সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন,
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক ফলপ্রসু হয়নি বলে জানা যায়, তাই ফেসবুক বর্তমানে খুলবে না। তবে দুইপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বৈঠক সূত্ররা।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের তিন মন্ত্রীর বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মন্ত্রীরা নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। জবাবে যথাযথ ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার সকাল সাড়ে ১০টায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসে-ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ও ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক। অন্যদিকে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার
দিপালী লিবারহান ও লিগ্যাল কনসালট্যান্ট বিক্রম লাংঘে এই বৈঠকে অংশ নেন। তবে ফেইসবুকের দুই কর্মকর্তার সঙ্গে
বৈঠকের পর সাংবাদিকদের কাছে ‘আলোচনা ফলপ্রসূ’ দাবি করলেও বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই সাইট কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, ‘বৈঠকে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরেছি, যেগুলো আমাদের কাছে হুমকিস্বরূপ মনে হয়েছে। আমরা তাদের বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি। তারা বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে এ আমরা নিজেরা আলোচনা করব। তারপরই ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব’, বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,। গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি মেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ই-মেইল পাঠায়। ই-মেইলে বাংলাদেশে ফেসবুকেরব্যবহারকারী তিন কোটি। এর সুনাম রক্ষায়ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার
ব্যাপারে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা হয়।
এই মতবাদ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ বলে জানা যায়।
আমি এস মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
|| DownloadBuzz.Net || ডাউনলোড করুন হাইলি কমপ্রেসড মুভি, গেমস, অ্যান্ড্রয়েড অ্যাপস, সফটওয়্যার, ইবুক, পিডিএফ, নাটক সহ আরও অনেককিছুঃ http://www.downloadbuzz.net
amra 16 December 2015 te sobai shosid minare gia kanna korbo 😛