এখন কম্পিউটারেই ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ!

এখন সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। কিন্তু তা কেবল আমাদের স্মার্টফোনেই সীমাবদ্ধ। যদি পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি, তাহলে কেমন হতো? যে যাই বলুক। আমার কাছে কিন্তু এটা বেশ ভালোই লাগে। কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে রয়েছে বেশ কিছু ব্রাউজার এক্সটেনশন ও এডন। কিন্তু আমি ওগুলোর পক্ষে না। কেননা ঐ সব থার্ড পার্টি এক্সটেনশন ও এডন আপনার প্রাইভেসির জন্য হুমকি হতে পারে। সবচেয়ে বড় কথা হল ওগুলো আপনার ব্রাউজারকে অনেক ধীরগতির করে দিতে পারে। কোন কোন এক্সটেনশন ও এডন হাই সিপিউ ইউজেজের জন্য দায়ী। অনেকে BlueStacks ব্যবহার করে থাকে। এটাও হাই সিপিউ ইউজেজের জন্য দায়ী। তাহলে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো কিভাবে? হ্যা উপায়তো অবশই আছে। হয়তো আপনাদের মাঝে অনেকেই এটি জানেন, যারা জানেন না বা এ ব্যাপারে আগ্রহী তাদের জন্যই আমার এ টিউন।

যেভাবে পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবোঃ

এটি খুবি সহজ পদ্ধতি। নিচের ধাপ গুলো অনুসরণ করলেই হবে।

  • প্রথমেই আপনারহোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করে নিন।
  • আপনার পিসিতে যদি গুগল ক্রোম বা ফায়ারফক্স ইন্সটল দেয়া না থাকে তাহলে ইন্সটল দিয়ে দিন। অবশ্যই সর্বশেষ ভার্সন ইন্সটল দিবেন।
  • এবার আপনার পিসি থেকে এই লিঙ্কে প্রবেশ করুন। সেখানে আপনি একটি QR Code দেখতে পাবেন। (নিচের চিত্রটি লক্ষ করুন)

 

  • তার পর আপনার মোবাইল বা ট্যাব থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • এখনহোয়াটসঅ্যাপ মেনুটি ওপেন করুন। সেখানে আপনি Whatsapp Web নামক অপশন পাবেন। Whatsapp Web এ টাচ করুন বা ক্লিক করুন।
  • এর পর আপনি স্ক্রিনে একটিQR Code স্ক্যানার দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পর আপনার মোবাইলে লিখা আসবে- Ok, Got IT। এতে ক্লিক করুন। এখন মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ব্রাউজারের কোডটি স্ক্যান করুন। অবশ্যই আপনার পিসি এবং মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তা না হলে কিছুই কাজ করবে না।

  • স্ক্যান করার পর আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ প্রোফাইল স্বয়ংক্রিয় ভাবে লগিন হয়ে যাবে।
  • এভাবেপিসিতে আপনার ইচ্ছে মত যখন তখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

 

বি.দ্র: এখানে উল্লেখ্য যে, আপনি যতক্ষণ আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন ততক্ষণ আপনার মোবাইলের নেট কানেকশন চালু থাকতে হবে। তা না হলে Phone is not connected লেখা দেখাবে এবং কাজ করবে না।

 

আমি প্রথমেই উল্লেখ করেছি যে, আরো অনেকভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। ইনশাআল্লাহ আগামী টিউনে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল দিবেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।

আমার ফেসবুক আইডি: এখানে

টিউনটি ভাল লাগলে আমাদের ব্লগে ঘুরে আসতে পারেন।

 

Level 0

আমি রাহিন আহমদ। Founder & Tutor, MR IT Solutions BD, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। প্রযুক্তি সম্পর্কে নিজে যতটুকু জানি তা অন্যদের মধ্যে শেয়ার করতে এবং নতুন কিছু শিখতে ভাল লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।