জিপিতে ইজিনেট ব্যবহার করুন। (সকল সাইট) Software এর মাধ্যমে।

সুপ্রিয় টেকটিউনস বন্ধুগণ সবাই কেমন আছেন ? আমি আল্লাহ্ রহমাতে ভালো আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো। সেইটা আপনারা একেবারি ফ্রি পাবেন না। এর জন্য পকেটের থেকে কিছু কাটা খরজ করতে হবে। মনে করেন আপনি গ্রামীনফোনের 1GB প্যাকেজটি কিনলে তাহলে আপনার কত টাকা লাগবে 245/=টাকা সাথে তো আরও অনেক খরজ আছে। কিন্তু এই 1GB আপনি কত দিন ব্যবহার করবেন 1-5 দিনের ভিতর শেষ হয়ে যায়। আর তো অনেক হিসাব করে ব্যবহার করতে হয় বড় কোন ফাইল Download করা যায় না। এই 3জির যুগে আনলিমিটেড ব্যবহার করতে না পারলে হয় না কি ? আবার সবাই দেখি মেগাবাইটের অফার খুজে বেড়ায় কিন্তু সব সময় অফার পাওয়া যায় না। অনেক কথা বলে ফেলাম - মূল কথার দিকে যাই।

শুধু মাত্র পিসি ব্যবহার কারিরা আমাদের Software টি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে মেম্বার শীপ নিতে হবে। তারপরে আপনি 1 মাস আনলিমিটে ইজিনেট সহ সকল সাইট ব্যবহার করার সুযোগ পাবেন। Software টি আপনি ফ্রি পাবেন কিন্তু এর সাথে একটা লাইন্সে নিতে হবে তার মূল্য 230/=টাকা আপনাকে প্রতিমাসে লাইন্সে কিনতে হবে ইজিনেট ব্যবহার করার জন্য। Speed 180 থেকে 230 আপ সব সময়। আপনার এলাকায় অবশ্যই জিপি 3জি থাকতে হবে। তাহলে কোন নেট ব্যবহার করা অনেক লাভ ? ইজিনেট না কি টাকার নেট ? আমি নিজে এই নেট 4মাস ব্যবহার করছি কোন সমস্যা ছাড়া। উপর থেকে আজকের Speed এর ছবিটা দেখুন। যদি কেউ নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। মোবাইল- +8801941-952232 অযথা কোন কমেন্ড বা মোবাইল করবেন না এতে আপনার ও মূল্যবান সময় লস হবে এবং আমার ও মূল্যবান সময় লস হবে।

বি:দ্র- পেইড মেম্বার হওয়ার জন্য আপনাকে একবার 500/= টাকা দিয়ে মেম্বার শীপ নিতে হবে। পেইড মেম্বারদের জন্য লাইন্সে 230/=টাকা। যাদের পেইড মেম্বার হওয়ার ইচ্ছা নাই তাদের জন্য লাইন্সে 330/=টাকা।

আর যারা ভূয়া ভাববেন তারা টিউন থেকে 100 হাত দূরে থাকুন। কিন্তু এইটা ভূয়া না 100% শিওর। তারপরেও যাচাই বাচাই করে কাজ করবেন।

কষ্ঠ করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমি রাজু শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Today, I 'll introduce you to a new website . Here you can find out for yourself how to do website design , SEO is . Very nice to see all the pictures and the text can not learn . And the biggest advantage of all is that you will...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

detail bolen… eta byabohar korar lav ki??

লাভটা তো আমি বলেছি । আবার ভালো করে পড়ে দেখুন । ডে বার্ড ভাই

আপনার কথার সত্যতা যাচাই করব কিভাবে? কয়েক দিনের জন্য trial হিসেবে চালাতে দিলে সত্যতা বোঝা যাবে।

How can u provide this offer? give me details: [email protected]

ভাই আপনি আমাকে বিশ্বাস করে টাকা দিতে পারেন । কারণ মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করতে হয় । তাই কথায় বলে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় । বিশ্বাস ও অবিশ্বাস আপনার কাছে । @@@মোঃ আব্দুল্লা আল মামুন

যা বলার মোবাইল করে যেনে নিন । ধন্যবাদ @@@ মোহাম্মদ সরওয়ার

Level 0

skype এ add করেন please, – “shakil.provat2”

Earn money here: portaportal.com/oldptc

vai belive hoitache na!!!1

Level 0

অবৈধ ভাবে টাকা নেওয়ার চেষ্টা করছেন আপনি। টাকা দিলে অবশ্যই প্রতারিত হবেন।

না ভাই আমি অবৈধ ভাবে টাকা নেওয়ার চেষ্ঠা করছি না । অনেকে অনেক কিছু বলছে । তখন বোঝা যাবে যখন নিজে ব্যবহার করবেন । @@Neel Ion

eto valobasha kothay thake ……ha

যে তরকারির লবন টেস্ট করার সুযোগ নেই করার সুযোগ নেই সেই তরকারি ভাল না মন্দ তা বুঝবো কি করে ? শুধু বিশ্বাস দ্বারা আমি এ পথে আগাতে পারি না । তাই ট্রায়াল ভার্সন থাকলে দেন, ট্রাই করে দেখি ।তারপর চুক্তি করা ।