে ব্যবহার করেনি তারা এই অফার পাবে। অফার পাবে কিনা তা চেক করতে ম্যাসেজ লিখুন এই নিয়মে

"BHK<>gp off sim number" এবং পাঠাতে হবে ৯৯৯৯ নাম্বারে। ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে আপনি পাবেন কিনা।

অফার নিতে ডায়াল করেন *১১১*৯০# তাহলে ১০ টাকাই পুরা ২ জিবি পাবেন। ৪ বারে ৮ জিবি পাবেন।

টাকা রেখে ডায়াল করবেন। তা না হলে পুরা ৮ জিবি পাবেন না অর্থাৎ ৪ বারের বেশি আপনি ডায়াল করতে পারবেন না।  টাকা না রেখে ডায়াল করলে অইবারের ২ জিবি পাবেন না। তাই আমি সাজেস্ট করব ৪০ টাকা রেখে ৪ বার ডায়াল করার জন্য। এক বার ডায়াল এর পর এম্বি আসার পর আরেকবার ডায়াল করবেন।

আশা করি আমার প্রথম টিউন আপনাদের কাজে আসবে।

 

ভাল লাগলে বা বুজতে সমস্যা থাকলে টিউমেন্ট করবেন অথবা আমাকে ফেসবুকে বলতে পারেন।

আমার ফেসবুক আইডি fahimrubel17 (সার্চ দিলে পাবেন। লেখার ভেতর লিংক দিতে পারি না)

Level 0

আমি ফাহিম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am always interested of technology. i love to read technology news. and try to work with technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আট জিবির মেয়াদ কতদিন পাবো

আমার টেকটিউন্স লাইফ এর প্রথম কমেন্ট পেলাম। ১৫ দিন মেয়াদ পাবেন।