সবচেয়ে কম দামে .Com সহ অন্যান্য ডোমেইন কিনুন

 

সকল টেকটিউন ভিজিটর অ শুভাকাঙ্ক্ষীদের জানাই সালাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

 

 

আপনারা অনেকেই নিজেদের ব্লগ চালান। অনেকেই নিজের ব্লগের জন্য ডোমেইন নিবেন বলে ভাবছেন কিন্তু পর্যাপ্ত টাকার অভাবে নিতে পারছেননা। দেশের সকল ডোমেইন ও হোসটিং সাইট থেকে ডোমেইন নিতে গেলে প্রথম বছরে কমপক্ষে ৮০০ টাকা লাগে। আর রিনিউ করার সময় লাগে ১০০০ থেকে ১২০০ টাকা। আবার অনেক বিদেশি কোম্পানি আছে যারা প্রথম বছরের জন্য ডোমেইন খুব অল্প দামে বেচে এবং পরের বছর থেকে মূল দাম নিয়ে থাকে। এছাড়াও দেশি কিছু প্রতিষ্ঠান আছে যাদের কাছে থেকে ডোমেইন নেওয়া থেকে বিদেশি নামকরা প্রতিষ্ঠান থেকে ডোমেইন কেনা যুক্তিযুক্ত। যেটা অনেকেই ইতোমধ্যে করেছেন আবার অনেকেই এসম্পর্কে ভাবলেও নিজের প্রয়োজনীয় ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের অভাবে বিদেশি কোম্পানি থেকে ডোমেইন নিতে পারছেননা। তাদের জন্য আমার এই আয়োজন।

আপনারা যারা কম দামে ডোমেইন নিতে চাচ্ছেন তারা আমার থেকে ডোমেইন নিতে পারেন।

 

ডোমেইনের মূল্য নিচে দেওয়া হলঃ

.Com - 550 Taka
.Net - 600 Taka
.Org - 550 Taka
.Info - 550 Taka
.Biz - 700 Taka
.Me - 700 Taka
.Club - 700 Taka

এছাড়াও আর কিছু ডোমেইন আছে যেগুলোও আপনি কিনতে পারেন। আমার পরিপূর্ণ ডোমেইন লিস্ট এখানে পাবেন।

 

আপনি দুই ভাবে আমার কাছে থেকে ডোমেইন নিতে পারবেনঃ

১। বিকাশে টাকা পাঠানোর মাধ্যমে।

২। নগদ টাকা দেওয়ার মাধ্যমে। নগদ টাকা দিতে হলে আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে।

যোগাযোগ ও টাকা পাঠানো সম্পর্কে জানুন এখান থেকে।

আমার কাছে থেকে ডোমেইন নিতে হলে প্রথমে এখান থেকে ফরমটি পুরন করে পাঠান।

 

আমার ব্লগ সুলভবিডি.কম থেকে ঘুরে আসার অনুরধ রইল।

আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মানুষ কে আর কত বোকা বানাবেন। গোড্যাডী থেকে0.৯৯ সেন্ড এ ডোমেইন কিনে 500 টাকায় বিক্রি করবেন। পরের বছর 14.00 ডলার দিয়ে রেজি কে করবেন ভাই আপনি করে দিবেন পরের বছর ৫০০ টাকা দিলে । পাগল বানাবেন না সবাইকে।

Level New

godaddy theke domain nilam 1tu age…..mastercard diye…only 0.99$

    ভাই Goaddy তো চিনোনা তোমারে এখন কিছু বলবেনা আগে এক বছর হোক তারপর দেখ তোমারে কত দিয়া রিনিও করতে হয়

ডোমেইন নেওয়ার পর কার কার্ড থেকে কত গেছে একটু দেইখা নিবেন। আর আমি ডোমেইন রিনিউ করতে ৯০০ টাকা নিই যেখানে বাংলাদেশি কোম্পানি নেয় ১০০০ টাকা আর Godaddy ১২০০+ টাকা