আমাদের মধ্যে অনেকে আছে যারা নিজেদের ব্লগ পরিচালনা করেন এবং নিজেরা টিউন করেন কিন্তু তাদের ব্লগে ভাল ভিজিটর ও আছে কিন্তু ব্লগ এর রেংক কমে না ওলটা বাড়ে তাই না ভাই ?
আপনার ব্লগ এ রাঙ্কিং অনেক বেশি। আপনার ব্লগের আলেক্সা রাঙ্কিং দিন এর পর বাড়ছে এক সময় ছিল ৫ লাখ আর এখন তা ২০ লাখ এবং দিনের পর দিন তা বেড়ে চলছে। আপনি ঠিক বুজে উঠতে পারছেন না কি করে আলেক্সজা রাঙ্কিং কমাবেন। আপনি ভাবছেন এই আলেক্সা রাঙ্কিং একটা ফালতু জিনিস, না ভাই ফলতু না।
আপনি এই কথা গুলো মানেন আর দেখুন আপনার রেংক কত তারা তারি ভাল হয়ে ওঠে
শুরু করুন…
১.কপি করা কোন টিউন থাকলে তা তুলে দেন।
২. কিছ ভাল পোস্ট লেখুন আর তা বিভিন্ন সাইটে (সামাজিক সাইটে)দিয়ে মার্কেটিং করুন।
৩. সামান্যতম এস ই ও করুন (সামান্য SEO শিখুন)। (টিটি তে শিখতে পারেন অনেক ভাল টিউটরিয়াল পাবেন টেকটিউনস সাইটে)
৪. কম করে তিন দিন পর পর একটি ভাল টিউন দিন যা সবার নজর কাটবে।
৫.যে টিউনে মানুষের কোন উপকার হবে না সেই টিউন ডিলিট করুন(যেমন মিথ্যা বলে টাকা আয় করার উপায় ইত্যাদি হাবি-জাবি)
৬. আপনার সাইটে বাউন্স রেট কমান।
৮. আপনার নতুন টিউন এর সাথে পুরাতন টিউন এর লিংক ব্যবহার করুন।
এতে করে ভিসিটর আপনার সাইটে বেশি কক্ষ থাকবে এবং আলেক্সজা রাঙ্কিং ও কমে।
৯. ব্লগে একটা সুন্দর মেনু বার দিন।এই মেনু বার ও কিন্তু আলেক্সা রাঙ্কিং কমায়।
১০. সোসিয়াল শেয়ার (ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইত্যাদি)
১১. সোসিয়াল বুক মারকিং
এগুলো বিভিন্ন ভাবে রিচার্জ করে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।তবে আপনারা যদি টিউমেন্ট করেন তাহলে আরও ভাল কিছু আলোচনা করব।পূবে প্রকাশিত সবকিছু ডট কম
আপনাদের জন্য আরও কিছু ভাল টিউন টিটি তে আছে খুজে দেখুন পাবেন।।
সময় থাকলে একটু আমার সাইট দেখে আসুন : এখানে
আমি বাদন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।