ইন্টারনেটে আয় করা কি এতটায় সহজ ? বিস্তারিত জানতে টিউনটি দেখুন

হ্যালো টেকটিউনস। সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। টেকটিউনস এটা আমার তৃতীয় লেখা আশা করি কোনো প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন। আজকের বিষয় হচ্ছে : ইন্টারনেট এ কি আয় করা এত এতটায় সহজ কি? আমার উত্তর না ?

 

ইন্টারনেট এ আয় করা কি এত টাকায় সহজ ? বিস্তারিত জানতে টিউনটি দেখুন

উত্তর না, কেন তাহলে?

ইন্টারনেট এ প্রকৃত পক্ষে আয় করা ততটা সহজ নয়। যদি ইন্টারনেট এ আয় করা এতটায় সহজ হতো, তাহলে মানুষ পড়ালেখা করে চাকুরী করতো না ! আমি এটা ও বলছি না আয় করা যায় না সেটাও না। ইন্টারনেট এ আয় করা যায় কিন্তু বর্তমানে টেকটিউনস এ বিভিন্ন টিউন এ দেখছি প্রতিদিন ৫০ থেকে ৬০ ডলার আয় করুন। এমন শিরোনামে টিউন হচ্ছে। আসলে এগুলা দেখে যদি আপনি প্রতিদিন ৫০ থেকে ৬০ ডলার ইনকাম করতে পারতেন তাহলে তো কোনো কথায় ছিলো না। আমরা ইন্টারনেট বলেন না কেন, আর যেকোনো পথেই আপনি টাকা ইনকাম করতে যান না কেন আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে।

নিজের মধ্যে এর creative কে দেখুন !

একটি উদাহরণ দিই ধরেন :

আপনি কোনো এক প্রতিষ্ঠান এ চাকুরী করেন আপনার  মাসিক বেতন ৩০ হাজার টাকা। আপনি ঐ প্রতিষ্ঠান এর ম্যানেজার পদে আছেন। যেহেতু আপনি ঐ কম্পানীর ম্যানেজার সেহেতু আপনি অনেক বড় পদে আছেন। কিন্তু আপনার পর ও অন্যদের মতো দায়িত্ব আছে। আপনাকেও অফিসে যেয়ে কাজ করতে হয়। যদি আপনি কাজ না করে বষে থাকেন। বা অফিসে না যেয়ে বাড়ি বসে থাকেন। তাহলে কিন্তু আপনার চাকুরী থাকবেন না। কারণ ঐ কম্পানী বা প্রতিষ্ঠান আপনাকে বাড়ি বসে থাকার জন্য কাজ দিচ্ছি না। ঠিক আনলাইন এ তেমন টায়।

 

এবার আসি আনলাইনের উদারহণে :

আনলাইন এ আপনি আপনার মজির মালিক বা আপনি আপনার নিজের মালিক। আপনি আনলাইন এ আয় করতে পারবেন কিন্তু বসে পড়ে না। আনলাইন এও আয় করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আনলাইন এ বহুভাবে আয় করা যায়। আনলাইন ও আয় করতে অনেক পরিশ্রম ও ধৈর্য্য লাগে।

তাহলে কি করে আনলাইন এ আয় করা যায় :

আনলাইন এ আয় করার অনেক মাধ্যম আছে। আনলাইন আয় করার আগে আপনাকে আনলাইন ও কম্পিউটার সম্পর্কে ভালো জানতে হবে। না হলে আপনি আনলাইন এ আয় করতে পারবেন না। আনলাইনে আয় করার বর্তমানে জনপ্রিয় কয়টি মাধ্যম আমি নিচে তুলে ধরলাম। আমি নিচে সংত

১. ওয়েব সাইটের মাধ্যমে :

