আস্সালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর-এর মধ্যে আপনাকে আপনার মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে হবে। এই নিয়মটি শুধুমাত্র ২০১২ বা তার পরবর্তী সময়ে যারা সিম কিনেছেন, সেই গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে। ২০১২ সাল বা পরবর্তী সময়ে কেনা সিমের গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে সিম নিবন্ধন করতে পারবেন।
অন্যদিকে, যারা ২০১২ সালের পূর্বে সিম কিনেছেন, তাদের কাছে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০১৫ এর মধ্যে এসএমএস-এর মাধ্যমে নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। তাই এখন মোবাইলে এসএমএস-এর মাধ্যমে সহজেই ঘরে বসে যে কেউ মোবাইল সিম নিবন্ধন করে নিতে পারবেন।
এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সিটিসেল গ্রাহকেরা- মোবাইলের এসএমএস অপশনে গিয়ে U লিখে স্পেস দিয়ে, ইংরেজিতে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।
YouTube Channel: Click Here
পূর্বে প্রকাশিতঃ এখানে দেখুন
আমি অর্ণব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
na vai, ei songbad ta sompurno vua, aj sokal porjonto amio jantam amon kotha, amar gp sim 3ta akta te sms koresi bt confirm aseni bole sim khule arekta active korte parsilam na, adike 15 tarik ese galo obosta tai tara tari confirm korar jonno sokale gp centre e phone dilam, to gp amake janalo asole govt national id card er info thik ase kina tai mobile userder totto hal nagad korse, sim reg er sate er kono somporko nei. sim bondo kora hobena, e rokom ades hole obossoi janano hobe. eita sune amio vablam 2008 sale reg korar jonno koto hak dak gese, company gulo rastai mor e chair table pete reg korar babosta korese, r ebar manuser mukhe sara companir kas theke kisui sunsi na, matro 15 din baki othocho phon company prochar korse na, tai ki hoy? apnara keu 5 taka khoroch kore centre e phon kore jene nin