আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করই ভালই আছেন। আমিও মোটা মুটি ভাল আছি। বলা যায়। title দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন tune টি কি নিয়ে। banglalink ইত পূর্বেও একবার এই রকম offer দিছিল। gp, robi ও ৮৯ টাকায় ১gb offer টি দিয়ে ছিল। banglalink এই offer টি আবার চালু করেছে।
banglalink এ সহজে কোনও offer দেয় না। আমার মোবাইল এ যখন এরকম একটি sms আসে তখন আমি সাথে সাথে ৮৯ টাকা recharge করে দেখি ১ gb এসে গেছে। এবার আলতু ফালতু কথা না বারিয়ে কাজের কথায় আসি।
আপনি এই offer টি যেকোনো banglalink sim এ নিতে পারবেন। বন্ধ ও regular user সবাই offer টি নিতে পারবে। মোটে আপনার ৮৯ টাকা খরচ হবে।
banglalink এর এই offer টি activate করতে হলে আপনার banglalink sim এ recharge করতে হবে ৮৯ টাকা। এর বেশীও না আবার কমও না। নতুবা আপনি offer টি পাবেন না। ৮৯ টাকা recharge করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ১ gb 3g internet. maximum speed পাবেন ১mbps. এই offer টি আপনি যতবার খুশী ততবার নিতে পারবেন।
বর্তমানে ইন্টারনেট package গুলর দাম অনেক বেশি। তাই আমাদের অনেকেই এরকম offer এর জন্য অপেক্ষা করে। তাদের অপেক্ষা এখন শেষ। তাই জলদি জলদি offer শেষ হবার আগেই নিয়ে নিন। আর একটা thanks জানাতে ভুলবেন না কিন্তু। আগামিতে আপনাদের আরও ভালো কিছু tune উপহার দিতে পারব এই আশায় আজ বিদায় নিচ্ছি।
সমস্যা হলে comment করুন। আপনার সাহায্যের যথাসাধ্য চেষ্টা করব।
আমি মুহাম্মদ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেয়াদ?