যারা Online এ “Micro Jobs site” এ কাজ করতে চান তাদের জন্য ( Payment Proof সহ)

সবাইকে শুভেচ্ছা। যারা অনলাইনে Micro job site এ কাজ করে টাকা আয় করতে চান বা অন্য কোন সাইট এ কাজ করছেন তাদের জন্য আমার এ টিউন। বেশ কিছুদিন আগে আমি এই সাইটের সন্ধান পাই এবং কাজ করতে থাকি। এর আগে Minuteworkers এ কাজ করে প্রতি মাসে রেগুলার টাকা পেয়ে যাচ্ছি, কিন্তু টাকার পরিমান অনেক কম। কোন মতে নেট বিল টা টেনেটুনে উঠে আসে আর কি। মাইক্রোওয়াকর্স এ বেশি সুবিধা করতে পারছি না, কাজ গুলো অনেক জটিল মনে হয়। তাই মনে মনে এমন একটা সাইট খুজছিলাম যেখানে অনেক কাজ পাওয়া যাবে, কাজগুলো তুলনা মূলক ভাবে সহজ এবং পেমেন্ট এর নিশ্চয়তা রয়েছে। আমি আপনাদের সাথে যে সাইটটি নিয়ে আলোচনা করছি তাতে টেকটিউনস এর অনেক এ কাজ করছেন। জানি না তারা তাদের প্রথম পেমেন্টটা পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তা শেয়ার করবেন ( টাকা না হা হা হা) আমাদের সাথে, আশা করি। তো যা বলছিলাম, এটা একটা নতুন মাইক্রো জব সাইট । এখানে আপনি সাইন আপ করার সাথে সাথে বোনাস পাবেন ৫ ডলার। প্রথম দিকে এই ৫ ডলার দিয়ে নিজের জন্য জব অফার করা যেত একদম ফ্রিতে কিন্তু ইদানিং আপনাকে এই ৫ ডলার ব্যবহার করার জন্য মিনিমান ১ ডলার এর সমপরিমান কাজ করতে হবে। এখানে প্রতিদিনই নতুন নতুন অনেক কাজ জমা হয় এবং কাজের রেট ও বেশি। যাদের মাইক্রো জব সাইটে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য খুবই সহজ হবে আশা করি। আশা করা যায় আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এখানে কাজ করলে ১০ থেকে ১২ দিন এর মধ্যেই মিনিমাম পে আউট ২৫ ডলার এর সম পরিমান টাকা আপনার একাউন্ট এ জমা করতে পারবেন ইনশাল্লাহ। পে আউট এর জন্য পেপাল বা মানিবুকার্স দুটোই সাপোর্ট করে এই সাইট।অন্যান্য সাইটের মতো এখানেও রয়েছে রেফারেল বোনাস। আপনার রেফারেল ব্যবহার করে কেউ যদি একাউন্ট ওপেন করে এবং কাজ করে তবে আপনি পাবেন ১ ডলার। এই সাইটের Admin এর সাথে আপনি সরাসরি Chat করে সাহায্য পেতে পারেন যেকোন সময়।যারা একেবাবে নতুন, তাদের জন্য বলছি, কোন প্রকার সাহায্যের জন্য মন্তব্যের ঘরে আপনার প্রশ্নটি দিয়ে দিবেন। আমি আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করবো।  তো যারা কাজ করতে চান এখানে তাদের জন্য লিংকটি (রেফারেল) হচ্ছে

Micro job sign up link


16

Level 0

আমি prince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm nobody!!!!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি কনো দিন কনো সাইটে কাজ করি নাই আমি যদি কাজ করতে চাই তা হলে আমাকে কি করতে হবে আর আমার কাজটাই হবে কি?

