পিসি দিয়ে খুব সহজে দুটি উপায়ে দুটি সিমে ইন্টারনেট ডট অর্গ বা ফ্রি বেসিকস ব্যবহার করুন। (না দেখলে আপনার লস)

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাই আশাকরি ভাল আছেন, ভাল থাকলে আপনাকে আর ভাল করার ইচ্ছা নিয়ে আজ আমার প্রথম টিউন।

বর্তমান যুগ নেট ছাড়া অচল, আর এ দেশে নেটের যা দাম তাঁতে সাধারণ ইউজাররা সহজে নেটে আসতে পারছে না। এটা আমাদের প্রান প্রিয় ফেসবুক এর এটা ভাল লাগে নাই, তাই ফেসবুক আমাদের সবাইকে একত্রিত করতে বহু কাল আগেই জিরু ফেসবুক এ রূপান্তরিত হইছে কিন্ত তা আমাদের সবার ভাল লাগে নাই বলে ফেসবুক থেকে ইন্টারনেট ডট অর্গ নামের একটি সেবা দেয়া হচ্ছে। এটা নিয়েই আজ আমার টিউন।

চলুন আবল-তাবল কথা বাদ দিয়ে শুরু করিঃ

ইন্টারনেট ডট অর্গ বাংলাদেশে এসেছে বেশ কিছুদিন আগে রবি সিমের হাত ধরে। প্রথম দিকে শুধু রবি ইউজাররাই এটা তাদের ফোন দিয়ে ব্যবহার করতে পারত। নতুন করে ইন্টারনেট ডট অর্গ এর নাম পরিবর্তন করে ফ্রি বেসিকস  রাখা হয়েছে এবং গ্রামীন ফোন যোগ হয়েছে।

 

টিউনটি বুঝতে সমস্যা হলে বা পড়ার জন্য সময় কম থাকলে  ভিডিও টা দেখে নিন।

 

 

 

 

প্রথম দিক বা এখন কখনই পিসি ইউজার দের এটা ইউজ করতে দেয়া হয়নি  🙁  (free.facebook.com লিখে শুধু ফেসবুক ইউজ করা যায়)  , তাহলে কি আমরা থেকে থাকব ?

না, আমাদের থেমে থাকার কোন প্রয়োজন নেই আজ আমি আপনাদের দেখাব কি করে খুব সহজ এ পিসি তে ইন্টারনেট ডট অর্গ বা ফ্রি বেসিক ব্যবহার করা যায়। 🙂

 

 

আমরা প্রধানত দুইটি উপায় অনুস্মরণ করে পিসি তে এটা ব্যবহার করতে পারব। প্রথম উপায় হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্যবহার করে এবং অন্য উপায় হচ্ছে একটি ইমুলেটর যেমনঃ ব্লুস্টাকস ব্যবহার করে।

চলুন দেখে নেই মজিলা ফাইরফক্স ইউজ করে যেভাবে ইউজ করবঃ

১)মজিলা ফায়ারফক্স ওপেন করেন।

২) এড্রেসবারে লিখুন about:config এবং এন্টার চাপুন।

৩) I’ll be careful, I promise! তে ক্লিক করেন।

৪) মাউস এর ডান বাটন এ চাপেন এবং New String তে ক্লিক করেন String সিলেক্ট করেন।

৫) প্রেফারেঞ্চে লিখুন general.useragent.override এবং ভেলু তে লিখুন Mozilla/5.0 (iPhone; U; CPU iPhone OS 3_0 like Mac OS X; en-us) AppleWebKit/528.18 (KHTML, like Gecko) Version/4.0 Mobile/7A341 Safari/528.16 on value

ওকে দিয়া ট্যাব টা অফ করেন। ব্যাস মজিলা ফায়ারফক্স রেডি হইয়া গেছে। 🙂  🙂  🙂  🙂

 

 

এখন একটা সমস্যা হইব তা হইল সব ওয়েব পেজ মোবাইল এর ভিউ দেখাইব,  😥   চিন্তা নাই সমাধান আছে চলুন দেখে নেইঃ

১)মজিলা ফায়ারফক্স ওপেন করেন।

২) এড্রেসবারে লিখুন about:config এবং এন্টার চাপুন।

৩) I’ll be careful, I promise! তে ক্লিক করেন।

৪) general.useragent.override তা খুজেন উপ্রে খুজার বক্স আছে ইউজ করেন।

ওইটাকে এবার রিসেট করে দিন, ট্যাব ক্লোস করেন কাজ শেষ আবার টিউন পড়ার আগের অবস্থায় চইলা যাইব।

 

 

এবার দেখব দুই নাম্বার উপায়ঃ

১)ব্লুস্টাক্স ডাউনলোড করেন আর সেটাপ দেন।

২) ফ্রি বেসিক্স এপ টা ইন্সটল করেন আর ওপেন করেন কাজ শেষ।

টিউনটি বুঝতে সমস্যা হলে ভিডিও টা দেখে নিন।

 

 

 

 

এটা আমার প্রথম টিউন তাই মানের দিক থেকে খুব ভাল হয়নি মনেহয়, তবু আপনাদের ভাল লেগেছে বলে আশাকরছি। ভাল লাগলে প্রিয়তে রেখে দিবেন, বেশি ভাল লাগলে নির্বাচিত করবেন সবই আপনার ইচ্ছা। টিউন সম্পর্কে আপনার মতামত টিউমেন্ট বক্স এ দেখতে চাচ্ছি।

আমার টিউন এর সকল আপডেট পেতে চোখ রাখুনঃ

আমার ইউটিউব চ্যানেল    এবং আমার  ফেসবুক পেজ এ।

 

 

 

Level 0

আমি রাকিবুল হাসান বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টিউমেন্ট এর জন্য ধন্যবাদ তবে , লিংক টা না দিলে খুশি ততাম