আপনি কি কম্পিউটারে নেট ব্যবহার করেন? অতি দ্রুত এমবি শেষ হয়ে যায়? নিয়ে নিন স্থায়ি সমাধান

আসসালামুআলাইকুম সুপ্রিয় টেকটিউনসবাসি আশা করি আপনারা সবাই ভালো আছেন। এত এত মেধাবী টিউনার এর মধ্যে লেখার সাহস হয় না তার পরও আজকে সাহস করে প্রথম টিউনটা করে ফেললাম। আজকের টিউনের বিষয় হচ্ছে উইন্ডোজ পিসিতে ইন্টারনেট আ্যাক্সেস কন্ট্রোল করা।এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যেই যেই সফটওয়্যারকে নেট আ্যাক্সেস করার পারমিশন দিবেন শুধু সেই সেই সফটওয়্যারই নেটে ঢুকতে পারবে। ফলে আপনারা যারা লিমিটেড নেট ইউজার তাদের বাড়তি এমবি কাটার আর ভয় থাকবে না।

প্রথমে Tinywall নামের সফটওয়্যার টা ডাওনলোড করে নিন।  এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন

Tinywall 1

প্রথমে চিত্রে দেখানো ১ নং জায়গায় রাইট ক্লিক করে ২ নং চিহ্নিত জায়গায় অর্থাত Manage এ ক্লিক করেন তাহলে পরের চিত্রের মত একটি নতুন উইন্ডো আসবে।

Tinywall 2এবার Add Application বাটনে ক্লিক করুন এরপর

Tinywall 3এবার Browse for a file ফাইল বাটনে ক্লিক করুন

Tinywall 4

এখন আপনি যে প্রোগ্রামকে নেট আ্যক্সেস করতে দিতে চান তা সিলেক্ট করেন। এখানে আমি ফায়ারফক্স সিলেক্ট করেছি।এখন ওপেন বাটনে ক্লিক করেন

Tinywall 5এবার ওকে বাটনে ক্লিক করেন

Tinywall-6Special Exceptions tab এ ক্লিক করে Avast,Windows time Sync,Windows Update এদের পাশের টিক চিহ্ন তুলে দিন

Tinywall-7

এখন Apply বাটনে ক্লিক করেন

tinywall-8

এবার চিত্রের মত করে Enable Blocklist এ ক্লিক করেন।এবার আপনার কাজ শেষ। এখন ধুমছে নেট চালান আর বাড়তি এক কেবিও কাটবে না।

যদি এই টিউনটি আপনার ভালো লেগে থাকে তাহলে টিউমেন্ট এর মাধ্যমে জানান দিন

ফেসবুকে আমি টুইটারে আমি

Level 0

আমি এম জেড আই জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am M.Z.I.Juwel from Bogra. I am studying Diploma in Engineering in Shipbuilding Technology


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Good Tune

১ম টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ @মুন

আমি তো ৩টা ব্রাউজার ব্যবহার করি তো আমি কি করবো :O

Level 0

NICE

২,৩,৪,৫ নং পিকচার ফলো করে আপনি ৩টি ব্রাউজারই এ্যাড করেন।তাহলে ৩টি ব্রাউজারই ব্যবহার করতে পারবেন। এই ভাবে আপনি যে কয়টা সফটওয়্যারকে ইচ্ছা পারমিশন দিতে পারবেন

কাজের জিনিস।

This was my desire software for long time. Then i got that….

আপনার উপকারে লাগছে শুনে ভালো লাগল @তানভীর আহমেদ

It is Drestroy my laptop. Do some thing. i will dg