ওয়েব সাইট এর মাধ্যমে আপনি খুব সহজে অনেক টাকা আয় করতে পারবেন। আমি কিছুদিন আগে ওয়েব সাইট নিয়ে একটি টিউন এ আলোচনা করেছিলাম। আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারবেন তাহলে কিলিয়ার হয়ে যাবেন। আমার ওয়েব সাইট নিয়ে আলোচনাকৃত টিউনটি দেখতে এখানে কিক্ল করুন >>

 

২. গুগল এডসেন্স :

গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি খুব সহজেই আয় করতে পারবেন। গুগল এডসেন্স এ আয় করার জন্য আপনাকে  একটি ওয়েব সাইট থাকতে হবে। এছাড়ার ও অন্যান্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। আশা করি এই টিউনটিতে যদি আপনাদের সাড়া প্রায় তাহলে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

 

৩. মার্কেট প্লেস :

আনলাইন এ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে এর মধ্যে অন্যতম হলো মাকের্ট প্লেস থেকে আয়। তাহলে মাকের্ট প্লেস  থেকে কি করে আয় করা যায়?  মাকের্টপ্লেস েএ আপনি অনেক প্রকার কাজ করতে পারেন যেমন : যদি আপনি এসইও জানেন তাহলে এসইও এর কাজ করতে পারেন, যদি আপনি ওয়েব ডিজাইন জানেন তাহলে ওয়েব ডিজাইন এর কাজ করতে পারেন। যদি আপনি ডাটা এন্ট্রি এর কাজ জানেন তাহলে ডাটা এন্ট্রি কাজ করতে পারেন। এছাড়াও লেখালেখি থেকে শুরু করে অনেক কাজ করতে পারেন। যদি এই টিউনটি তে আপনারা সাড়া দেন তাহলে এই বিষয়টি নিয়ে আমি একটি পরিপূণ টিউন করবো ইনশাআল্লাহ।

 

৪. এফিলিয়েট মার্কেটিং:

বর্তমানে আনলাইনে আয় এর একটি জনপ্রিয় মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। এর মাধ্যমে আপনি মাসে অনেক টাকা আয়য় করতে পারেন। এই বিষয়টি অনেক বড়। আমি শুধু এখানে আপনাদের বলছি যে কি করে সঠিক ভাবে আয় করতে পারবেন তার নিয়মাবলী। েএছাড়া আর কিছুই না। যাই হোক ভ্যবিৎতে এফিলিয়েট মার্কেটিং এর উপর আমরা আলোচনা করবো।

 

বর্তমানে এই ৪ টি আনলাইন এ আয় করার জনপ্রিয় মাধ্যম। আমি প্রতিটি বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ যেজন্য আপনাদের সাড়া পাওয়া এর প্রয়োজন। আপনাদের সাড়া না পেলে আমার এই টিউনগুলা করা ব্যার্থ হবে। যদি আপনারা এই ৪ টি বিষয় সম্পর্কে পরিপূণভাবে জানতে চান তাহলে টিউমেন্ট েএ জানান। আপনাদের সাড়া পেলে আমি সবগুলা বিষয় পরিপূণভাবে আলোচনা করবো।

আইটি প্রযুক্তি বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। এখানে ক্লিক করুন।

 

>> লিখাটি ভাল লেগে থাকলে ফেসবুকে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। নিচের শেয়ার অপশন থেকে সরাসরি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন টিউনটি। আপনাদের উৎসাহ-ই আমাদের অনুপ্রেরনা <<

 

 

Level 0

আমি ফাহিম শাহরিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ভাল হয়েছে। অাগামি টিউন এর উপেক্ষায় রয়লাম ।

vhai khuv vhalo lekchen. affilieat marketing niye likhbe

    ধন্যবাদ। আপনারা সাথে থাকলে অবশ্যই লিখবো।

অাগামি টিউন এর উপেক্ষায় রয়লাম

    আপনারা পাশে থাকলে খুব দ্রুতই আগামী টিউনটি করবো ইনশাআল্লাহ ।