আসসালামু আলাইকুম
আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক এবং টুইটারের ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করবেন।
সম্প্রতি ফেসবুক এবং টুইটার এই দুইটি সোস্যাল মিডিয়াতে ভিডিও অটোমেটিক প্লে হতে দেখা যায়।
তবে এটি বন্ধ করারও পদ্ধতি রয়েছে।
তাহলে চলুন দেখি:
ফেসবুকে ভিডিও অটোপ্লে বন্ধ করার জন্য Account Settings প্যানেলে যেতে হবে।
তারপর সেখানের বামপাশের নিচে Videos মেনুতে ক্লিক করতে হবে।
তারপর Video Settings এর নিচে Auto- Play Videos নামে একটি অপশন পাবেন।
তার ডান পাশে দেখবেন হয় Deafult নাহয় On নামে অপশন থাকবে।
এখন সেটিতে ক্লিক করে Off এ ক্লিক করুন।
তারপর আর ভিডিও অটোপ্লে হবে না।
যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।
টুইটারে ভিডিও অটোপ্লে বন্ধ করার জন্য Profile & Settings থেকে Settings প্যানেলে যেতে হবে।
তারপর একটু নিচে Content নামে একটি অপশন পাবেন সেখানে Video Tweets নামে একটি অপশন পাবেন যেটাতে Video Autoplay প্লে নামক একটি অপশন টিকমার্ক করা আছে।
এখন এখান থেকে টিকমার্ক তুলে দিন, এবং Save Changes এ ক্লিক করুন।
তারপর একটি অপশন আসবে যেটাতে আপনার একাউন্টের পাসওয়ার্ড দরকার হবে।
সেখানে আপনার টুইটার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে Save Changes এ ক্লিক করুন।
তারপর একাউন্ট সেভ হলে আর ভিডিও অটো প্লে হবে না।
যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভূলবেন না।
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice work.