কেমন আসেন সবাই?আশা করি ভাল আসেন সবাই,আজ আমি ডিপ ওয়েব এর নিরাপ্ততা নিয়ে আলচনা করব।ডিপ ওয়েব না ড্রাক ওয়েব কি এ বিষয়
এ আলচনা করব না।কারন এখানে এ বিষয় এ অনেক টিউন আসে EK ভাই এর “THE BLACK-WEB”: মায়াজালেঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকারজগত আমার কাছে খুব ভাল লেগেছ।EK ভাই অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন।ভাই কে অনেক ধন্যবাদ।এছারা আপনি NGN-BD এর Dark Web বা Deep Web এর বিশাল বিশাল ওয়েব এড্রেস কালেকশান ,এবং আসিফ ইকবাল ভাই এর Dark Web এ আপনাকে স্বাগতমঃ My Journey to a Dark Web টিউন গুলো পরতে পারেন।আশা করি আপনি ইন্টারনেট এর এক বিসাল সমুদ্র প্রবেশ করতে পারবেন।
আমি আগেই বলে নিচ্ছি আমি কনো এক্সপার্ট না।আমি বিভিন্ন ভাবে যতটুকু জেনেছি তা আপনাদের সাথে শেয়ার করার করব।কোথাও ভুল হলে মাপ করবে,সেই সাথে এক্সপার্ট ভাই দের অনুরদ করব সমাধান দেয়ের জন্য।
Tails: এটি একটি কম্পিউটার অপারাটিং সিস্টেম যেটি মুলত anonymous internet Brows এর কথা মাথাই রেখে বানান হয়েছে।যেটি আপনি খুব সহজে পেন ড্রাইভ,সিডি থেকে ব্যবহার করতে পারবেন।এটা একটা লাইভ ওস তাই আপনি পিসি শাট ডওন দিলে আপনার ভানিস হয়ে জাবে।পরে আপনি আপনার নরমাল ওস দিয়ে রান করাতে পারবেন।
চলুন দেখি কিভাবে কি করবেনঃ
এর জন্য আপনাকে Tails OX of ISO file ডাউনলোড করতে হবে।ফাইল তা একত বড় কারন এটা একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম, আপনি আই স ও ফাইল টা অফিসিইয়াল সাইট থেকে বিনা মুল্যে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড এর জন্য টরেন্ট ডাউনলোড ভালো কারন এটা ভারিফাইড ISO ফাইল।
১ম ধাপঃ
২য় ধাপঃ
৩য় ধাপঃ
এবার আর একটি সফটওয়্যার লাগবে যার মাধ্যমে আপনি আপনার পেন্ড্রাভকে লাইভ বুট এবল করতে পারবেন যার নাম unetbootin।এটাও একটা ফ্রী সফটওয়্যার। ডাউনলোড হয়ে গেলে নেচের স্টেপ গুলো ফলো করতে হবে
৪ধাপঃ
ডাউনলোড শেষে unetbootin সফটওয়্যার তা ওপেন করে Tails ISO file চিনিয়ে দিন।
এবার আপনার ফ্ল্যাশ ড্রাইভ টি বুত এবল হতে সুরু হবে। চমপ্লিট হয়া পর্যন্ত ওয়েট করুন।হয়ে গেলে কম্পিউটা রিসস্টারত দিয়ে Boot option থেকে USB boot select করুন। নিচের মত স্ক্রীন দেখতে পাবেন
কিসুক্ষন পর নিছের মত স্ক্রীন দেখতে পাবেন, লাইভ অপশন সিলেক্ট করুন।
এর পর নিচের মত স্ক্রীন থেকে লগ ইন সিলেক্ট করুন
একটু টাইম দিন লোড হতে। বাস পেয়ে গেলে লাইভ অপারেটিং সিস্টেম,এবার আপনাকে ইন্টারনেট কন্নেট করতে হবে নিছের মত করে।
।
আপনি চাইলে যেকোন পিসিতে এক্সছেস নিতে পারবেন কোন ঝামেলা বা কোন কিছু নস্ট না করে,এমন কি শে বুঝটেও পারবে না।
All download links is in YouTube Description box.or you can get it by Google
কোন প্রব্লেম হলে টিউমেন্ট করে জানাবেন।অথবা ফেসবুক এ জানাবে।আমি সল্ভ করার চেস্টা করব।ভিসিট করতে পারেন আমার ছোট্র একটা ব্লগ সাইট থেকে
আমি mayhady। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
God Save Us,My Goodness !!