তৈরি করে নিন আপনার অস্থায়ী ইমেইল এড্রেস, কোন রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ডের ঝামেলা ছাড়াই।

ইমেইল এড্রেস আমাদের নেট লাইফের অত্যান্ত প্রয়োজনীয় একটি বিষয়। ইন্টারনেটের এই বিশাল জগৎ এ বিচরন করতে করতে মাঝে মাঝে আমাদের এই ইমেইল এড্রেসের প্রয়োজন হয়। বিভিন্ন সাইটে ফ্রী সুবিধা পেতে রেজিস্ট্রেশান করতে/ফ্রী এসএমএস পাঠাতে/কোন কন্টেন্ট ডাউনলোড করতে মাঝে মাঝে  ইমেইল এড্রেস ভেলিডেশন এর প্রয়োজন হয়।নিজের দরকারি ইমেইল এড্রেস দিয়ে এসব সাইটে রেজিস্ট্রেশান করলে বিভিন্য সময় ইনবক্স এসব সাইটের অপ্রয়োজনীয় মেইল বা স্প্যাম দ্বারা ভরে যায় যা মাঝে মাঝে অত্যান্ত বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।আবার কোন কোন সাইটে একটি ইমেইল এড্রেস থেকে সীমিত সংখ্যক সুবিধা উপভোগ করা যায়।তখন বাড়তি সুবিধা পেতে একাধিক ইমেইল এড্রেস খোলা লাগে যা অত্যান্ত বিরক্তি এবং সময় সাপেক্ষ ব্যাপার। এখন চিন্তা করেন যদি রেজিস্ট্রেশন ছাড়া মাত্র ১ক্লিকে একটি ইমেইল এড্রেস জেনারেট করলেন আর সেটি দিয়ে আর এক ক্লিকে ইমেইল এড্রেস ভেলিডেশন করে ফেললেন,তো কেমন হয়? হ্যাঁ আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এমন এক সাইটের সাথে যা আপনাদের ফ্রী ইমেইল এড্রেস প্রোভাইড করে।আর এর জন্য আপনাকে কোন রেজিস্ট্রেশন করতে হবে না।সাইট টির নাম হল "yop mail" চলুন দেখি বিস্তারিত..................................

প্রথমে নিচের লিঙ্কে যান Click here

১. সাইটে যান এবং "Random Email Address" এ ক্লিক করুন।

২. তৈরি হয়ে গেল আপনার অস্থায়ী ইমেইল এড্রেস। কপি করুন এবং আপনার কাংখিত সাইটের রেজিস্ট্রেশান ফিল্ডে ব্যবহার করুন।তারা একটি ভেলিডেশন মেইল পাঠাবে এবং সেটি আপনার অস্থায়ী ইনবক্স এ জমা হবে। (প্রতিবারে একটি করে ভিন্ন এড্রেস জেনারেট হবে)

৩. "check mails' ক্লিক করুন,

৪. এটি আপনার অস্থায়ী ইনবক্স।প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে ইমেইল ভেলিডেশন কমপ্লিট করুন।

৫."Yop mail" আপনার মেইল এড্রেস ৮দিন সংরক্ষন করে।এর মাঝে আবার কোন দরকার হলে ইনবক্স চেক করতে উপরের চেক বক্সে আপনার অস্থায়ী মেইল এড্রেসটি লিখুন এবং "Check inbox" ক্লিক করুন।

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাঝে মাঝে ডিসপোসেবল ইমেইল খুব কাজে দেয়। এই রকম আরো কিছু ডিসপোসেবল ইমেইল দেয়
10minutemail.com
http://www.mailinator.com

mailnator এর সার্ভিস আরো মজার। এখানে আপনার রেনডম এড্রেস জেনারেট-ও করতে হবে না। যে কোনো জায়গায় ই-মেইল এড্রেস এর দেয়ার সময় – যাইচ্ছা@mailinator.com দিলেই হবে। পরে ওই এড্রেস টা mailinator এর ওয়েব সাইটে check করলেই হবে।
আপনাকে ধন্যবাদ আকাশ ভাই। অনেকের কাজে লাগবে।

    আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য এবং কিছু গুরুত্বপুর্ন তথ্য দেওয়ার জন্য।আপনি যে সুবিধাটির কথা বললেন সেটা এই সাইট থেকেও পাওয়া যাবে।ডিসপোসেবল ইমেইল আসলেই খুব কাজে দেয়

ভাই সুন্দর ভাবে গুছিয়ে লিখার জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ আউয়াল ভাই

এইরকম সাইটের ঠিকানা ভুলে যাবার পর অনেকদিন আর খুঁজে পাইনি। নতুনভাবে জানতে পেরে পুলকিত হচ্ছি।
প্রিয়তে যুক্ত করলাম, যদি আবার ভুলে যাই!! 😛

    ধন্যবাদ শাহারিয়ার ভাই

এই সব মেইল বিষেশ করে আমাদের সুন্দর বন ও কক্সবাজারকে ভোট দিতে সাহায্য করবে।
ভাল হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ আতাউর ভাই

কাজের তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।প্রিয়তে যুক্ত করলাম,

    ধন্যবাদ আবরার ভাই

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।:)