বাংলায় তৈরিকৃত ব্লগ বা ওয়েবসাইটে গুগল এড প্রদর্শন করা সম্ভব ।

আমাদের অনেকেরই ধারনা যে বাংলাতে ব্লগ বা ওয়েবসাইট বানালে গুগল এড পাওয়া যায় না । যারা এখনো এই ধারনা পোষন করেন তাদের জন্য একটি উদাহরণ এবং কিছু কথা ।
আপনার ব্লগ বা ওয়েবসাইটটিকে বাংলায় উপস্থাপন করতে চান কিন্তু গুগল এডসেন্স এড ব্যবহার করতে পারবেন কিনা এই সমস্যার সমাধান করতে পারবেন একটি সহজ পদ্ধতিতে । আপনার সাইটের যে কোন পোষ্টিং এর হেডলাইন যদি ইংলিশ হয় আর বাকি সকল লেখা যদি বাংলা হয় তাহলেও আপনি গুগল এড শো করতে পারবেন । এই ক্ষেত্ত্রে আপনি যেসব এড পাবেন তা সম্পূর্ণ আপনার পোষ্টিং এর হেডলাইন বা টাইটেল বেসড হবে ।

কিন্তু সেক্ষেত্ত্রে সকল বাংলা ফন্ট আপনাকে হেল্প নাও করতে পারে । আমি এ ব্যাপারে কনফার্ম না যে আপনি কোন কোন বাংলা রাইটিং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন , তবে আমি যা করেছি তা হলো বৈশাখী বাংলা ফন্ট ব্যবহার করেছি । এবং এই ফন্ট ওয়েবসাইটে দেওয়ার পর বাংলা লেখা শো করছে । তবে যাদের কম্পউটার এ ফন্ট ইনষ্টল করা নেই তারা লেখা দেখতে পারবেন না । সেই ক্ষেত্ত্রে আপনি আপনার ওয়েবসাইটে বৈশাখী ফন্ট ডাউনলোড এর একটি লিংক রাখতে পারেন যাতে করে বাংলা পড়তে অসুবিধা হলে এই ফন্টটি ডাউনলোড করে নেয়, ঠিক বাংলা সংবাদ পত্ত্রের ওয়েবসাইগুলোর মতো ।

বাংলায় লিখা একটি ব্লগ এর পোষ্টিং এর হেডলাইন ইংলিশ এবং বাকি লেখা বাংলা দিয়ে আমি গুগল এড প্রদর্শন করেছি এমন একটি নমুনা দেখুন এই লিংকটিতে ক্লিক করে ....... http://imrankhanbd.blogspot.com/2010/11/smoking-illness.html
বৈশাখী ফন্ট ডাউনলোড করতে এই লিংকটিতে ক্লিক করুন । http://www.imran88k.com/2010/10/bangla-font-download.html

আপনাদের যদি কোন ধরনের সহজ পদ্ধতি জানা খাকে এই পোষ্ট এর নিচে কমেন্ট করে জানাবেন এবং যদি আমার টিউন সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ সকলকে..............

Level New

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, কাজের জিনিস

ধন্যবাদ,খুবই উপকারি টিউন

acca vai jan bloger upore nicer ai rokom lekha golo ki kore set korte hoy akto bolben.
* Home
* About
* Posts RSS
* Contact
* Log In
* navright

    আপনি
    * Home * About * Contact
    এই বাটন গুলোর জন্য এইচটিএমএল কোড ব্যবহার করতে পারেন ।
    যেমন ধরেন

    HOME

    ABOUT

    CONTACT

    কোডগুলো দেখতে সমস্যা হলো নোটপ্যাড এর মধ্যে দেখার জন্য এখানে ক্লিক করুন ।

ইমরান ভাই আপনার বাসা কি কুমিল্লায় ??

    জ্বি , আমি কুমিল্লায় ছিলাম তবে এখন আমি ইংল্যান্ড এ আছি । প্রায় দেড় বছর হলো এখানে আছি । আপনি কি আমাকে চেনেন ?

    হুম আমি আপনাকে চিনি কিভাবে চিনি সেটা বললে লজ্জা পাবেন তাই আর বললাম না 😉

আপনি কি বিজয় ব্যবহার করেন না অভ্র ব্যবহার করেন ??? এইসব ফন্টের ঝামেলা আসলো কোথা থেকে ???ইউ্নিকোডে লিখলেইতো হয় ।

    ইউনিকোড লিখলে আপনার ব্লগ বাংলাতে হবে ঠিকই কিন্তু আমি যতদূর জানি গুগল এড পাবেন না । কারন গুগল এড এখনো ইউনিকোড এর সাথে পরিচিতি লাভ করে নাই । ভবিষ্যতে যদি হয়………..

    আমি গুগল এ্যাডের কথা বলি নাই আমি বলছি ফন্টের কথা ।

    কিন্তু আমি ফন্টের কথা বলে টিউন করি নাই , আমার টিউন করেছি গুগল এড এর সাথে বাংলা ফন্ট এর রিলেশন নিয়ে ।

    আর হ্যা , আমি আপনাকে চিনতে পেরেছি । আপনি আমার ক্লাসমেট এবং আপনার বাসাও কুমিল্লাতে । আপনি আমার ট্রেনিং সেন্টার এ ভর্তি হওয়ার জন্য টাকা দিয়ে এডমিশন নিয়েছিলেন , কিন্তু সাতদিন পর যে কোন কারনেই হউক আমাকে অবিশ্বাস করে বা অন্য কোন কারনেই হউক আপনি আপনার টাকা ফেরত চেয়েছিলেন । বলেছিলেন আপনি ঢাকা না চিটাগাং চলে যাচ্ছেন কোর্স করতে পারবেন না । আমি কিন্তু আপনার টাকা ফেরত দিয়েছিলাম । অতএব আমার রিকুয়্যাষ্ট আমার ব্যাপারে কোন বাজে কথা বলবেন না । আপনার সাথে আমার অতীতে কি হয়েছে ভুলে যাওয়াই ভালো ।

    আপনি এখন কি করছেন , কোথায় আছেন । এডসেন্স এ কতদূর সফল হলেন ? আপনার বন্ধুরা কেমন আছেন ?