Level 0

ধন্যবাদ ভাই আপনাকে। প্রথমে আপনাকে কোন মাইক্রো জব সাইটে রেজি: করতে হবে। তারপর আপনি লগ ইন করার পর দেখবেন অনেক কাজের লিষ্ট রয়েছে। যেমন ধরেন কেউ আপনাকে তার টুইটার এ ফলো করতে বলল, আপনার যদি টুইটার এ একাউন্ট থাকে তো ভালো, না থাকলে একটা একাউন্ট করে জাষ্ট তাকে ফলো করুন আর তারপর আপনার টুইটার একাউন্ট আইডি টা জব সাইটের ফিনিশড এ সাবমিট করুন। অথবা আরেকটা কাজের কথা বলি, মনে করুন একজন বায়ার আপনাকে একটা পোষ্ট আপনার ফেসবুক এ পাবলিসড করতে বলল, তার বিনিময়ে আপনি নির্দিষ্ট কিছু ডলার পাবেন, কাজ শেষে যথারীতি আপনার কাজের প্রুফ সাবমিট করবেন এবং তা সঠিক ভাবে হয়ে থাকলে আপনি টাকা পাবেন। এখানে বলে রাখা ভাল যে, মাইক্রো জব সাইট গুলো হচ্ছে আমাদের দেশের বায়িং হাউজের মতো, যারা কাজ করতে দেয় তারা হলো বায়ার আর যারা কাজ সম্পূর্ন করে তারা হলো কন্ট্রাক্টর। তো আরো কিছু জানার থাকলে আপনি নি:সংকোচে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে জানানোর জন্য। ধন্যবাদ।

আসলেই মাক্রো জস সাইট গুলো নতুন/পুরাতন ফিলান্সারদের জন্য নতুন দিগন্ত উম্মোচন করে দিয়ছে। আমি নিজেও ৩টা মাক্রো জস সাইটে(“মাইক্রোওয়ার্কস, “মিনিটওয়ার্কস, “মিনিজবস কাজ করি। আপনারটাও যোগ করালাম। এখন মাসে $১০০ নিশ্চিত পাবোই। :)) নতুনদের জন্য বলছি, আপনারা সবাই এসব সাইটে কাজ করতে পারেন বিনা দ্বিধায়। ১০০% গ্যারান্টি পেমেন্ট। :))

    Level 0

    ধন্যবাদ শাওন ভাই…….. ১০০ ডলার এর ১০% আমার কিন্তু…

    হেহেহেহেহেহেহে 🙂

ভাই বুজিনা তাই কখনও আগ্রহ দেখাই নি

    Level 0

    ধন্যবাদ সাইফুর ভাই আপনার মন্তব্যের জন্য… আসলে বুঝিনা বলে তো বসে থাকা যাবে না। দেশ এবং নিজেকে এগিয়ে নেওয়ার জন্য বিদেশী কারেন্সীর অনেক মূল্য। টেকটিউনস এর ১০০ টিউনার যদি মাসে ৫০ ডলার করে দেশে আনে তাহলে কিন্তু সেটা ৫০০০ ডলার এ দাড়ালো, তার মানে দেশে প্রতিমাসে ৩,৫০০০০ টাকা এল, বছরে ৪,২০০০০০০ টাকা। তো দশে মিলে করি কাজ……………………… আবারো ধন্যবাদ ভালো থাকবেন…

প্রথম থেকে শুরু করলে কিভাবে করবো?
আমার এ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কাজ করা এবং কাজ শেষে আমার পেমেন্ট পাওয়া এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ বা পর্যায় অতিক্রম করতে হবে? কিভাবে করতে হবে? পেমেন্ট আমার যে এ্যাকাউন্টে আসবে তা কিভাবে তৈরি করবো? কিভাবে এ্যাকাউন্ট থেকে টাকা তুলবো? এ্যাকাউন্ট খোলার জন্য কোন অর্থ প্রদান করতে হবে কি না? খুটি-নাটি সব জানতে চাই। সম্ভব হলে সমস্ত কিছু টিউটোরিয়ালের মতো করে টিউন করুন।
আমি কখনো নেট ব্যবহার করে অর্থ উপার্জন করি নাই। সত্যি যদি অর্থ উপার্জন করা যায় তো আশা করি আপনি প্রথম থেকে আমাকে সাহায্য করবেন। আমি সত্যিকার অর্থেই কাজটা করে অর্থ উপার্জন করে আমার বন্ধুদের নিয়ে একটা ক্যান্ডেল ডিনার (সম্পূর্ণ নেট থেকে আয় করা টাকায়) করতে চাই।
বি:দ্র: আমার ইয়াহু, জিমেইল, টুইটার, ফেইজ বুক ইত্যাদি এ্যাকাউন্ট আছে।
🙂
সবশেষে ধন্যবাদ দিচ্ছি prince ভাইকে এবং আশা করছি আমিও নেট থেকে অর্থ উপার্জন করতে পারবো!!

