আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আশা করি ভালই।
ফেসবুক সহ অন্যান্য ব্যান সাইট চালানর কোন উপায় আছে কি?
আছে, এই টিউন দেখুন।
আর কিভাবে সেটআপ করবেন এননিমক্স (annonymoX) এবং হোলা (Hola)?
আসুন দেখে নিই,
Google Chrome
annonymoX
- ক্রোম ওপেন করুন।
- ক্রোম দিয়ে এই লিঙ্কে যান।
- একটাই রেজাল্ট আসবে। সেটার ডান পাশের [+ Add To Chrome] বাটনে ক্লিক করুন।
- উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
- 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
- সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।
Hola
- ক্রোম ওপেন করুন।
- ক্রোম দিয়ে এই লিঙ্কে যান।
- উপরে নোটিফিকেশনে কনফারমেশান চাইবে। দুটি অপশন থাকবে, 'অ্যাড এক্সটেনশন' এবং 'ক্যান্সেল'
- 'অ্যাড এক্সটেনশন' ক্লিক করুন।
- সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে নিন।
- ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করে উপভোগ করুন।
Opera
Hola
- অপেরা ওপেন করুন।
- অপেরা দিয়ে এই লিঙ্কে যান।
- ডান পাশের 'অ্যাড টু অপেরা' ক্লিক করুন।
- ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।
Mozilla Firefox
annonymoX
- মোজিলা ওপেন করুন।
- মোজিলা দিয়ে এই লিঙ্কে যান।
- সেটআপ করুন।
- সেটআপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট করে উপভোগ করুন।
কোনও প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করবেন। আমার লেখার মতো আর কিছু নাই। লেখালেখির অভ্যাস থাকলেও এতো লিখতে হাত ব্যাথা শুরু হয়ে যায়। তবে আল্লাহ হাফেয।
আমার ব্লগ
যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।
আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।
আমার পাবলিক ব্লগ সাইট জিআর+
জাভা সেটে অপেরা মিনি দিয়ে ফেসবুক চালাতে কি করতে হবে ?