পৃথিবীর সবচেয়ে দ্রুততর ইন্টারনেট সংযোগ ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অনেক সাহস করে লিখতে বসলাম । জানিনা কেমন হবে । ভয়করে এখানে যে সব লেখা আসে এবং যে সব লেখক আছেন, তাতে কেমন যে মন্তব্য আসে ? তবুও সাহস করে যেটা জানি সেটাই শেয়ার করতে বসে গেলাম ।

যাইহোক ফাউল কথা বেশী হয়ে গেলো । কাজের কথায় আসা যাক ।

আপনিকি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততর ইণ্টারনেট সংযোগ কোন দেশের ? জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই । কারণ নিচেয় এর উত্তরটা আপনি  পেয়ে যাবেন । সাথে পাবেন এ বিষয়ে আরও অনেক তথ্য । চলুন তাহলে দেখি ।

উত্তর টি হচ্ছে দক্ষিন কোরিয়া ।

জী হ্যা । দক্ষিন কোরিয়াই পৃথিবীর সবচেয়ে দ্রুততর ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে । এবং যার কারণে সারা বিশ্বে দক্ষিন কোরিয়া ব্যপকভাবে পরিচিত । আর এ কারনেই দক্ষিন কোরিয়েকে ইন্টারনেট সংযোগের রাজাও বলা হয় । নীচের চিত্রটি দেখলে আপনার ধারনাটা আরও পরিষ্কার হয়ে যাবে ।

যার গড় ইন্টারনেটের গতি 17 Mbit/s ।   ভাবা যায় ?

এই জরিপটা চালিয়েছে Royal Pingdom নামে একটি প্রতিষ্ঠান । যারা সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী ৫০ টি দেশের নেটর গতির একটি তালিকা প্রকাশ করেছে ।

যেখানে সবার উপরে অবস্থান “দক্ষিন কোরিয়ার ” এবং বিশ্ময়কর হলেও সত্যি যে এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম । যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের গতি 4.60 Mbit/s । আরও মজার বিষয় হচ্ছে এই তালিকায় চিনের অবস্থান ৪২ তম । যদিও সারা বিশ্বের মধ্যে চিনেই সবচেয়ে বেশী ইন্টারনেটের গ্রাহক । চীনে ইন্টারনেটের গতি 0.86 Mbit/s । এই তালিকায় ভারতের অবস্থান ৪৫ তম এবং পাকিস্থানের অবস্থান ৪৬তম । যাদের নেটের গতি যথাক্রমে 0.82 Mbit/s ও 0.72 Mbit/s ।

এই তালিকায় সবশেষ দেশ ইরান । যাদের নেটের গতি 0.41 Mbit/s ।

এবার আসা যাক সারা বিশ্বের ইন্টারনেটের গড় গতি “শুধু মাত্র এই ৫০ টি দেশের নয়, সারা বিশ্বের ।সারা বিশ্বে নেটের গড় গতি 1.8 Mbit/s । যদিও গড়ের দিক থেকে এই স্পিড খুব ভালো । কিন্তু বাস্তব তো এমন না । নীচের চিত্রের মাধ্যমে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ।

চিত্রে আমরা দেখি যে – ২২% কানেকশন 5 Mbit/s এর উপরে বা 5 Mbit/sএবং অর্ধেক এরও বেশী কানেকশন 2Mbit/s বা এর বেশী ।

এখন দেখা যাক কোন দেশে কত শতাংশ মানুষ কি গতির কানেকশন ব্যবহার করে ।

নীচের চিত্রটি দেখলে সহজেই বোঝা যাবে ।

যদিও পৃথিবীর অনেক  দেশেই 256 Kbit/s এর সংযোগ এখন নেই বললেই চলে । কিন্তু আমাদের মত ৩য় বিশ্বের দেশে এই সংযোগ পাওয়ায় বিশাল ব্যাপার ।

