আমরা একটা অনলাইন সেবা দেওয়ার চিন্তা ভাবনা করতেসি। এর জন্য আমাদের কিছু ফিডব্যাক দরকার। সবার ফিডব্যাক এর উপরই নির্ভর করতেসে য কাজ টা আমরা শুরু করব কিনা। সেবাটি এই রকমঃ
আমাদের আশেপাশে এই রকম অনেক মানুষ আছে যারা বিভিন্ন গোপন সমস্যায় আক্রান্ত। কিন্তু ভয় ও লজ্জার কারনে তারা কাওকে কিছু বলতে পারে না, এমনকি চিকিৎসা করতে কোন ডাক্তারের কাছেও যায় না। তারা মাঝে মাঝে দেখি ফেসবুক বিভিন্ন গ্রুপে না পেজএ পরামর্শ চায়। আর সেখান থেকে ভুল পরামর্শ গুলান নেওয়ার কারনে তাদের সমস্যা গুলো আরও গুরুতর আকার ধারণ করে এমনকি সারা জীবনের জন্য স্থায়ী রূপ নেয়। এমন অনেক মানুষ দেখা গেছে যাদের স্ক্রীন ক্যান্সার হয়েছে, যৌন ক্ষমতা হারিয়ে গেছে শুধুমাত্র সময় মতো চিকিৎসা না নেওয়ার জন্য।
যারা এমন সমস্যার ভুক্ত-ভুগি আমরা আছি তাদের জন্য। আপনার সমস্যার কথা জানান আমাদের কাছে। আমরা যাব ডাক্তারের কাছে আপনার হয়ে। পৌঁছে দিবো প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ আপনার কাছে।
চিকিৎসা পদ্ধতিে আমরা প্রাধান্য দিচ্ছি হারবাল ও হোমিওপ্যাথি।
***এই সেবা টি শুরু করতে আপনাদের কিছু পরামর্শ দরকার। যেমনঃ
->সেবাটি সম্পর্কে আপনাদের মতামত কি?
->এইটা করতে আমরা কি কি বাধার সম্মুখিন হইতে পারি?
->ডেলিভারি পদ্ধতি কোনটা ভাল হবে?
->পেমেন্ট পদ্ধতি কোনটা ভাল হবে?
->প্রাইভেসি রক্ষার্থে কি কি পদক্ষেপ নিতে পারি?
->সাইটের নাম ঠিক করসি “আছি আপনার জন্য”। এর চেয়ে ভাল কোন নাম আপনাদের মাথায় আছে কিনা?
ডেমো একটা সাইট বানানো হয়ে গেছে। টেকটিউনস এর নিতিমালার উপরে সম্মান রেখে লিঙ্ক টা দিলাম না।
***আপনাদের মতামত একান্ত কাম্য। ভাল, খারাপ, উপদেশ, বিদ্রূপ যে কোন ধরনের টিউমেন্ট গ্রহন যোগ্য। কারন আপনাদের টিউমেন্টই আমাদের উপরেই নির্ভর করবে যে আমরা এই সেবা টা শুরু করব কিনা।
***সর্ব সাধারনের কথা চিন্তা করে টিউনটা করা। তারপরেও এডমিন চাইলে টিউন টি ডিলিট করতে পারেন।
অগ্রিম ধন্যবাদ...
আমি পূজন সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক ব্লগার
link den