Website ব্যবহার করুন offline-এ (100% প্রমানিত চিত্র সহ)
আমরা যারা আনলিমিটেট বা বন্ধুদের বাসায় ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করি তখন দেখা যায় যে কাজ করার মত কোন কিছু থাকে না। কিন্তু আমরা সবাই নিজের বাসায় ইন্টারনেট ব্যবহার করতে চাই।
আজ আমি যে বিষয় টি নিয়ে আলেচনা করব তা হল আপনি যে কোন website সম্পূর্ন ভাবে ডানলোড করতে পারবেন।
কথা না বলে কাজ শুরু করি।
HTTrack Website Copier হল একটি website কপি করার ফ্রি software.
আপনার করণিয় কাজ
১.HTTrack Website Copier সফটওয়্যার টি ডাউনলোড করুন(মাত্র 4mb)। ডাউনলোড
২. next দিয়ে দিয়ে সঠিক ভাবে ইনস্টল করুন।
৩. এর পর open করলে এই রকম একটি পৃষ্ঠা আসবে।
৪. এর পর Next এ কিল্ক করুন
৫. লাল দাক দেওয়া এই বক্সে আপনি যে সাইট টি সম্পূন Download করতে চান ঐ সাইটের নাম লেখুন এই ভাবে http://www.shobkeso.com এর পর Next বাটন এ কিল্ক করুন।
কেমন লাগল তা জানাতে ভুলবেন না। তাহলে আমি আরও কিছু ভাল টিউন দেওয়ার চেষ্ঠা করব (সহজ ভাষায়)নিচে আপনাদের জন্য আরও কিছু ভাল মানের টিউন এর লিংক দেওয়া হল
আমার ওয়েব সাইট।। বিডি.কম
আগে প্রকাশিত হয়েছে।। সবকিছু.কম
আমি বাদন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো নতুনদের হয়তো কাজে আসবে।