Level 0

ধন্যাবাদ টিউনের জন্য
কিন্তু ব্লগের টেম্পলেট ও ডিজাইন আমার কাসে বেশি ভাল লাগেনাই এখানে গিয়া দেখতেন পারেন http://bdatoz.blogspot.com/ কারো কনো হেল্প লাগ্লে বইলেন

    আমি তো আসলে আমার ব্লগ এর টেমপ্লেট দেখানোর জন্য লিংক দেই নাই । ওই লিংকটা ছিল একটা এক্সাম্পল লিংক । আমি ওই ব্লগ ব্যবহার করতাম না । ভালো করে লক্ষ করলে দেখবেন সেখানে আজ পর্যন্ত একটা পোষ্ট ই দেওয়া হয়েছে । আর আপনার যদি ভালো কোন টেমপ্লেট লাগে আপনি আমার সাইট ভিজিট করলে পারেন । আপনার সাইটের টেমপ্লেট এর চাইতে আমার সাইটের টেমপ্লেটগুলোই আমার কাছে বেশী ভালো লেগেছে ।

    http://www.imran88k.com/2010/07/bloggoetemplates-download.html

ভাই আই কম্পলেক্স দিলেই তো হয়ে যায়, এবং অভ্র ইউজ করলেই হল……
আর তো দরকার নাই………
ধন্যবাদ

    আপনার ইনফরমেশন এর জন্য ধন্যবাদ । আমি আগেই বলেছি এ ব্যাপারে আমি বেশী কিছু জানিনা , তবে যেটুকু জানি সেটুকু শেয়ার করেছি । আপনারা যারা আরো বেশী কিছু জানেন তারা আমাদের জানাবেন সেই প্রত্যাশা ছিল । আপনার ইনফরমেশন যেন সকলকে সাহা্য্য করতে পারে সেই কামনা রইল ।

Level New

গত বছরের এই সময়ে একটা বাংলা ব্লগের জন্য এডসেন্স আবেদন করেছিলাম। বাংলা ভাষা দেখে গুগল তা এক্সেপ্ট করেনি। এরপর আপনার এই টিউনের মতো করেই শুধু মেনু এনং টাইটেল শব্দগুলা ইংরেজী করে আবেদন করলে সেটা হয়ে যায়। তবে এখন আপনিই একই নিয়মে আবেদন করলে তা গ্রহণ হবে সেটা বলাটা মুশকিল। কেননা দিনে দিনে শুধুমাত্র ব্লগ দিয়ে আবেদন করে একাউন্ট পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে।
আর বাংলার জন্য ভাইয়া অভ্র ব্যবহার করে লিখলেই তো আর কোনো ঝামেলা থাকে না। যে পড়তে পারবে না তার আর জীবনে বাংলা সাইট পড়ার দরকার নাই( নাকি!!!!!)।
টিউনের জন্য ধন্যবাদ।

    জটিল কথা বলছেন ভাইজান ।
    তবে যতবার এডসেন্স এর জন্য আবেদন করবেন ততবার একসেপ্ট করবে । আমি এ পর্যন্ত আমার পরিচিত প্রায় ১৫ জনকে তাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে শুধুমাত্ত্র ব্লগস্পট সাইটের জন্য আবেদন করে একাউন্ট করে দিয়েছি । সবগুলো সাকসেস হয়েছে । আর এদের মধ্য চারজন টাকা উত্তোলন করেছে ।

    আর হ্যা যে বাংলা পড়তে পারবেনা তার বাংলা সাইট পড়ার দরকার নাই বললে ভুল হবে , কারণ বাংলা আমাদের মাতৃভাষা । তাই যে কেউ যেন এই ভাষা ইন্টারনেটে পড়তে পারে তার জন্য আমাদেরকে অবশ্যই ভাবতে হবে ।

    আপনার মূল্যবান কমেন্টর জন্য আপনাকে ধন্যবাদ ।

    Level New

    আপনাকে তাহলে খুব ভাগ্যবান না বলে পারছি না। কোন বিষয়ের কয়টি পোস্ট, কতদিনের পুরানো ব্লগ সে সম্পর্কে কোনো টিউন করতে পারলে আমরা অনেকেই অনেক কিছু জানতে পারতাম।
    আর আমার বাংলা পড়ার মন্তব্যটা সিরিয়াসলি করা না দেখেই ! চিহ্ন দিয়েছি। আসলে অভ্র ইন্টারনেত দুনিয়াতে বাংলার অবস্থানটাকেই পালটে দিয়েছে এটা বুঝাতেই এভাবে বলা।

    আপনি কি বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি । আপনার কথা মনে হয় সত্য । আসলে অভ্র কখনো ট্রাই করিনি । আমি অভ্র ব্যবহার করে দেখবো । আপনার হেল্পফুল সাজেশন এর জন্য অনেক ধন্যবাদ ।

kivabe bebohar korbo vai ?seta to jani na doya kore bolben ??pls