    Level 0

    একটু ধৈর্য ধরেন বস, জানাবো, আমি যা জানি। ২০০১ সালে তখন সাভারে পড়াশোনা করি, পেপারে বিজ্ঞাপন দেখে গেলাম এলিফেন্ট রোড এ, অনলাইনে আয় করুন এই টাইপের বিজ্ঞাপন আর কি। টাকা চাইলো ২৮০০০। বুঝেন অবস্থা! তখন গাড়ি ভাড়া দেই হাফ, ম্যালা ক্যাচর ম্যাচর করে… আর ২৮০০০০ টাকা তো অনেক টাকা…. সেই থেকে শুরু….. নিজের প্রচেষ্টায় আজ কিছুটা হলেও সফল। ইতিহাস বললাম এ জন্য যে, আমরা যারা জানি তারা নিজেকে বড় মনে করি, অতীতকে ভুলে যাই, কেউ সাহায্য চাইলে ভাব ধরি, টাকা চাই ইত্যাদি ইত্যাদি। আমি কথা দিলাম আমি সাহায্য করবো, বিনা শর্তে বিনা বাক্যে এমন কি আমার রেফাল আইডি ব্যবহার না করলেও …. কিন্তু মনে রাখবেন, আমার জানার পরিধিটা অনেক সীমিত….ভালো থাকবেন

Level 0

আমার মনে হয় সাইটি এক সময় মাইক্রোওয়ার্কসকেও ছাড়িয়ে যাবে। অন্যন্য সাইট থেকে এই সাইটটি সম্পুর্ণ নতুন সুযোগ সুবিধা আছে। আমার কাছে ভাল লেগেছে তবে একটু লোড হতে সময় লাগে বেশী। আমি ১৫ ডলার জমাইছিলাম পরে ওই ডলার দিয়ে আমার নিজের কিছু কাজ সাবমিট করছি। সাইটটি দ্রুত জনপ্রিয় হচ্ছে।

    Level 0

    বস কি এখনো পেমেন্ট পান নি?

Level 0

সবাইকে ধন্যবাদ। যদি অনুমতি দেন তো আমি এই বিষয় নিয়ে একটা মেগা টিউন করি (আমি যেভাবে মাইক্রো জব সাইটে কাজ করি + অ, আ, ক, খ)….. আর বুলবুল ভাই তো এতো দিন এ পেমেন্ট পাওয়ার কথা…..

    অবশ্যই prince ভাই আপনি আমাদের একটি মেগা টিউন উপহার দেন… prince ভাই অ, আ, ক, খ থেকেই জানতে চাই… যেন জানাটা কাজেও লাগাতে পারি… 🙂

প্রিন্স ভাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি নেট এ অনেক সময় দেই। এই সময়টা যদি টাকা আয়ে লাগাই তবে তো আমার জন্য খুবই ভাল। আমি পুরান ঢাকায় থাকি। আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারি? অথবা আপনার মত যারা কাজ করে তাদের কারো সাথে যোগাযোগ করিয়ে যদি দিতে পারতেন। আমি খুবই আগ্রহী। প্লিজ, আওয়াজ দেন। আমার মোবাইল নাম্বার আর ই-মেইল এড্রেস দিলাম। বাপ্পী ভাইয়ের মত আমারো ইয়াহু, জিমেইল, হট-মেইল, টুইটার, ফেইসবুক, হাই-৫ একাউন্ট আছে।
০১৭১৬৫১০৪৩১
[email protected]

    Level 0

    আমি তো এখন টাংগাইলে থাকি, ঢাকা আসি মাঝে মাঝে। এরপর আসলে আপনার সাথে দেখা হবে আশা রাখি। ভালো থাকবেন আর মাইক্রো জবস এ কিভাবে কাজ করতে হয় তা নিয়ে ২/৩ দিন এর মধ্যেই টিউন করবো ইনশাল্লাহ..

