নতুন ইন্টারনেট ব্যবহাকারীদের কি কি ঝামেলায় পোহাতে হয়, সার্চ ইন্জিন জায়ান্ট ও ব্রাউজার নির্মাতা হিসেবে তা ভাল করেই জানা আছে গুগলের । তাই নতুন ব্যবহারকারীদের সব রকমের বিড়ম্বনা থেকে রক্ষা করতে গুগল নিজেই এবার শিক্ষকরুপে হাজির হলো ।
প্রকাশিত হলো গুগলের ইন্টারএকটিভ ইবুক “20 Things I Learned About Browsers and the Web” । যেমনটি আগেই বলা হয়েছে নতুন ইন্টারনেট ব্যবহাকারীদের ওয়েবজগৎ সম্পর্কে জানাতেই এই আয়োজন । বইটিতে আছে মোট ১৯টি টপিক ও একটি রিকেপ । বইটির প্রথম অধ্যায় "ইন্টারনেট কি ?" । তারপর আছে ক্লাউড কম্পিউটিং, ওয়েব এপস, HTML, JS, নিরাপত্তা, ইত্যাদি । এক কথায় পুরো ইন্টারনেট বিষয়টাকেই এক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করেছে গুগল ।
বইটি তৈরীতে ব্যবহৃত হয়েছে HTML5 এবং ছবিগুলো হচ্ছে জার্মান চিত্রকার Christoph Niemann এর । বইটি গুগলের পক্ষে তৈরী করে দিয়েছে গুগল Chrome টিম । নতুনদের ভীষন কাজে দিবে বইটি ।
বইটি পাবেন এখানে: 20thingsilearned.com
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।