অনেক বকবক করলাম । আজ এ পর্যন্ত থাক ।

সবাই ভালো থাকবেন ।

পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পড়ে খুব ভালো লাগলো। আমাদের দেশের স্পীড আরো বাড়া উচিত।

    ধন্যবাদ ভাই ।

    আর ভাই, স্পীডতো দিনে দিনে বাড়ছেই ।

    শুনেছিলাম টেলিটক নাকি ডিসেম্বরে 3G সুবিধা দেবে ।

    ভালোথাকবেন ।

Level 0

ভালো হয়েসে ।কিন্তু একটা কথা বাংলাদেশের অবস্তান কি আগামি ৫০ বসোরে ৫০ আস্তে পারবো ?

    ছোটো ওস্তাদ বলেন কি ?

    দেশকে নিয়ে এত হতাশ হলে হবে ?

    বর্তমান যুগে অবাস্তব কিছু নাই ।

    এখন যা প্রয়োজন তা হচ্ছে সরকারের সদিচ্ছা ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুধু আফসোসই হয়রে ভাই!

    ভাই আফসোসের কি দেখলেন জানায়েন ?

    সবই হবে, শুধুই প্রতিক্ষা ।

বাংলাদেশ কততম?

    ভাই জরিপটি বোধ হয় ৫০টি দেশকে নিয়ে করা হয়েছিলো ।
    এবং এর মধ্যে বাংলাদেশ কোথাও নেই ।
    পরবর্তিতে জানতে পারলে জানাবো ।

ভাই আমার স্প্রীড মাত্র ৪০ কেবি/সেকেন্ড। জানিনা কবে স্প্রীড বাড়বে। #-o

    ভাই চিন্তার কিচ্ছু নাই ।
    দোয়াকরি আপনি যেনো অতিসত্তর ২মেবি/সেকেন্ড এর স্পিড পেয়ে যান ।

    আর ভাই #-o এইটার মানে কি ?

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

    ভাই #-o এইটার মানে হলো 🙂 বা 😮

ইন্টারনেট এত স্লো লাগে কেন?

মনেহয় আপনার পোষ্ট দেখে মাথা খারাপ হয়ে গেছে,
আগে ৪০ কে বি পি এস অনেক মনে হত…… 🙁

    ভাই চিন্তা করেন না ।

    এইবার দেখেন, স্পিড বাইড়াগেছে দ্বিগুন ।

    ধন্যবাদ মন্তব্যের জন্য ।

মাঝে মাঝে দক্ষিণ কোরিয়া গিয়ে ডাউনলোড দিতে পারলে ভালো হতো

    ভাই বলেছিনা, অপেক্ষা শুধুই সেই প্রহরের ।

    আমরাও হয়তবা দক্ষিন কোরিয়ার মত …………………।

এটা কী ব্রডব্যান্ড লাইনের নেট স্পিড?

    তাইতো হওয়া উচিৎ ।

    ধন্যবাদ ।

Thanks.

    আপনাকেও ধন্যবাদ ভাই ।

খুব সুন্দর করে এবং সাজিয়ে লিখেছেন।
অনেক ধন্যবাদ এহসান ভাই।

    সাজিয়ে লিখেছি ? আমিতো ফুলে গেলাম ।
    আমি আবার সাজিয়ে লিখতে পারি ?

    ধন্যবাদ ভাইয়া ।

তথ্যটি জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
*আমাদের দেশও ভবিশ্যতে দ্রুত গতির নেট হবে ইনশাল্লাহ,
তাছাড়া আমাদের দেশতো এখন ডিজিটাল বাংলাদেশ(যদিও কথায় কাজে নয়)।

    আতাউর ভাই ।
    প্রথমেই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

    আর ভাই নেটের সংযোগের গতিতো দিনে দিনে বাড়ছে ।

    আর আমিতো বলেছি আগেই
    “যদি সরকারের সদিচ্ছা থাকে আর আল্লার রহমত হয়, ইনশাল্লাহ আমরাও একদিন দক্ষিন কোরিয়ার মত দ্রুত গতির নেট সংযোগ পাবো । (ইনশাল্লাহ)

