কি ভাবছেন, এ আবার কেমন শিরোনাম? নিজেকে প্রকাশ করাই বা কি?
ভাববেন না। এটা নিছকই একটা শিরোনাম মাত্র। তবে, একটা কথা- প্রতিনিয়ত আমাদের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, বাস্তবতা আমাদের নতুন নতুন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে আর আমাদের টিকে থাকতে প্রমাণ করতে হচ্ছে নিজেদের যোগ্যতা, দক্ষতা আর ইচ্ছার শক্তি। প্রতিদিনই যেন নতুন করে আবিষ্কার করছেন আপনাকে। আর এ পরীক্ষায় হেরে যাওয়ার মানে কিন্তু নিজেকেই হারিয়ে ফেলা।
কিন্তু জীবন থেমে থাকার নয়, হেরে যাওয়ারও নয়। প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়াই জীবন। জীবন এভাবেই হাজার হাজার বছর ধরে টিকে আছে, আমরা বিশ্বাস করি, আরও হাজার বছর টিকে থাকবে। আর এ যাত্রায় যে নতুন নতুন সমস্যা আসবে, সেসবেরও সমাধানও বের করবে মানুষ। তার অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে “ টেকটিউনস”
‘নিজেকে প্রকাশ করুন, প্রস্তুত হোন সামনের দিনগুলোর জন্য’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে “ টেকটিউনস”। জীবনের সমস্যা ও তার সমাধান, বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ, প্রয়োজনীয় টিপস-ট্রিকস, টিউটোরিয়াল, ডিআইওয়াই, প্রশ্নোত্তর এবং রিভিউ দিয়ে সাজানো হয়েছে এ টেকটিউনস। আর বাংলা ভাষাভাষীদের জন্য সব লেখাই প্রকাশ করা হচ্ছে বাংলায়।
অন্যান্য বাংলা লাইফস্টাইল ম্যাগাজিনের চেয়ে “ টেকটিউনস” এগিয়ে আছে এর অসাধারণ, ক্রিয়েটিভ আর দুর্দান্ত সব লেখার জন্য যা পাঠকরা অন্য কোথাও পাবেন না।
বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং পোর্টাল থেকে সংগ্রহ করা তথ্য ও উপাত্ত বিশ্লেষণ এবং সমন্বয় করে টেকটিউনস লাইফস্টাইলের প্রতিটি লেখা প্রকাশ করা হয়। টেকটিউনস লাইফস্টাইলের প্রতিটি তথ্যই সর্বাধিক গ্রহণযোগ্য করে তুলতে কাজ করেন আমাদের একঝাঁক সুদক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ।
নিয়মিত লেখকরা ছাড়াও টেকটিউনস লিখছেন অনেকেই। লাইফস্টাইলে লেখা প্রকাশের সুযোগ রয়েছে অনভিজ্ঞ ও নবীন লেখকদের জন্যও।
তাই…” টেকটিউনস, টিউমেন্ট করুন, শেয়ার করুন আর নিজেও লিখুন দুর্দান্ত সব আর্টিকেল।
আর সব শেষে- ‘নিজেকে প্রকাশ করুন, প্রস্তুত হোন সামনের দিনগুলোর জন্য’।
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।