আস-সালামুআলাইকুম কেমন আছেন সবাই। আশা করি ভাল। আরেক টি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি টিউনটি আপনাদের কাছে ভাল লাগবে।
অব্যবহৃত সিমের মালিকানা দুই বছর থেকে কমিয়ে দেড় বছরে আনা হয়েছে। এই রকম ই একটা সংবাদ দিয়েছে বিটিআরসি।
এখন থেকে একজন গ্রাহক তার সিম টানা ১৫ মাস ব্যবহার না করে বন্ধ রাখলে সাময়িক ভাবে তার সিমের মালিকানা তিনি হারাবেন। তবে আরো তিন মাসের মধ্যে যদি নির্ধারিত রির্চাচের করেন, তাহলে তিনি মালিকানা আবার ফিরে পাবেন। তবে যদি ঐ তিন মাসেও তিনি সিম চালু না করেন তাহলে স্তায়ীভাবে তিনি সিমের মালিকানা হরাবেন।
এই ক্ষেত্রে দেড় বছর পর অপারেটর এই সিম অন্য কোনো গ্রাহকের কাছে বিক্রি করে দিতে পারবে।
এর আগে এই পদ্বতি দুই বছর ছিল। তিন মাস বন্ধ থাকলে সিম সাময়িক বন্ধ করে দেওয়া হত, এবং এক থেকে দুই বছরের মধ্যে ১৫০ টাকা রির্চাচ করে আবার মালিকানা ফিরে পাওয়া যেত। কিন্তু এখন এই পদ্বতি দেড় বছর (১৮ মাস) র্কাযকারী হবে।
কমিসন থেকে আরো জানানো হয় যে এখন যারা 11 ডিজিটের নাম্বার ব্যবহার করছেন তাতে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নাম্বার বরাদ্দ দিতে পারবে। অনেকেই কিছু দিন সিম ব্যবহার করে ফেলে দেন আবার অনেকেই একাদিক সিম ব্যবহারের জন্য লম্বা সময় সিম বন্ধ রাখেন। এই সব সিম অপারেটর রা অন্য কাউকে দিতে পারে না। তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://tipsjan.com