ইন্টারনেটে মাঝে মাঝে বেশ কিছু ওয়েব সাইট আমরা BROWSE করতে পারিনা, যে সাইটগুলো আমাদের ভীষণ প্রয়োজন হয়। সাইটগুলো BROWSE করতে গেলেই CAN NOT FIND SERVER লেখাটি আসে।তখন খুব বিরক্ত লাগে। সাধারনত IP(INTERNET PROTOCOL) BLOCKED হয়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। NO PROBLEM!!!!!!! এ সমস্যা সমাধানের জন্য আমার দেখা সেরা PROXY SITE http://www.hidemyass.com/ । যদিও ইন্টারনেটে অনেক অনেক PROXY SITE রয়েছে তবুও এটা সেরা মনে হয়েছে। যে সাইট OPEN হচ্ছে না তার WEB ADDRESS টা "HIDEMYASS" সাইটের মাঝে ADDRESS বার এ লিখুন।তারপর পাশে Hide My Ass ট্যাবে ক্লিক করুন (চিত্রতে আছে) । সাইট টি OPEN হবেই। এ সাইট টি USE করলে IP(INTERNET PROTOCOL) CHANGE করার বাড়তি ঝামেলা নেই।
আমি অভিজিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস কে আমার মস্তিষ্কের একটা অংশ মনে করি।কারন এটি জ্ঞানের বিশাল একটা STORAGE। টেকটিউনস যেন হাজার বছর STAYBLE থাকে এটাই আমার প্রাণের আকুল প্রার্থনা।
ধন্যবাদ শেয়ার করার জন্য।