আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভার লাগে। আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আশা করি আপনাদের ভাল লাগবে।
আমার আজকের টিউনটি গ্রামীনফোনের একটি অফার নিয়ে, তবে এই অফারটি সবার জন্য না। যাকে গ্রামীন ফোন এসএস এস দিসে শুধু তাদের জন্য। তবে এখানে একটা ট্রিক্স আছে, অফারটা এমন যে, আপনি আপনার এমন ফ্রেন্ডকে ২৫০ এমবি গিফট দিতে পারবেন, এবং আপনি পাবেন ২৫ এমবি। এটা সর্বোচ্চ ১০ বার নেওয়া যাবে। তবে এর জন্য অঅপনার একাদিক সিম থাকা লাগবে। সাধারনত আমাদের একাধিক সিম থাকে কিন্তু আমরা একটা সিম ইউস করি, আপনি আপনার যেই সিম গুলোতে ইন্টারনেট ব্যবহার করেন না সেইগুলোতে ২৫০ মেগাবাইট করে ১০ বার নিতে পারবেন।
১০ বার নিলে আড়াই জিবি হয় আর সাথে আপনি ২৫ মেগাবাইট করে ১০ বারে ২৫০ মেগাবাইট। ২৫০ মেগাবাইটের মেয়াদ ৭ দিন আর ২৫ মেগাবাইটের মেয়াদ মাত্র ১ দিন।
এই অফারটি নিতে মেসেজ অপশনে গিয়ে G1 লিখে একটি স্পেস দিয়ে যেই নামম্বারে ২৫০ এমবি পাঠাবেন সেই নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 9999 এই নাম্বারে।
(বি:দ্র) একই সিমে ২ বার এই ২৫০ মেগাবাইট পাটাতে পারবেন না।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Check করব কিভাবে?