অসাধারন টিউন ভাল লাগল, যদি ও আমি প্রবাসে থাকি, আমি এরকম ই একটা টিউন খোজতে ছিলাম। কয়েকদিন আগে microw workers এর মধ্যে একটা একাউন্ট খুলে ছিলাম কিন্তু কিছুই বুঝিনা তাই আর করা হই নি। আজকে আপনার টিউনটা পড়ে মনে অনেক আশা জাগল । প্লিজ আর ও বিস্তারিত খুলে লিখুন, কিভাবে শুরু করব এবং নতুন অবস্তায় কোন কাজটা সহজ হবে আমাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ…

    Level 0

    ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে… আর একটু অপেক্ষা করুন জানাবো কিভাবে কাজ করি..

প্রিন্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আপনি মিনিটওয়ার্কাস নিয়ে টিউন করেছিলেন যার মাধ্যমে আমি প্রথম অনলাইন আয়ের সাধ পাই। অনেক কিছু তে চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মিনিটওয়ার্কাসেই সফল হই। সে জন্য আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আজকে আবার মাইক্রোজব সম্মন্ধে জানালেন। আশা করি এটাতেও সফল হবে। আপনার এরকম উদার ভাবে সাহায্য করার মনোভাবের জন্য আবারো ধন্যবাদ দিচ্ছি।

    Level 0

    ধন্যবাদ নিবিড় ভাই… অপেক্ষায় থাকুন আরো জানাবো, যা জানি..

প্রিন্স ভাই,
ভাল টিউনের জন্য ধন্যবাদ। কিন্তু ভাই এই সাইটে অনেকগুলা কাজ আছে যা আমি বুঝি না। আপনি যদি কাজ গুলু কিভাবে করতে হয় তা জানাতেন তাহলে খুব ভাল হতো।

আবারো ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ সুন্দর একটি টিউনস করার জন্য । নি:সন্দেহে একটি যুগান্তকারী টিউনস্ । তবে এর পাশাপাশি আপনারা একটি জিনিস লক্ষ রাখবেন অনেক পরিশ্রম করে কাজ করার পার দেশে ডলার আনার একটা বিরাট সমস্যা । কারণ আমাদের সরকার চায়না আমরা স্বাবলম্বী হই । যদি তারা চাইত তবে আমাদের দেশে অনলাইনের টাকার আনার পথ সুগোম করে দিতেন ।একটু লক্ষ করেন নেপােলর মত দেশে পেপাল অনুমদিত অথচ আমাদের দেশে নয় । যাই হোক আপনারা যদি অনলাইনে টাকা উঠাতে প্রবলেব ফেস করেন তবে অনলাইনেই আমার কাছে বিক্রয় করে দিতে পারেন । অবশ্য কার ও দরকার হলে আমার কাছ থেকে কিনতে ও পারবেন । যোগাযোগ : [email protected] or mobile:01915-209495
এছাড়া শুধু মাত্র কিছু এ্যাড এ ক্লিক করে ও ডলার ইনকাম করা যায় । visit :http://click-for-earning.blogspot.com/ or http://alertpay-paypal-lr-dollar-bd.blogspot.com/

ভাই আপনার লিঙ্ক এ ক্লিক করলাম, কেন্তু বলে নট ফউন্দ

Level 0

আমি এই সাইট এ কাজ করিছি। কিন্তু কাজ শেষে আমার কাজের প্রুফ সাবমিট করবো কিভাবে এটা বুজতে পারছিনা। দয়া করে আমাকে একটু সাহায্য করুন।

Level 0

@prince ………………………………………………………………………

vai page to open e hoy na.link ta ektu likhe diben

Level 2

vay direct priota .

bai link ta likhe dile upokrito hobo

Level 0

Prince Vaia ami akjon new tuner. amer khub iccha j amio net theke taka income kore but parena kindly amake some help korun j ami kibhabe net theka income korte pari. plz vaia

Level 0

ভাই কেও কি microworkers – এর বুকমার্ক এর কাজ জানেন? জানলে অনুগ্রহ করে আমাকে একটু সাহায্য করেন।

Wow this (staff.com) is very good site for full time online job…………