    আবার ধন্যবাদ ।
    ভালো থাকবেন ।

এই দেশগুলোর ইন্টারনেট স্পীড দেখে আমার তো হ্যাব্বি কাঁদতে ইচ্ছা করতেছে।
আমাদের দেশে বেশি নয় শুধু 100 kbps ডাউনলোড স্পীড পাইলেই অনেক খুশি হব।
দোয়া করবেন তো তাড়াতাড়ি যেন হাচিনা এই উদ্দ্যোগ নেয়।
আর ফাইভার-এর লাইন নিয়া তো খালি খালি ফেলায়ে রাখছে। সবার মাঝে বিলায়ে দিলেই তো হয়।

    ইনশাল্লাহ ।

    ভালোথাকবেন ।

    ধন্যবাদ ।

জেনে অনেক ভাল লাগছে। আর আফসোস নিজেদের অবস্থান ভেবে। ধন্যবাদ।

    ভাই হতাশ হবেন না ।

    আমাদেরও হবে ইনশাল্লাহ ।

    ভালো থাকবেন ।

    ধন্যবাদ ।

আপনার লিখা পড়ে অনেক কিছু জানতে পারলাম। আমার ভাই লন্ডন থাকে। উনার কাছে শুনেছি তেনাদের কিছু ডাউনলোড করার দরকার পড়ে না,কারন তেনারা সরাসরি মুভি,ড্রামা ইন্টারনেটের মাধ্যমে দেখেন। ১ বা ২ বছরে আমাদের দেশে ওদের মত স্পীড পাওয়া যাবে না ,তবে আমি কনফার্ম আগামি ৪০ বা ৫০ বছর পর বাংলাদেশেও সেই রকম স্পীড পাওয়া যাবে সেই আশায় থাকলাম।

    ভাই আপনার মত আমারও অবস্থা ।

    আমারও বোন ও দুলা ভাই যুক্তরাজ্যে থাকে ।

    আমিও ওদের কাছ থেকে শুনি ।

    কোনো ব্যপার না ।

    আমদেরও হবে ।
    আগেইতো বলেছি, যা লাগবে তা হলো — “সরকারের সদিচ্ছা আর আল্লার রহমত হয়”

    ধন্যবাদ ।

ভাল লাগল, কবে যে আমরা দ্রত স্পীড পাব আল্লহ জানে

    আমাদেরও হবে ইনশাল্লাহ ।

    এবং খুব শিগ্রই হবে ।

    ধন্যবাদ ।

সাইফুল ইসলাম মাল (টাকা) ছারেন 100 kbps ডাউনলোড স্পীড না ৬০০ kbps ডাউনলোড স্পীড পাবেন ।
যেমন আমি ১২০ Kbps পাই ।
টাকার নাম বাবা G । না বিশ্বাস করলে এই দিকে তাকান http://www.speedtest.net/result/1049401358.png

http://www.banglalionwimax.com/plan.php
http://www.qubee.com.bd/get-qubee/packages

bai mon khub karap hola amadar deshar kota bhaba…..net speed nia khob kosta achi bai!

কতোকিছু বদলায়, বদলাবে।লাভ কি?
আগে ভাবুন, যারা নেট স্পীড কন্টল করে তাদের কখা ও কাজে মিল আছেতো।
একদিন ঠিকি এগিয়ে যাবে বাংলাদেশ।এবং নেট গতি দ্রুত হবে।
“ইনশাল্লাহ”
তথ্যটি জন্য ধন্যবাদ।

Wai max use koren network thakley.ontoto kotha kaj er mil paben.Mobile operator der moto dhandabaj na ara.Jodio customer service ader khub durbol tarpor o GP ba onno operator ser moto public er rokto chuse khay na.

Level 0

I agree with you Sharif vai

Level 2

vai, apnar kotay ami akmot na, karon ami dubai thaki and 30 MB use kori. bissash na koren visit kore dekhen– http://www.etisalat,ae