নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য Google নিয়ে এলো ইন্টারএকটিভ ইবুক

নতুন ইন্টারনেট ব্যবহাকারীদের কি কি ঝামেলায় পোহাতে হয়, সার্চ ইন্জিন জায়ান্ট ও ব্রাউজার নির্মাতা হিসেবে তা ভাল করেই জানা আছে গুগলের । তাই নতুন ব্যবহারকারীদের সব রকমের বিড়ম্বনা থেকে রক্ষা করতে গুগল নিজেই এবার শিক্ষকরুপে হাজির হলো ।

প্রকাশিত হলো গুগলের ইন্টারএকটিভ ইবুক “20 Things I Learned About Browsers and the Web” । যেমনটি আগেই বলা হয়েছে নতুন ইন্টারনেট ব্যবহাকারীদের ওয়েবজগৎ সম্পর্কে জানাতেই এই আয়োজন । বইটিতে আছে মোট ১৯টি টপিক ও একটি রিকেপ । বইটির প্রথম অধ্যায় "ইন্টারনেট কি ?" । তারপর আছে ক্লাউড কম্পিউটিং, ওয়েব এপস, HTML, JS, নিরাপত্তা, ইত্যাদি । এক কথায় পুরো ইন্টারনেট বিষয়টাকেই এক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করেছে গুগল ।

বইটি তৈরীতে ব্যবহৃত হয়েছে HTML5 এবং ছবিগুলো হচ্ছে জার্মান চিত্রকার Christoph Niemann এর । বইটি গুগলের পক্ষে তৈরী করে দিয়েছে গুগল Chrome টিম । নতুনদের ভীষন কাজে দিবে বইটি ।

বইটি পাবেন এখানে: 20thingsilearned.com

পূর্ব প্রকাশ @ব্লগদেশ.com

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

সুন্দর টিউন

দারুন তো তবে আজ আর দরকার নেই ছিল সেদিন………………কই সেদিন তো গুগল আমাকে বোঝেনি……………….
আপনাকে ধন্যবাদ

ভাই বইটি তো ইংলিশে লিখা, আর ইংলিশ বুজে কতজন তবে google ভাল উদ্ধগ নিয়েছে
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য……………………………