বিনামূল্যে ইন্টারনেটের আওতায় আরো এক বাংলাদেশি ওয়েবসাইট

তথ্যটি সেবা হট নিউজ থেকে নেওয়া। রবি গ্রাহকদের জন্যে বিনামূল্যে ইন্টারনেটের আওতায় যুক্ত হলো ইউথ অপ নামে আরো একটি বাংলাদেশি ওয়েবসাইট। এখন থেকে ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের আওতায় বিনামূল্যে ওয়েবসাইটটি ব্রাউজ করা যাবে।
 ইয়ুথ অপারচুনিটিস সম্প্রতি ফেসবুকের সবার জন্য ইন্টারনেট দেবার উদ্যোগ ইন্টারনেট ডট অর্গ এর ফ্রি বেসিক্স প্রকল্পের সঙ্গে সম্মিলিত হবার মাধ্যমে যুক্ত হয়েছে বিনামূল্যে ব্রাউজিং সুবিধাপ্রাপ্ত ওয়েবসাইটগুলোর তালিকায়। বাংলাদেশে রবি গ্রাহকরা ইউথ অপ ওয়েবসাইটটি বিনামূল্যে ব্রাউজ করতে পারবেন। তরুণদের জন্য পৃথিবীর অন্যতম বৃহত্তর সুযোগ খোঁজার এই ওয়েবসাইটটিতে বাংলাদেশ ছাড়াও ১৪টি দেশ থেকে এই সুবিধার আওতায় প্রবেশ করা যাবে। ইয়ুথ অপাচুনিটিস একটি সেবামূলক সংগঠন যারা তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করবার মাধ্যমে গত ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে। সংগঠনটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির খবর, আর্ন্তজাতিক সম্মেলন, প্রতিযোগিতা, ইন্টার্নশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, ফেলোশীপ ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে। এই আর্ন্তজাতিক মাধ্যমের লক্ষ্য হলো তথ্য পৌঁছে দেবার মাধ্যমে তরুণ জনগোষ্ঠীকে তাদের প্রয়োজনীয় সুযোগগুলো কাজে লাগিয়ে দক্ষতা অর্জন, ক্যারিয়ার গঠণ এবং ইতিবাচক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পন্ন ইয়ুথ অপারচুনিটিসের সাম্প্রতিক একটি জরিপে দেখা যায় যে, বর্তমান তরুণদের উন্নয়নের জন্য বড় বাঁধাগুলোর একটি হল তাদের প্রয়োজনীয় ও জরুরি সুযোগগুলোর তথ্য সহজলভ্য না হওয়া। তাই সংগঠনটি তরুণদের জন্য নতুন নতুন সুযোগের তথ্য সহজে পৌঁছে দেবার কাজ শুরু করে। এখন বিশ্বের প্রায় ১০০টির ও বেশি দেশ থেকে তরুণ-তরুণীরা এই ওয়েবসাইট থেকে পৃথিবীর নানান প্রান্তে তাদের জন্য ছড়িয়ে থাকা সুযোগগুলো খুজে নেন প্রতিদিন। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন নুর বলেন, 'আমাদের লক্ষ্যই ছিল একদম প্রত্যন্ত অঞ্চলের তরুণটিকেও আন্তর্জাতিক পর্যায়ের সুযোগগুলোর সাথে পরিচিত করে দেয়া। কিন্তু তারপরেও আমাদের সেবা পয়সা খরচ করে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইন্টারনেট ডট অর্গের সাথে এই সম্মিলিত চুক্তি আমাদেরকে লক্ষ্যের দিকে বহুলাংশে এগিয়ে নেবে বলে আশা করছি যেহেতু এখন আর আমাদের সেবা পেতে কোন সীমাবদ্ধতা থাকবে না।' 'ইয়ুথ অপারচুনিটিস মূলত ভিন্ন ভিন্ন স্থান ও পর্যায়ের তরুণদেরকে সংযুক্ত করে তাদের এবং তাদের সমাজের টেকসই উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। তথ্যের অবাধপ্রাপ্তি থেকে বঞ্চিত বিশ্বের নানান দেশের লক্ষ তরুণের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের লক্ষ্য কখনোই অর্জন হবে না। আমরা চাই এটি তরুণদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে পরিণত হোক।' এভাবেই নিজের স্বপ্নের কথা জানাচ্ছিলেন অপর এক সহপ্রতিষ্ঠাতা মাকসুদুল আলম। ইন্টারনেট ডট অর্গ হল ফেসবুক গৃহীত একটি উদ্যোগ যেটি বিশ্বের তথ্য-প্রযুক্তির নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সংস্থা ও সংগঠনগুলোর সাথে সম্মিলিত প্রয়াসে বর্তমান পৃথিবীর ইন্টারনেট সুবিধাবঞ্চিত দুই-তৃতীয়াংশ মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেবার জন্য কাজ করছে। 'যেখানেই থাকি না কেন আমরা সবাই সংযুক্ত' এমন শ্লোগানকে সামনে রেখেই ২০১৩ সালের ২১ আগস্ট স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, অপেরা সফটওয়্যার, কোয়ালকম এবং নকিয়ার সহযোগিতায় বিশ্বব্যাপী বিনামূল্যে ইন্টারনেট সেবার এই উদ্যোগটি শুরু করে ফেসবুক।
 সকলের জন্য সুযোগ নিশ্চিত করতে ইয়ুথ অপারচুনিটিস এবং ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ প্রকল্প সম্মিলিতভাবে ইন্টারনেটের মাধ্যমে তাদের সেবা বিনামূল্যে পৌঁছে দেবার জন্য কাজ করে যাবে।
বাংলাদেশের রবি গ্রাহক; যামবিয়া, কেনিয়া, ঘানা এবং মালাওইর এয়ারটেল গ্রাহক; তানজানিয়া, কলম্বিয়া এবং সেনেগানলের টিগো গ্রাহক; ভারতের রিলায়েন্স গ্রাহক; ফিলিপাইনের স্মার্ট কমিউনিকেশন গ্রাহক; ইন্দোনেশিয়ার ইন্দোসেট গ্রাহক; পাকিস্থানের টেলিনোর গ্রাহক; বলিভিয়ার ভিভা গ্রাহক এবং সাউথ আফ্রিকার সেল সি গ্রাহকরা ফ্রি ব্যসিক লগইন করে বা Free Basics এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়েবসাইটটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এরকম আরও প্রযুক্তি গত খবর নিতে আমার তৈরি অনলাইন নিউজপেপার সেবা হট নিউজ তে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি sebacomputershop। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .