বেলা দেড়টার দিকে আসবে জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার পর দুই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
চার পরীক্ষা মিলে ফল পাবে মোট প্রায় ৫৬ লাখ পরীক্ষার্থী। ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২২ নভেম্বর। এতে মোট পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।
*** আজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ব্যাস্ত থাকতে পারে। তাই ফলাফল প্রকাশের সময় 404 Not Found অথবা
500 Error লেখা প্রদর্শন করতে পারে। আপনার অপেক্ষার জন্যে ধন্যবাদ।রেজাল্ট না পাওয়া গেলে পেজটি আবার Refresh / Reload করুন ***
প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃ DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015
ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্টঃ EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2015
জেএসসি পরীক্ষার রেজাল্টঃ JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2015
জেডিসি পরীক্ষার রেজাল্টঃ JDC <space> MAD <space> Roll Number <space> 2015
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।
গত পহেলা নভেম্বর ২০১৫ তারিখে সারাদেশে জে এস সি ও জে ডি সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বেলা ২ টায় জে এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।কিন্তু ওয়েবসাইটে অনেক চাপ পড়ায় অনেকে দেখতে পাচ্ছেন না।কিন্তু চাপ ছাড়া এখনই জেনে নিন ফলাফল মাত্র এক ক্লিকেঃ
♪ JSC & psc Exam Result 2015: JSC Exam Result 2015 Click Here (সার্ভার ১)
♪ JSC & psc Exam Result 2015: JSC Exam Result 2015 Click Here (সার্ভার 2)
♪ JSC & psc Exam Result 2015: JSC Exam Result 2015 Click Here (সার্ভার 3)
আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।