অনেক সাহস করে লিখতে বসলাম । জানিনা কেমন হবে । ভয়করে এখানে যে সব লেখা আসে এবং যে সব লেখক আছেন, তাতে কেমন যে মন্তব্য আসে ? তবুও সাহস করে যেটা জানি সেটাই শেয়ার করতে বসে গেলাম ।
যাইহোক ফাউল কথা বেশী হয়ে গেলো । কাজের কথায় আসা যাক ।
আপনিকি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততর ইণ্টারনেট সংযোগ কোন দেশের ? জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই । কারণ নিচেয় এর উত্তরটা আপনি পেয়ে যাবেন । সাথে পাবেন এ বিষয়ে আরও অনেক তথ্য । চলুন তাহলে দেখি ।
উত্তর টি হচ্ছে দক্ষিন কোরিয়া ।
জী হ্যা । দক্ষিন কোরিয়াই পৃথিবীর সবচেয়ে দ্রুততর ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে । এবং যার কারণে সারা বিশ্বে দক্ষিন কোরিয়া ব্যপকভাবে পরিচিত । আর এ কারনেই দক্ষিন কোরিয়েকে ইন্টারনেট সংযোগের রাজাও বলা হয় । নীচের চিত্রটি দেখলে আপনার ধারনাটা আরও পরিষ্কার হয়ে যাবে ।
যার গড় ইন্টারনেটের গতি 17 Mbit/s । ভাবা যায় ?
এই জরিপটা চালিয়েছে Royal Pingdom নামে একটি প্রতিষ্ঠান । যারা সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী ৫০ টি দেশের নেটর গতির একটি তালিকা প্রকাশ করেছে ।
যেখানে সবার উপরে অবস্থান “দক্ষিন কোরিয়ার ” এবং বিশ্ময়কর হলেও সত্যি যে এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম । যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের গতি 4.60 Mbit/s । আরও মজার বিষয় হচ্ছে এই তালিকায় চিনের অবস্থান ৪২ তম । যদিও সারা বিশ্বের মধ্যে চিনেই সবচেয়ে বেশী ইন্টারনেটের গ্রাহক । চীনে ইন্টারনেটের গতি 0.86 Mbit/s । এই তালিকায় ভারতের অবস্থান ৪৫ তম এবং পাকিস্থানের অবস্থান ৪৬তম । যাদের নেটের গতি যথাক্রমে 0.82 Mbit/s ও 0.72 Mbit/s ।
এই তালিকায় সবশেষ দেশ ইরান । যাদের নেটের গতি 0.41 Mbit/s ।
এবার আসা যাক সারা বিশ্বের ইন্টারনেটের গড় গতি “শুধু মাত্র এই ৫০ টি দেশের নয়, সারা বিশ্বের ।সারা বিশ্বে নেটের গড় গতি 1.8 Mbit/s । যদিও গড়ের দিক থেকে এই স্পিড খুব ভালো । কিন্তু বাস্তব তো এমন না । নীচের চিত্রের মাধ্যমে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ।
চিত্রে আমরা দেখি যে – ২২% কানেকশন 5 Mbit/s এর উপরে বা 5 Mbit/s । এবং অর্ধেক এরও বেশী কানেকশন 2Mbit/s বা এর বেশী ।
এখন দেখা যাক কোন দেশে কত শতাংশ মানুষ কি গতির কানেকশন ব্যবহার করে ।
নীচের চিত্রটি দেখলে সহজেই বোঝা যাবে ।
যদিও পৃথিবীর অনেক দেশেই 256 Kbit/s এর সংযোগ এখন নেই বললেই চলে । কিন্তু আমাদের মত ৩য় বিশ্বের দেশে এই সংযোগ পাওয়ায় বিশাল ব্যাপার ।
অনেক বকবক করলাম । আজ এ পর্যন্ত থাক ।
সবাই ভালো থাকবেন ।
পড়ার জন্য ধন্যবাদ ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়ে খুব ভালো লাগলো। আমাদের দেশের স্পীড আরো বাড়া উচিত।