আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে। আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আশা করি আপনাদের ভাল লাগবে।
সরকার নিরাপওা অজুহাতে, ফেইসবুক, ভঅইবার, টাংগ, হুয়াটসআপ সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম এপ সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে, এই বিষয় নিয়ে অমার আজকের টিুউন, সরকার বন্ধ করে দিয়েছে তাই বরৈ কি আমরা থেমে থাকব, না আমরা থামার জাতি না, আমরা এই সব এপ ব্যবহার করবই কিন্তু কিভাবে। আসুন দেখি,
কম্পিউটারে বন্ধ সাইট গুলো চালাতে হলে আপনাকে একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, ব্রাউজার টির নাম টর ব্রাউজার। এই ব্রাউজার টা ইন্সটল দিয়ে আপনারা কোনো সাইট ব্রাউজ করতে পারবেন। ফেইসবুক সহ, সফটওয়্যার টি নিচ থেকে ডাউনলোড করে নিন। তাছারা কম্পিউটারে VPN দিয়ে কিভাবে ব্যবহার করবেন, এই নিয়ে মাসুম ভাইয়ের একটা টিউন দেখতে পারেন।
অ্যান্ড্রয়েড মোবাইলে ফেইসবুক ইত্রাদি ব্যবহার করার জন্য আপনাকে একটি বিপিএন ব্যবহার করতে হবে। VPN এর নাম টি হল Super VPN। এটা অাপনারািএটা গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। বা নিচেন লিংক থেকেও পারবেন।
কিভাবে কি করবেন, কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড এর পুরো প্রসেস টা ভিডিও টিউটিরিয়ালে দেখােনু হয়েছে। ভিডিও টি মনযোগ দিয়ে দেখুন।
এই রকম আর ভিডিও পেতে চ্যানেল subscribe টি করে রাখতে পারেন।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
fb user er video dekte paren akhan theke https://goo.gl/BmEln5