আমাদের অনেকেরই ধারনা যে বাংলাতে ব্লগ বা ওয়েবসাইট বানালে গুগল এড পাওয়া যায় না । যারা এখনো এই ধারনা পোষন করেন তাদের জন্য একটি উদাহরণ এবং কিছু কথা ।
আপনার ব্লগ বা ওয়েবসাইটটিকে বাংলায় উপস্থাপন করতে চান কিন্তু গুগল এডসেন্স এড ব্যবহার করতে পারবেন কিনা এই সমস্যার সমাধান করতে পারবেন একটি সহজ পদ্ধতিতে । আপনার সাইটের যে কোন পোষ্টিং এর হেডলাইন যদি ইংলিশ হয় আর বাকি সকল লেখা যদি বাংলা হয় তাহলেও আপনি গুগল এড শো করতে পারবেন । এই ক্ষেত্ত্রে আপনি যেসব এড পাবেন তা সম্পূর্ণ আপনার পোষ্টিং এর হেডলাইন বা টাইটেল বেসড হবে ।
কিন্তু সেক্ষেত্ত্রে সকল বাংলা ফন্ট আপনাকে হেল্প নাও করতে পারে । আমি এ ব্যাপারে কনফার্ম না যে আপনি কোন কোন বাংলা রাইটিং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন , তবে আমি যা করেছি তা হলো বৈশাখী বাংলা ফন্ট ব্যবহার করেছি । এবং এই ফন্ট ওয়েবসাইটে দেওয়ার পর বাংলা লেখা শো করছে । তবে যাদের কম্পউটার এ ফন্ট ইনষ্টল করা নেই তারা লেখা দেখতে পারবেন না । সেই ক্ষেত্ত্রে আপনি আপনার ওয়েবসাইটে বৈশাখী ফন্ট ডাউনলোড এর একটি লিংক রাখতে পারেন যাতে করে বাংলা পড়তে অসুবিধা হলে এই ফন্টটি ডাউনলোড করে নেয়, ঠিক বাংলা সংবাদ পত্ত্রের ওয়েবসাইগুলোর মতো ।
বাংলায় লিখা একটি ব্লগ এর পোষ্টিং এর হেডলাইন ইংলিশ এবং বাকি লেখা বাংলা দিয়ে আমি গুগল এড প্রদর্শন করেছি এমন একটি নমুনা দেখুন এই লিংকটিতে ক্লিক করে ....... http://imrankhanbd.blogspot.com/2010/11/smoking-illness.html
বৈশাখী ফন্ট ডাউনলোড করতে এই লিংকটিতে ক্লিক করুন । http://www.imran88k.com/2010/10/bangla-font-download.html
আপনাদের যদি কোন ধরনের সহজ পদ্ধতি জানা খাকে এই পোষ্ট এর নিচে কমেন্ট করে জানাবেন এবং যদি আমার টিউন সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ সকলকে..............
আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, কাজের জিনিস